The dairy game। গ্রামের বাড়িতে অবসর সময়ে ঘোরাঘুরি সাথে ছোটদেরখেলা উপভোগ করলাম 29 November 2023

in Steem For Bangladesh10 months ago

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আরও একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

গ্রামের বাড়িতে আসার পর প্রতিটা দিন খুবই ভালো কাটছে কারণ এখানকার পরিবেশটা খুবই সুন্দর। পৃথিবীর প্রত্যেকটা গ্রামে হয়তোবা সুন্দর। শহরে যানজট এবং জঞ্জাল পূর্ণপুরের দেশে মানুষ বাধ্য হয়ে থাকে। প্রকৃত শান্তি এবং সুন্দর পরিবেশ একমাত্র গ্রামে এলেই সম্ভব। প্রতিদিনের মতো আছে কেউ গ্রামের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছিলাম। এখন যেহেতু শীতকাল চারপাশের মাঠগুলো শুকিয়ে গিয়েছে এবং এখন গ্রামের ছেলেরা নানা রকমের খেলার আয়োজনের জন্য মাঠ প্রস্তুত করছে। মোটি সবাই ছুটি কাটানোর জন্য গ্রামের বাড়ির দিকে চলে আসে। তাই এই সময়ে আত্মীয়-স্বজনসহ অনেক পুরাতন বন্ধু-বান্ধবকে একসঙ্গে পাওয়া যায়।

20231129_163236.jpg

20231129_163352.jpg

AnowaraLocation Map

আজকে বিকালে চলে গিয়েছিলাম গ্রামের ছোট ভাইয়েরা মিলে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা ফুটবল খেলার জন্য মাট তৈরি করেছে সেখানে। খেলাধুলা বিষয়টা আমি আসলে খুব একটা পছন্দ করি না।কিন্তু বিকালের সময় ছোট ভাইরা সবাই একত্রিত হয়ে যখন মাঠে খেলে তখন তাদের পাশে গিয়ে আমি দূরে দর্শকের ভূমিকা পালন করি। এই খেলাধুলা খেলতে গিয়ে অনেকেই আমাদের গ্রামের মধ্যে পা ভেঙেছে। আমি এখানে আসার পরেও পরিচিত দুইজন ছোট ভাই ফুটবল খেলতে গিয়ে তাদের পা ভেঙে ফেলেছে এবং তারা এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় বাসায় পড়ে আছে। ওই ফুটবল খেলাটা আমার কাছে বিপদজনক মনে হয়। আমি মাঝে মধ্যে ক্রিকেট খেলতে পছন্দ করি। বন্ধুকে নিয়ে ছোট ভাইদের ফুটবল খেলা দেখতে গেলাম আমি মাঠের পাশে বসে ছিলাম এবং এই ফাঁকে আমার বন্ধু তাদের সঙ্গে খেলার জন্য নেমে গেল।

20231129_163231.jpg

AnowaraLocation Map

আবার গ্রামের পাশে নৌ বাহিনীর তত্ত্বাবধানে খুব সুন্দর একটা পর্যটন কেন্দ্র তৈরি করে হয়েছে। এখানে বেশ কয়েকটি থাকার জন্য রিসোর্ট এর মত ঘর তৈরি করা হয়েছে। সেই সাথে নৌবাহিনীর কিছু স্টাফ কোয়ার্টার ও তৈরি করা হয়েছে। এই এলাকাটা দেখতে খুবই চমৎকার হয়েছে খুব শীঘ্রই এটা উদ্বোধন করা হবে এখন কাজ চলছে সৌন্দর্য বর্ধনের। এটা উদ্বোধন হয়ে গেলে আনোয়ারাতে যে সমুদ্র সৈকত রয়েছে এটার প্রতি মানুষের আকর্ষণ বৃদ্ধি পাবে এবং এখানেও প্রচুর পরিমাণে পর্যটক আসবে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই জায়গাটাতে বসেছিলাম এবং ছোট ভাইদের ফুটবল খেলা উপভোগ করলাম। অবশেষে মাগরিবের সময়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

20231129_163401.jpg

AnowaraLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

Sort:  
 10 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
AI contentHuman
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI3.9
Period2023-11-29
ResultClub100

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59820.89
ETH 2421.54
USDT 1.00
SBD 2.44