বৃষ্টি ও মানবজীবনে বৃষ্টির প্রয়োজনীয়তা

in Steem For Bangladesh3 days ago (edited)

...হ্যালো...
আসসালামু আলাইকুম @steem4bangladesh কমিউনিটির বন্ধুগণ, আমি @nirob1613 বাংলাদেশের ঢাকা থেকে বলছি। আজ (১৩/০৭/২০২৪)

1000012494.jpg

প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই ? আশা করি ভালো আছেন। আমি ও আল্লাহ্ তায়ালার রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে বৃষ্টি নিয়ে দারুণ একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন ও সাপোর্ট করবেন।

মানবজীবনে বৃষ্টির প্রয়োজনীয়তা
এটা চিরন্তর সত্য যে পানির অপর নাম জীবন। পানি ছাড়া আমরা কেউই বাঁচতে পারি না। এই পানির অন্যতম উৎস হলো বৃষ্টি।
বৃষ্টি কার না ভালো লাগে? অনেকে বলে থাকেন শৌখিন বাঙালির প্রিয় ঋতু বর্ষা। আসলেই ছয় ঋতুর এই দেশে বর্ষা অধিকাংশ মানুষের কাছেই প্রিয়। বৃষ্টির নরম-কোমল ফোঁটায় সিক্ত হতে ভালোবাসে সবাই। কেউ আবার অঝোর ঝিমঝিম বারিবর্ষণে স্নাত হতে পছন্দ করেন। রিমঝিম বর্ষার সুর অথবা টিনের চালের পাতা গড়িয়ে পরা বৃষ্টির পানির দৃশ্য সকলেরই মন কাড়ে। টুপটুপ করে পড়া বৃষ্টি ফোঁটাও অনেকের মন ছুঁয়ে যায়। বৃষ্টি প্রায় সব মানুষের কাছেই পছন্দের। তবে কিছু মানুষ আছেন, বৃষ্টি যাদের জন্য কষ্ট নিয়ে আসে। বৃষ্টিতে তাদের কষ্ট বেড়ে যায়। তবুও মানব জীবনে বৃষ্টির অবদান ফুরাবার নয়।

1000013496.jpg

তীব্র গরমে কাহিল রাজ্যের মানুষ চাতক পাখীর মতো অপেক্ষায় থাকে কখন একটু বৃষ্টি নামবে। কখন একটু শান্তি পাবে। যেখানে বৃষ্টি কম হয় সেখানে মানুষের জীবনযাত্রা কষ্টকর হয়ে উঠে। একটু বৃষ্টির ফোঁটা জনজীবনকে দেয় অবিরাম শান্তি। বিশেষ করে বৃষ্টি নামার আগমুহূর্তে মেঘলা আকাশ দেখলে মনে আসে শান্তি। মনে মনে ভাবি এই বুঝি এলো বৃষ্টি।


বৃষ্টিতে বের হওয়া ও কাপড় ভেজানো সুন্নত। বৃষ্টির দিনে বের হয়ে দুই হাত প্রসারিত করে খানিক স্নাত হতে অনেকে পছন্দ করেন আমিও তার ব্যতিক্রম নই।এইভাবে বৃষ্টিতে ভিজার অনুভূতি অতুলনীয়। এই ভালোলাগা আনন্দখানিও সুন্নত। শরীরের কিছু অংশ বৃষ্টিতে ভেজানোও সুন্নতের অন্তর্ভুক্ত। বৃষ্টির প্রতিটি ফোঁটা রহমতের ধারা হয়ে নামে। বৃষ্টি সাধারণত আল্লাহর পক্ষ থেকে কল্যাণ বয়ে আনে।

1000013497.jpg

বৃষ্টি হলে মনে মনে আনন্দে গুণগুণ করে রবীন্দ্রনাথের "সোনার তরী" কবিতার লাইন গাইতে থাকি।

গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে’ আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হ’ল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খর-পরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা।

1000012495.jpg

1000012491.jpg

বৃষ্টি এলে মনে চলে আসে ছোট বেলায় পড়া সেই কবিতাটা।

আয় বৃষ্টি ঝেপে
ধান দেবো মেপে,
লেবুর পাতা করমচা
যা বৃষ্টি ঝরে যা।
|💚সমাপ্তি💚|

আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে

ধন্যবাদ

Sort:  
 2 days ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. Join our Discord servers for help. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified UserPending progress-1
Voting CSI[ ? ] ( 0.00 % self, 21 upvotes, 16 accounts, last 7d )
Result newcomer

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63595.77
ETH 3415.98
USDT 1.00
SBD 2.49