Contest  - My Eid Shopping Diary| 10 April 2023

in Steem For Bangladeshlast year
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন।আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। গতকালকে একটা বিষয়ে চোখে পড়ল ঈদের শপিং নিয়ে গ্রুপে লেখালেখি হচ্ছে।একটি কন্টেস্ট চিহ্নিত করে দেওয়া হয়েছে।বিষয়টা দেখে ভালো লাগলো শৈশবের স্মৃতি মনে পড়ে গেল।রমজানের একদম প্রথম থেকেই মার্কেটেই ছোটখাট ব্যবসা করছি। ঈদ শপিং এর জন্য আলাদা কোথাও যাওয়ার প্রয়োজন নেই তাই। নিজের অনুভূতি সম্পর্কে লিখলাম।

20230410_103344.jpg

Chittagong(Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

শৈশবে যখন ঈদ আসলো তখন একটা আলাদা আনন্দ ভালোলাগা কাজ করত।কিন্তু দিন দিন যখন বড় হয়েছি তখন সে আনন্দ ও ভালোলাগা আস্তে আস্তে কমতে শুরু করেছে।ঈদের আনন্দের মধ্যে অন্যতম একটি ছিল হচ্ছে নতুন নতুন পোশাক পরিধান করে ঘুরতে যাওয়া।
তাই যখনই ঈদের শপিং করতে যেতাম তখন ঈদের মতোই একটা আলাদা আনন্দ লাগতো।কিন্তু বিগত সাত আট বছর ধরে ঈদের জন্য বিশেষভাবে জামা কিনতে যাওয়া হয়নি।

20230410_103435.jpg

Chittagong(Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

ঈদের জন্য স্পেশাল করে জামা কিনব এমন পরিকল্পনা করে দেওয়া হচ্ছে না অনেক বছর।আগে যেমন পরিকল্পনা করতাম ঈদের জন্য গেঞ্জি পাঞ্জাবি প্যান্ট জুতা ইত্যাদি একটা তালিকা করা হতো।তারপর মা-বাবা বড় ভাই কিংবা বন্ধুবান্ধবদেরকে একসাথে করে নিয়ে অনেকগুলো দোকান ঘুরেচিহ্নিত করে জামাগুলো কিনতাম।কিন্তু এখন বয়সের সাথে সাথে সেই পরিকল্পনা আর নেই।বছরে একটা শার্ট কিংবা একটা প্যান্ট কেনা হয় তাও প্রয়োজন এর উপর ভিত্তি করে।
এ বছরের ঈদের শপিং করার ব্যাপারে তেমন কোন চিন্তা ভাবনা নেই।তবে যখন আমি দোকানে বসে থাকি এবং আমার সামনেছোট ছোট বাচ্চারা এবং ইয়ং জেনারেশন আগ্রহের সাথে কাপড় কিনতে আসে তখন দেখে খুব ভালোই লাগে।মনে হয় ঈদ যেন সবার অন্তরে এক আলাদা প্রশান্তি নিয়ে এসেছে।এই ঈদকে কেন্দ্র করে কত শত মানুষের জীবনে অতিক্রম হচ্ছে সুন্দর করে।অনেকের রিজিক নির্ধারিত হয়েছে ঈদের সময়।

20230410_103334.jpg

Chittagong(Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

এবার ঈদে যেহেতু তেমন কোন প্রয়োজন নেই তাই নতুন করে পরিকল্পিতভাবে ঈদের শপিং করার কোন চিন্তা ভাবনা আপাতত করিনি।
রমজানের একদম শেষের দিকে হয়তো বা একটি প্যান্ট ও একজোড়া জুতা নিব কারণ এই দুটি জিনিস প্রয়োজন রয়েছে।নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাওয়ার মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে।কিন্তু পাঞ্জাবি যেহেতু নতুন একটা আছে তাই এই বছর পাঞ্জাবির পেছনে অতিরিক্ত খরচ করা প্রয়োজন মনে করছি না।ঈদ শপিং ডাইরি বিষয়টা মূলত ঈদের কেনাকাটা নিয়ে অভিজ্ঞতা সম্পর্কে জানানো।আমার যেহেতু এ বছর ঈদের কেনাকাটা এখনো হয়নি অথবা অভাবে ঘটা করে কেনার কোন পরিকল্পনা নেই তাই আমি সংক্ষিপ্ত আকারে আমার অনুভূতিটা শেয়ার করলাম।

20230410_103431.jpg

Chittagong(Location Map)(https://what3words.com/blog.abstracts.turned)

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য ।
আরো একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ

Sort:  
Loading...
 last year 

Presented many beautiful beautiful Punjabi. All the family will be very happy to have made a wonderful purchase. Good luck to you in this contest

 last year 

Thank you

 last year 

আমরা এখন অনেক বাস্তব বাদী হয়ে গেছি। তবে ছোটবেলার সেই কেনাকাটার আনন্দ আসলেই এখন নেই। বাচ্চাদের মাঝেও এখন ঈদ নিয়ে উচ্ছাস অনেক কম দেখা যায়। ধন্যবাদ ভাই , শুভ কামনা রইলো।

 last year 

Thank you sister

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64385.10
ETH 3209.83
USDT 1.00
SBD 2.49