কক্সবাজারের মানসম্মত একটি রেস্টুরেন্ট উর্মি বিজিবি ক্যাফে

in Steem For Bangladeshlast year
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আরো একটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো। অনেকদিন ধরে কক্সবাজারে বসবাস করছি। আমার জন্ম স্থান কক্সবাজার কিন্তু মাঝখানে প্রায় বছরখানেক চট্টগ্রামে বসবাস করেছিলাম। কিন্তু বর্তমানে জীবিকার তাগিদে ব্যবসাকে কেন্দ্র করে কক্সবাজারে ফিরে এসেছি। তাই প্রায়ই সময় যে বিষয়গুলো আপনাদের লিখি সেগুলো কক্সবাজারের বিভিন্ন ঘটনা। আজকে আপনাদেরকে কক্সবাজার সমুদ্র সৈকতের একটা সুন্দর রেস্টুরেন্ট সম্পর্কে রিভিউ দিব।

20230521_000928.jpg

Cox's BazarLocation Map

কক্সবাজার সমুদ্র সৈকতে মোটামুটি তিনটা জনপ্রিয় পয়েন্ট রয়েছে। এরমধ্যে কলাতলী পয়েন্ট সুগন্ধা পয়েন্ট এবং লাবনী পয়েন্ট। কক্সবাজারের একসময়ের সবচাইতে বেশি জনপ্রিয় পয়েন্ট ছিল লাবনী পয়েন্ট। বর্তমানে কলাতলী এবং সুগন্ধা পয়েন্ট লাবনী পয়েন্ট এর চেয়ে একটু বেশি জনপ্রিয়। বেশিরভাগ হোটেল এবং হোটেলগুলো সুগন্ধা এবং লাবনী পয়েন্টে কে কেন্দ্র করে তৈরি হওয়ার কারণে এই পয়েন্টগুলো এখন জনপ্রিয়তা বেশি পেয়েছে। লাবনীর পয়েন্ট কে কেন্দ্র করে কয়েকটি মোটামুটি ভালো মানের হোটেল রয়েছে। এবং লাবনী পয়েন্টের সমুদ্রের তীর খেলে অনেক জনপ্রিয় একটা রেস্টুরেন্ট রয়েছে সেটার নাম হচ্ছে উর্মি।বিজিবির মাধ্যমে এই রেস্টুরেন্টটি পরিচালনা করা হয়। অর্থাৎ এই রেস্টুরেন্টের পরিচালনা কমিটির প্রত্যেকটা সদস্য বিজিবির কর্মী। লাবনী পয়েন্টে দেখার মত সুন্দর ডেকোরেশন করে কোন রেস্টুরেন্ট তৈরি করা হয়নি। সর্বপ্রথম উর্মি তৈরি করা হয়েছিল। পরবর্তীতে দুই একটা রেস্টুরেন্ট তৈরি করা মনে পয়েন্টে একটু ভালো ডেকোরেশন করে। কিন্তু পুরাতন রেস্টুরেন্ট হিসেবে উর্মি রেস্টুরেন্টের এখনো জনপ্রিয়তা রয়েছে।

20230510_164833.jpg

Cox's BazarLocation Map

এই রেস্টুরেন্টে বসে আপনারা সরাসরি সমুদ্রের ঢেউ উপভোগ করতে পারবেন। রেস্টুরেন্ট এর পাশে বসেই সাগরের শব্দ শোনা যায় এবং সাগরের সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। তবে এটার একটা সমস্যা হচ্ছে বিকালের আগে এই রেস্টুরেন্টটা খুলে না। অর্থাৎ আপনারা যদি সকালের নাস্তা খেতে চান তাহলে উর্মি আপনাদের জন্য প্রযোজ্য নয়। আসরের পর থেকে এই রেস্টুরেন্ট চালু হয় এবং মোটামুটি রাত বারোটা পর্যন্ত চালু থাকে। হে রেষ্টুরেন্টের সার্ভিস অনেক ভালো এবং এখানকার প্রত্যেকজনের ব্যবহার খুবই আময়িক। বিভিন্ন রকমের বাংলাদেশী আইটেমসহ বিদেশি কয়েক রকমের এখানে সার্ভ করা হয়। তবে এ রেস্টুরেন্টের সবচাইতে জনপ্রিয় যে খাবারটা আছে সেটা হল চিকেন হালিম এবং বিফ হালিম। এছাড়াও এর রেস্টুরেন্টে চটপটি ফুচকা সহ চিকেন ঝাল ফ্রাই ইত্যাদি আইটেম পাওয়া যায়।

20230521_000843.jpg

Cox's BazarLocation Map

উর্মি রেস্টুরেন্টের আরো একটা বিশেষ সুবিধা হচ্ছে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় এ রেস্টুরেন্টের খাবারের মান যেমন ভাল তেমনি দামও কম। যে জিনিসটা আপনারা অন্য রেস্টুরেন্টে হয়তো বা ২০০ থেকে ৩০০ টাকা খরচ করে খেতে হবে সেই জিনিসটা আপনারা ১৫০ টাকার মধ্যে উর্মি রেস্টুরেন্টে পেয়ে যাবেন। বিকালের পর থেকে উর্মি রেস্টুরেন্টে বসে সমুদ্রের ভিউ উপভোগ করে এক কাপ কফি খাওয়া এক সময় অভ্যাস ছিল। যখন বন্ধুরা সবাই মিলে সমুদ্র সৈকত এলাকায় আড্ডা দিতাম তখন অবশ্যই বসে এক কাপ কফি অবশ্যই খেতাম। কিন্তু বর্তমানে সবাই যার যার মতো কর্মব্যস্ততায় থাকার কারণে এই সুযোগটা এখন আর হয়ে ওঠে না। আপনারা যদি কখনো কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ করার উদ্দেশ্যে আসেন তাহলে অবশ্যই এখান থেকে একবার খেয়ে যাওয়ার এক্সপেরিয়েন্স নিতে পারেন।

20230413_104354.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ।

Sort:  
Loading...
 last year 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25No
Voting CSI47.4 ( 0.00 % self, 233 upvotes, 113 accounts, last 7d )
Period2023-05-21
Transfer to VestingPowerUp : 84.452 STEEM
Cash Out
00
Resultclub100

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

 last year 

ঊর্মি রেস্টুরেন্ট নিয়ে আপনার রিভিউ টা খুব ভাল লাগলো। আমারও এখানে খাওয়ার অভিজ্ঞতা আছে। এদের খাবার আসলেই ভালো। ধন্যবাদ ভাই।

@hasina78

 last year 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67985.45
ETH 2400.41
USDT 1.00
SBD 2.35