The dairy game। কক্সবাজারে অবসর সময়ে ব্যবসায়ের প্রতিষ্ঠানে কাটানো মুহূর্ত 22 December 2023

in Steem For Bangladesh8 months ago

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আরও একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

20231214_121000.jpg

Cox's BazarLocation Map

অনেকদিন পর কক্সবাজারে এসেছি এবং দীর্ঘদিন পর্যন্ত থাকা হচ্ছে। কক্সবাজারে এসেছিলাম সেন্টমার্টিন ভবন করতে যাব সেই পরিকল্পনা নিয়ে। কিন্তু আসার পরে থেকে যাওয়ার ইচ্ছে হলো কারণ অনেকদিন পর্যন্ত কক্সবাজারের বাইরে ছিলাম। কক্সবাজারে আসার রে মনটা একদম ভালো হয়ে গিয়েছে। তবে বর্তমানে দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে ব্যবসা-বাণিজ্য খুব একটা ভালো চলছে না কারণ যে পরিমাণ টুরিস্ট কক্সবাজারে আসার কথা সেই পরিমাণ আসতে পারছে না। গত কয়েকদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানে বসছি গত সিজনের তুলনায় এই সিজনে ব্যবসার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে। গতকালকে শুক্রবারে ছিল মোটামুটি একদম সকাল থেকে এই ব্যবসা প্রতিষ্ঠানে এসেছিলাম। শুক্রবার হিসেবে অনেক পরিমাণে পর্যটক কক্সবাজারে ভ্রমণ করতে আসে।

20231223_155825.jpg

20231223_154159.jpg

Cox's BazarLocation Map

সকালবেলা মোটামুটি দশটার মধ্যে ঘর থেকে বেরিয়ে দোকানের উদ্দেশ্যে চলে এসেছিলাম। আমি দোকানে আস্তে আস্তে আমার দোকানে যে সহযোগীরা আছে তারা দোকান খুলে বসে ছিল। আমাদের পরিকল্পনা ছিল যেহেতু শুক্রবার মোটামুটি যতটা সম্ভব ভালো একটা উপার্জন করে নেওয়া। কারণ শীতকাল হচ্ছে কক্সবাজারের জন্য একটা উত্তম সিজন এই সময় ঠিকমতো ব্যবসা করতে না পারলে বছরের অন্যান্য দিনগুলোতে লস পোষাতে হয়। অনেকদিন পরে এসে দোকানে সময় দিতেও ভালো লাগছে কারণ দীর্ঘদিন পর্যন্ত গ্রামের বাড়িতে একটা বোরিং সময় অতিক্রম করেছি। সেখানে উল্লেখযোগ্য তেমন কোন কাজ ছিল না। এছাড়াও আমি দোকানে আসলে বাকিরা একটু ফ্রি সময় কাটানোর সুযোগ পায়। তাই কক্সবাজারে যে কয়দিনের জন্য আসি একটু চেষ্টা করি দোকানে সময় দেওয়ার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশিরভাগ মানুষ কক্সবাজারের বিভিন্ন স্থানে ভ্রমণে থাকার কারণে খুব একটা বেচাকেনা হয় না। কক্সবাজার ব্যাথা কেনা শুরু হয় সাধারণত সন্ধ্যার পর থেকে রাত বারোটা একটা পর্যন্ত। আমরাও সকাল থেকে দোকান খুলে বসে থেকে টুকটাক ব্যবসা করেছি এবং অপেক্ষায় ছিলাম সন্ধ্যার পর থেকে ভালো একটা ব্যবসা হবে সেই আশায়।

সন্ধ্যার পর থেকে অনেক কাস্টমার থাকলেও পরিকল্পনা অনুযায়ী ব্যবসা হয়নি। সাধারণত বেশিরভাগ পর্যটক বৃহস্পতিবারে আসে এবং শুক্রবার সময় এটাতে ভ্রমণ করে। অনেক পর্যটক একদিনের পরিকল্পনা নিয়ে এসে শুক্রবারে রাতে চলে যাই তারাই সাধারণত কেনাকাটা করে। তারপরেও আল্লাহর ইচ্ছায় যতটুকু ব্যবসা হয়েছে খারাপ হয়নি। সব মিলিয়ে ব্যবসার পরিস্থিতি বর্তমান সময়ে একটু মোটামুটি যাচ্ছে ইনশাআল্লাহ হবে না আশা করছি। এই ছিল কক্সবাজারে এই সময়ে অতিক্রম করা আমার কর্মসূচি।

20231223_155818.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

Sort:  
 8 months ago 

রাতের বেলায় সমুদ্রের পাড়ে বসে সাগরের ঢেউ দেখার মজাই আলাদা।

Loading...

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.15
JST 0.029
BTC 57257.98
ETH 2409.84
USDT 1.00
SBD 2.32