The Diary Game - 15.01.2024 : Suffering From Cold and Fever

in Steem For Bangladesh10 months ago (edited)

As-salamu Alaykum ( 'Peace be upon you')


20240116_190503_0000.png

Made with Canva


Dear Diary,


"Health is not valued till sickness comes." -Thomas Fuller

20240115_104612.jpg

আমার আজকের ডায়েরি গেম পোস্টটি অন্য দিনের পোস্টের তুলনায় একটু ভিন্ন রকম হবে। সাধারণত আমি আমার ডায়েরি গেম পোস্টে আমার সারাদিনের কার্যকলাপ গুলো তুলে ধরার চেষ্টা করি। আজকেও আমি সেটি করব কিন্তু আপনারা টাইটেল পড়ে ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমি ঠান্ডা এবং জ্বরে ভুগছি তাই আমার আজকের ডায়রে পোস্ট এর জন্য আমি বাইরে গিয়ে কোনো ছবি তুলতে পারিনি। আমার কাছে যে জিনিসগুলো আনা হয়েছে শুধুমাত্র সেই ছবিগুলো দিয়েই আজকের পোস্টে শেষ করব।

20240115_104606.jpg

গতকালকের মত আজকেও সকালে ব্রেকফাস্টে আমি চা এবং বিস্কিট খেয়েছি। সাধারণ অসুস্থতায় এনার্জি প্লাস বিস্কিট এর বিকল্প নেই। আমি দুধ চা আর বিস্কিট দিয়প আমার সকালের নাস্তা শেষ করি। অসুস্থতার কারণে আমার সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে ।


20240115_140623.jpg

সকালে নাস্তা খাওয়ার পর আমার জ্বর কিছুটা কমলেও ঠান্ডা ছিল।তাই আমার ভাবি আমাদের জন্য এক কাপ লাল চা বানিয়ে আনেন। জ্বর, সর্দি ও কাশিতে এই লাল চা খুবই কার্যকর। এ চা এ দারুচিনি, এলাচ, লং, তেজপাতা দেওয়া হয়েছে।আদা দিতে পারলে চা আরো বেশি উপকারী হত কিন্তু বাসায় আদা না থাকার কারণে আদা ব্যবহার করতে পারিনি। এটা পান করার পর কিছুক্ষণ বেশ ভালো লাগছিল। চা পান করার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম।
20240115_153849.jpg20240115_153904.jpg

আমার ভাই একটি ইনহেলার দেয় আমাকে। এটি হলো হারবাল ইনহেলার যা নাক বন্ধ থাকলে ব্যবহার করা হয়। এই ইনহেলার অত্যন্ত তীব্র ঝাঁঝালোযুক্ত। এটি একটি থাইল্যান্ডের পণ্য। প্রথমে এটি আমি পড়তে শুরু করলে থাই ভাষায় লিখা কিছুই বুঝতে পারেনি কিন্তু পরে দেখি পাশে ইংরেজিতেও লিখা রয়েছে। যেখানে প্রপার্টিতে লেখা আছে এটায় ২০গ্রাম মিথানল আছে। যদিও আমি এই ইনহেলার ব্যবহার করতে পছন্দ করি না তারপরে আমি অল্প কয়েকবার ব্যবহার করে আর ব্যবহার করিনি।


20240115_214653.jpg20240115_172312.jpg

বিকেলে আমার ভাই অফিস থেকে ফেরার পথে আমার ভাতিজির জন্য বই কিনে নিয়ে আসে। এই বই দুটি অনলাইন থেকে অর্ডার দিয়েছিল। Kids Razzo আমাকে একটি অনলাইন প্লাটফর্ম থেকে এই বই দুটো কেনা হয়েছে। বই দুটির দাম আমি জানিনা। একটি বই বাচ্চাদের ভোকাবলির জন্য আর একটি ছিল স্পোকেন ইংলিশ এর জন্য। আমি প্রথমে বইটি হাতে পেয়ে বরই শব্দের ইংরেজি খুজতে থাকি। তারপর আমি বরই এর পরিবর্তে কুলের ইংরেজি খুঁজে পাই । বইদুটি শেখার বেশ ভালো তবে স্পোকেন ইংলীশ বইটি আমার কাছে তুলনামূলক কম ভালো লেগেছে।


20240115_205533.jpg

আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল তাই আমার ভাই রাতে তার এক বন্ধুকে দিয়ে বিরিয়ানি কিনে আনায়। বিরিয়ানি আনতে বললেও উনি বিরিয়ানি না পেয়ে মোরগ-পোলাও কিনে আনেন। আমি মোরগ পোলাও বেশী একটা খেতে পছন্দ করি না তাই অল্প একটু খেয়ে আমার ডিনার শেষ করি। এর প্যাকেজিং দেখে যতটা ভালো দেখা গিয়েছিল, খাবারের মান ততটা উন্নত ছিল না।

20240115_205443.jpg


রাতের কাবার শেষে আমি আমার ঔষধ খাই। ঔষধ খাওয়ার কিছুক্ষণ পর আমার শরীর তুলনামূলক সুস্থ লাগে। আমি রাতে একটু হাঁটাহাঁটি করি কারন আমার একটু ভালো লাগছিল।

20240115_214200.jpg20240115_214230.jpg
DeviceSamsung Galaxy A12
Photographer@pea07
Thanks everyone for reading my post

Regards

@pea07

Sort:  
 10 months ago 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 10 months ago 

সুস্থ্যতা আল্লাহর পক্ষ কত বড় নেয়ামত তা অসুস্থ হলে বুঝা যায়। আপনি দ্রুত সুস্থ্য হোন দোয়া রইলো। সকালের নাস্তা খুব ভাল বিশেষ করে আমি চায়ে এই এনার্জি বিস্কুট ভিজিয়ে খুব স্বাদ পাই। আপনার মোরগ পোলাও থালায় রাখার পর কেকের মত দেখাচ্ছে। আপনার সুস্থ্যতা কামনা করি।

 10 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. If you have any questions you'd like to know or are experiencing any problems, join our Discord servers for help. We are always active here to serve the users. And you are invited to participate in our weekly online hangout. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiariesx
Voting CSI10.3
Period2024-01-16
Result Club100

TEAM 4

Congratulations! This post has been voted through steemcurator07. We support quality posts and comments!
Curated by : @chant


 10 months ago 

I enjoyed reading your diary. But the sad thing is that your fever is in its current state. And the food packets are better than Bangladeshi food. But whatever the food inside is. I pray that you get well soon. Thank you.

 10 months ago 

@pea07
আল্লাহর কাছে দোয়া করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠেন। ঠান্ডায় লাল চা খুব উপকারী। আপনার ভাই ভাবি আপনার অনেক খেয়াল রেখেছে। সবার জন্য দোয়া থাকল।ভাল থাকবেন।

 10 months ago 

You diary is so special and may Allah guve you health and stay healthy

 10 months ago 

Hello dear, How was the day ? I wish to you to be in peace and living their best moments of life.These days, it is very cold and even the slightest carelessness is causing cold, fever and cough. In such a situation, take care of your health. Drinking red tea with garam masala gives relief to the body, that is why you felt good after sleeping after drinking tea. Despite being ill, the presentation of your diary is very nice. Wish you good may you always achieve whatever you aim for yourself in life and make the best journey .Greetings from me Have a beautiful day .

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 76338.99
ETH 2965.83
USDT 1.00
SBD 2.62