Betterlife - The Diary Game | spend a good day with my friend
কক্সবাজারে আমার যতগুলো ভালো বন্ধু রয়েছে তার মধ্যে অন্যতম একজন বন্ধু হল নয়ন।নয়নের সঙ্গে অবশ্য একদম ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল না।কিছু মানুষ থাকে যারা জীবনে হঠাৎ করে আসে এবং তাদের সঙ্গে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়।নয়ন আমার তেমন একজন বন্ধু।কক্সবাজার শহরের মোটামুটি নামকরা একটি প্রতিষ্ঠানে নয়ন চাকরি করে।তিন চার দিন কক্সবাজার এবং করারমাঝে একদিন নয়নের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।প্রথমে নয়ন যে রেস্টুরেন্টে চাকরি করে সে রেস্টুরেন্টে বসে দুইজনে মিলে একসাথে নাস্তা করলাম।
ওই রেস্টুরেন্টের খাবারের মান অনেকটাই ভালো এবং কক্সবাজারের মোটামুটি একটি ভালো জনপ্রিয় রেস্তোরা।খাবারের কোয়ালিটি অনুযায়ী দামও অনেক কম।যেহেতু নয়ন সেই রেস্তোরাঁ তে আছে তাই আমি গেলে একটু আলাদা সুযোগ সুবিধা পাওয়া যায়।যেমন আমি যদি ডাল এবং ভাজি অর্ডার করে তাহলে তার সাথে অল্প পরিমাণ মাংসের ঝোল ও মাংস চলে আসে।সেই সাথে ডিম পোচ।এই জিনিসটা ভালো অতিরিক্ত আপ্যায়ন পেতে ভালো লাগে।কিন্তু সমস্যা হচ্ছে আমি ভোজন রসিক মানুষ না তাই খুব একটা বেশি খেতে পারে না।
অবসাদে রেস্টুরেন্টে আমি আর নয়ন একসাথে খাবার শেষ করে বেরিয়ে পড়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের উদ্দেশ্যে।চিরচেনা কক্সবাজার সমুদ্র সৈকতের পারেদুই বন্ধু মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম এবং ঘোরাঘুরি করলাম।সমুদ্র সৈকতের পারে নিজের ছোটবেলা থেকে একদম বড় হওয়া পর্যন্ত সময়টা পার করেছি।কিন্তু তবুও সমুদ্র সৈকত অনেক মিস করি।কক্সবাজার আসলে এমন একটি জায়গা যে জায়গাটাতে যারা থাকে তাদের একটা আলাদা অনুভূতি কাজ করে।
সৌন্দর্যে ঘেরা এই এলাকাটি অন্যান্য এলাকার চেয়ে একদম ব্যতিক্রম।পাহাড় এবং সমুদ্রের সুন্দর মিতালী কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়া আর কোথাও দেখতে পাওয়া যায় না।অবশেষে দুই বন্ধু একসাথে সময় পার করেষ নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম।যেহেতু নয়নের ডিউটি ছিল তাই তাকে আগেই চলে যেতে হল।বন্ধুত্বের বন্ধন খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের প্রত্যেকের জীবনে।আমাদের কাছের বন্ধুগুলোকে সবসময় আমাদের আপন করে রাখা প্রয়োজন।বন্ধুত্ব কখনো অবস্থানর উপর ভিত্তি করে তৈরি করা উচিত নয়।বন্ধুর অবস্থান যেমনই হোক না কেন সে আপনার বন্ধু এটাই তার সবচেয়ে বড় পরিচয়।