The dairy game (02-05-2023) chat with girlfriend

in Steem For Bangladesh2 years ago (edited)
আসসালামুয়ালাইকুম

আমি রাবেয়া আসছি আপনাদের সাথে আমার আজকের দিনের কিছু কথা শেয়ার করার জন্য
আজকে সকালে ঘুম থেকে উঠেই কেন জানি আমার স্কুল এর বান্ধবী যূথীর কথা মনে পড়লো
স্কুলে ও আমার খুব কাছের বান্ধবী ছিল এসএসসি এর পর দুজন দুই পলিটেকনিক এ ভর্তি হই
তারপর থেকে আমাদের মাঝে মাঝে দেখা হতো কথা হতো
IMG_20230501_125231.jpg

আজ ওর কথা মনে পড়লো তাই ওকে ফোন দিলাম দিয়ে কুশল বিনিময় করে বললাম চলো আজকে আমরা একটু আড্ডা দেই ,অনেক দিন তো দেখা হয় না কথা হয় না যুথী ও বললো আচ্ছা ঠিক আছে
কোথায় দেখা করবো আমি বললাম আসো সিরাজগঞ্জ টি বার এ বসি যুথী ও বললো আচ্ছা ঠিক আছে একটু পরে তাহলে রেডি হয়ে বের হই বললাম ঠিক আছে বলে ফোন রাখলাম
তারপর আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম
আমাদের দেখা হলো ১ নং খলিফা পট্টির মধ্যে
ওরে দেখেই আমি একটা ছবি তুললাম যদিও ও সেটা বুঝতে পারেনি
IMG_20230501_114204.jpg

তারপর আমরা দুজন মিলে গেলাম টি বার এ এর আগে আমি যুথী কেউ ই টি বার এ যাইনি শুধু চিনি এর জন্য আজকে গেলাম ওখান কার খাবার টেস্ট করতে আমি আবার সিরাজগঞ্জ এর নতুন রেস্টুরেন্ট হলে সেখানে যাই খাবার এর মান দেখতে
টি বার এ এখনো যাইনি নি টি বার এর কথা অনেক শুনেছি ভিতরে অনেক সুন্দর আড্ডা দেয়ার জন্য পারফেক্ট তাই গেলাম
IMG_20230501_114739.jpg

ভিতরে গিয়ে দেখলাম পরিবেশ বেশ সুন্দর
তেমন লোকজন নেই অনেকদিন পর বান্ধবীর সাথে আড্ডা দেয়ার মত পরিবেশ
বসে পড়লাম দুজন গল্প করতে করতে সেই স্কুল এর কথা গুলো মনে পড়লো
IMG_20230501_114915.jpg

আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম কথা বলতে বলতে হঠাৎ মনে হলো আচ্ছা আমরা শুধু শুধু বসে আছি কেন আমরা কিছু খাচ্ছি না কেন !!!
আর এখনকার বয় গুলা কই কেউ তো আসলো না আমাদের কাছে অর্ডার নিতে এদিক ওদিক তাকিয়ে দেখলাম না নাই তারপর আমরা আবার গল্প করতে শুরু করলাম
একটু পরে একটা বয় আসলো তারপর আমরা দুইটা চিকেন বার্গার অর্ডার করলাম কিছুক্ষন পর খাবার আসলো
বার্গার দেখে আমরা অবাক, এটা কি নিয়ে আসছে এরা ,বার্গার টা ছিল খুব ছোট এবং চিকেন একেবারে কম আর অন্য কিছুই কথা বললাম না
IMG_20230501_123738.jpg

তারপর খেয়ে আমরা বাহিরে বের হয়ে কয়েকটা ছবি তুলে বিল টা পেমেন্ট করলাম আমি
IMG_20230501_125213.jpg

তারপর দুজন হাঁটতে হাঁটতে বের হলাম টি বার থেকে তারপর কাটা খালির পাস দিয়ে সুন্দর রাস্তা টা দিয়ে কিছুক্ষণ হাঁটলাম তারপর দুজন যার যার বাড়ি চলে গেলাম
IMG_20230502_182257.jpg

আজ এখানেই সমাপ্ত করছি
সমাপ্ত করছি কিন্তু করছি না
আমি আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ্য রাখুন
আল্লাহ হাফেজ

| Device | Name | |-|-| Android | Realme c11 Camera | 13MP camera Location| Bangladesh 🇧🇩 Short by |@rabeya1
Sort:  
 2 years ago 

আপনারা দুই বান্ধবী মিলে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন। যেটা আপনি আপনার ফটোগ্রাফি এবং আপনার পোস্টে উল্লেখ করেছেন। আসলে সত্যি কথা বলতে,,, বন্ধু-বান্ধবের সাথে কাটানোর সময় গুলো,,,,, খুব তাড়াতাড়ি প্রার হয়ে যায়।

বার্গার খেতে গিয়ে আপনাদের অবস্থা খারাপ। বর্তমান সময়ে বার্গারের সাইজ অনেক ছোট। তার ভেতরে যে চিকেন টা দেয়া হয়। সেটা তো না বললেই নয়। যাইহোক তারপরে আপনারা ওখান থেকে বের হয়ে যে যার বাসায় চলে গেলেন।

আপনার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো। আপনাদের দুই বান্ধবীর আনন্দের মুহূর্তটা আমাদের সাথে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর একটা ফটোগ্রাফির পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং তার সাথে বিস্তারিত আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,,,, ভালো থাকবেন। সৃষ্টিকর্তা আপনাকে সবসময় ভালো রাখুক।

 2 years ago 

জ্বি আপু বন্ধু বান্ধব দের সাথে আড্ডা দিতে গিয়ে কখন সময় পার হয়ে যায় বোঝা ই যায় না
খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা
চেষ্টা করেছি আমার আনন্দের মুহুর্ত গুলো সবার সাথে ভাগাভাগি করে নিতে

 2 years ago 

হ্যাঁ তাই তো দেখছি আপু

Wow,,good hangout..👍

 2 years ago 

Thank you

Loading...
 2 years ago 

দুই বান্দবী মিলে সেই রকম খাওয়া দাওয়া করলেন।আমার বন্ধুদের কথা মনে পড়ে গেলো।খুব ভালো লাগলো।ভালো লিখেছেন।

 2 years ago 

চিরচেনা জায়গাগুলো ফুটে উঠেছে আপনার ফটোগ্রাফিতে। দীর্ঘ পাঁচটি বসর অতিক্রম করেছি এই ইট পাথরে ঘেরা শহরের অলিগলিতে। পরে রয়েছে অসংখ্য স্মৃতির ভান্ডার। আপনার সারাদিনের ব্যস্ততা আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার বন্ধুর সাথে কাটানো মুহুর্ত সত্যিই অসাধারণ। ভালো থাকবেন।


Congratulations 🥳


Your quality content follows the Team 4 curation guidelines.

BRINGING MUSIC TO YOUR EARS.gif

Curated by : @solaymann

 2 years ago 

As a Steemit member I must say, your post is great. You have presented everything very nicely and fluently. I find your diary game blog very inspiring. Don't give up, stick to the platform and you will succeed one day.

 2 years ago 

Thank you for your compliment
Just pray for me

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67985.45
ETH 2400.41
USDT 1.00
SBD 2.35