The dairy game। celebrating birthday party with friends 16 july 2023

in Steem For Bangladeshlast year

আসসালামু আলাইকুম
আরো একটা নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।
আশা করি সবাই ভাল আছেন। কিছু মানুষের সাথে সময় কাটানোর মুহূর্ত গুলো আমাদের সবসময় স্মরণীয় হয়ে থাকে। আর এই মানুষগুলো হলো আমাদের সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক যাদের সাথে রয়েছে। আমাদের সবার কিছু ঘনিষ্ঠ বন্ধু থাকে তাদেরকে ছাড়া জীবন কল্পনা করা যায় না। এদের সঙ্গে কাটানো মুহূর্ত এবং সময় গুলো খুবই সুন্দর হয়। স্কুল জীবন পার করে যখন কলেজ জীবনে পদার্পণ করেছিলাম বন্ধু তৈরি হয়েছে যাদের সঙ্গে এখনো পর্যন্ত সম্পর্ক বজায় রয়েছে। এই বন্ধুগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং মাসে ২ মাসে অন্তত একবার আমরা দেখা করতে চেষ্টা করি যে কোন অবস্থায়। আর যখন কোন বন্ধু কিংবা বান্ধবীর জন্মদিন হয় তখন আমরা অবশ্যই তার কাছ থেকে একটা ট্রিট পাব সেই আশা অবশ্যই রাখি।

IMG-20230717-WA0004.jpg

Cox's BazarLocation Map

গত ১৬ তারিখ ছিল আমাদের একটা বেস্ট ফ্রেন্ড এর জন্মদিন। গ্রুপের মধ্যে কোন বন্ধুর জন্মদিন মানে অবশ্যই একটা ট্রিট চলবে।গ্রুপের কোন বন্ধুর জন্মদিন হলে আমরা আগে থেকে পরিকল্পনা করে রাখি কোথায় তাকে নিয়ে যাব আমাদের কে একটা ট্রিট দেওয়ার জন্য। আমরা যেহেতু কক্সবাজারে বসবাস করছি অনেকগুলো ভালো মনের রেস্টুরেন্ট রয়েছে যেখানে আমরা চিন্তা করে রাখি ট্রিট হিসেবে কোন রেস্টুরেন্টে খেতে যাওয়া যাবে। আমরা ফ্রেন্ডরা সবাই মিলে চিন্তা করলাম এমন একটা রেস্টুরেন্টে এইবারে খেতে যাব যেটাতে আমরা আগে কখনো যাইনি। পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম কক্সবাজারের মোটামুটি একটা নামকরা রেস্টুরেন্ট ক্যাফে 14 যাওয়া হবে। যদিও এ রেস্টুরেন্টটা একটি সীমিত রেস্টুরেন্ট তেমন বেশি আইটেম এখানে পাওয়া যায় না। সাধারণত এটা একটি বিভিন্ন রকমের কফি এবং জুসবার। কয়েক রকমের পিজা এবং কিছু হোমমেড বিস্কিট ছাড়া এখানে কিছু নেই। আমাদের অনেকদিনের পরিকল্পনা ছিল আমরা এই রেস্টুরেন্টে যাব অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হলো আমাদের এই বেস্ট ফ্রেন্ডের জন্মদিন পালনের মাধ্যমে।

IMG-20230717-WA0074.jpg

IMG-20230717-WA0066.jpg

Cox's BazarLocation Map

আমাদের পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যা সাতটা বাজে আমরা সবাই একত্রিত হব রেস্টুরেন্টে। আমি মোটামুটি সন্ধ্যা সাতটার মধ্যেই রেস্টুরেন্টে পৌঁছে গেলাম গিয়ে দেখি যার জন্মদিন সে একই সময়ে উপস্থিত হলো পরবর্তীতে দুনোজন একসাথে রেস্টুরেন্টে গিয়ে বসলাম। আমাদের আরো দুইজন বান্ধবী ছিল যারা আমাদের সঙ্গে জয়েন করবে কিন্তু তাদের আসতে একটু সময় লাগছিল তাই আমরা ওয়েটিং রুমে অপেক্ষা করলাম। অতঃপর ১০ থেকে ১৫ মিনিট পর বান্ধবী দুইজন হাজির হলো তাদের হাতে গিফট ছিল তাড়াহুড়া করে দোকান থেকে যাওয়ার কারণে আমি বান্ধবীর জন্য কোন গিফট নিয়ে যেতে পারিনি। বান্ধবী গুলোর মধ্যে একজনে সুন্দর একটি কেক নিয়ে আসলো এই কেকটা কাটার মাধ্যমে জন্মদিনে উদযাপন করা হবে। একটা যেহেতু আমাদের পক্ষ থেকে এসেছে তাই বান্ধবীর পক্ষ থেকে অবশ্যই রেস্টুরেন্ট থেকে আমরা কিছু একটা অর্ডার করবো। পরবর্তীতে আমরা সবাই পরিকল্পনা করে রেস্টুরেন্ট থেকে একটা বারবিকিউ চিকেন পিজ্জা লার্জ সাইজ অর্ডার করলাম। ফিদা অর্ডার করে সেটা রেডি হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে প্রায় 40 মিনিট। ৪৪ মিনিটের মধ্যে আমরা আমাদের পুরাতন স্মৃতির মধ্যে ঢুকে গেলাম একে অপরের সাথে অনেকদিন পর দেখা হওয়ায় অনেকগুলো গল্প বেরিয়ে গেল। অতঃপর ৪০ মিনিট পরে আমাদের পিজা রেডি হয়ে গেল এবং আমরা সবাই মিলে পিজাটা উপভোগ করলাম। এরপর আরো কিছুক্ষণ সময় একসাথে অতিক্রম করার পরে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

IMG_20230717_193022-01.jpeg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58097.21
ETH 2581.79
USDT 1.00
SBD 2.41