"স্বরচিত কবিতা:- অবহেলায় হারিয়ে গেছে অনেকেই!"
অবহেলা খুবই খারাপ একটা জিনিস, আমরা যখন আমাদের প্রিয় মানুষ গুলোকে অবহেলা করতে শুরু করি। ধীরে ধীরে একটা সময় দেখবেন, সেই মানুষটা অনেকটাই বদলে যায়, আর বদলে যাওয়ার কারণে সে সবার কাছ থেকে নিজেকে অনেকটা আড়াল করে রাখে।
তখন আমরা মনে করি আমাদের প্রতি তার ভালোবাসা একেবারেই কমে গেছে, কিন্তু আমরা কখনো এই কথা চিন্তা করি না। আমরা তাকে অবহেলা করার কারণে, সে নিজেকে এই সমাজ এবং সমাজের মানুষ গুলোর কাছ থেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন। অবহেলা করা মোটেও ঠিক না। ভালবাসতে না পারলে সরাসরি বলে দেয়া উচিত। তবে কারো সাথে অভিনয় করে, তাকে অবহেলা করে, তার জীবনটা নষ্ট করে দেয়া আমার মনে হয় একেবারেই অন্যায়।
অবহেলায় হারিয়ে গেছে অনেকেই......🥀
কেউ কি নিয়েছে খোঁজ
আমিও হারিয়ে যাব একদিন
হুট করেই হয়ে যাব নিখোঁজ......💔
হারিয়ে যাবো চিরতরে এই মিথ্যে.......😂
মায়ার শহর থেকে যেই শহরে
স্বপ্নগুলো প্রতিনিয়ত রং বদলায়
আর মানুষগুলো অকারণে বদলে যায়.......😭
আর বদলে যাওয়ার পরে দোষটা........🥀
আমার ঘাড়ে দিয়ে দেয়া হয়
বড্ড মায়ায় জড়িয়ে ফেলেছিলাম
নিজেকে এই শহরের কিছু মানুষের সাথে........💔
কিন্তু আমি ভুলেই গেছিলাম.........🥀
এই ইট কাঠ পাথরের শহরে
মায়া বলতে কোন শব্দ নেই
প্রয়োজনে আমি তাদের ভাই
প্রয়োজন শেষে আমি কে সেটা
চেনার প্রয়োজন টুকু ও তাদের নেই.......💔
ভালোবেসে যাদের আপন ভেবেছি........🥀
তাদের কাছ থেকেই সবচাইতে বড়
আঘাতটা পেয়েছি এই শহরে
ভালোবাসাটাই সবচাইতে বড় ভুল.......😭
কেননা এই শহরে ভালোবাসার.......🥀
বিনিময়ে ভালোবাসা নয় অবহেলা
পেতে হয় আর সেই অবহেলাটা
প্রচন্ড যন্ত্রণাদায়ক হয়........💔
যেই যন্ত্রণার কাছে মৃত্যুটা হয়তো........🥀
হার মেনে যায় আজ আমি বড্ড
ক্লান্ত কিছু মানুষের অবহেলা
করে দিয়েছে আমার শান্ত.........💔
হুট করেই হারিয়ে যাবো একদিন........🥀
হয়ে যাব দিক বিভ্রান্ত
যদি কখনো হারিয়ে যাই
খুঁজবে কি আমায়........💔
নাকি বলে উঠবে যাক বাবা.......😭
জীবন থেকে হলো একটা
আপদ বিদায় হলো.........🥀
প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা অনেকটা যন্ত্রণাদায়ক, অনেক মানুষ সেটা সহ্য করতে পারে না। আর সহ্য করতে না পেরে, অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয়, এটা একেবারেই করা ঠিক নয়।
আপনার কাছ থেকে পাওয়া অবহেলা গুলো, ওই মানুষটার জীবনটাকে বিষাক্ত করে তোলে। তখন ওই মানুষটা চেষ্টা করে, এই দুনিয়া থেকে নিজেকে একেবারেই বিদায় করে দেয়ার জন্য।
তাই সবার কাছেই অনুরোধ করবো, যদি কাউকে মন থেকে ভালবাসতে পারেন, তাহলেই তাকে আপনার জীবনে জায়গা দিন। কয়েক দিন অভিনয় করার জন্য কখনোই কারোর জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। একটা সময় দেখা যাবে সেই মানুষটা আপনার প্রতি বিরক্ত হয়ে, আপনার ভালবাসার প্রতি বিরক্ত হয়ে, আপনার অবহেলার প্রতি বিরক্ত হয়ে, তার পরিবার-পরিজন সবাইকে ছেড়ে পরকালে চলে যাবে।
এমন কাজ করা থেকে বিরত থাকুন। ভালবাসতে পারলে ভালোবাসুন, সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Hi, Greetings, Good to see you Here:)
TEAM 5
Congratulations! Your post has been upvoted through steemcurator08.প্রথমেই আপনার কবিতা অসাধারণ হয়েছে সেই সাথে অবহেলা নিয়ে বেশ কিছু কথা বলেছেন।। আমি মনে করি পৃথিবীর অন্যতম একটি কষ্টের মাধ্যম হচ্ছে অবহেলা।। আমাদের প্রিয় মানুষগুলো যদি অবহেলা করে এটি সত্যি মেনে নেওয়া যায় না।।।