Betterlife - The Diary Game |  one day at savar national Memorial 31 march 2023

in Steem For Bangladeshlast year
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন।আরো একটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। ছোটবেলায় যখন বাংলা বই পড়তাম তখন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অনেক বিষয় আমরা জানতে পেরেছি।বিশেষ করে স্বাধীনতার ইতিহাস যখন পড়তাম তখন অন্তরটাকে কেঁপে উঠতো।

20230331_170346.jpg

DhakaLocation Map

স্বাধীনতার শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধ বইয়ের পাতায় বারবার যখন দেখতাম তখন সেখানে ঘুরতে যাওয়ার একটা শখ ছিল।কিন্তু ছোটবেলায় সব পূরণ করাটা কষ্টসাধ্য ছিল। যখন আস্তে আস্তে বড় হয়েছি তখন বিভিন্ন জায়গায় ভ্রমণের পাশাপাশি স্মৃতিসৌধ ভমন করতে যাওয়ার ইচ্ছা পোষণ করেছি। অবশেষে অনেকদিন পর স্মৃতিসৌধ ভ্রমন করার একটি সুযোগ তৈরি হয়েছিল।

20230331_170422.jpg

DhakaLocation Map

ঢাকা গিয়েছিলাম আমার এক আংকেল কে নিয়ে অপারেশন করার উদ্দেশ্যে।আঙ্কেলের অপারেশনের ডেট ছিল ২৮ তারিখ ঐদিন অনেক দৌড়াদৌড়ি পরিশ্রম করার পর অবশেষে রাত দশটায় আঙ্কেলের অপারেশন সফলভাবে হয়েছিল। আল্লাহর ইচ্ছায় আঙ্কেল যখন একটু সুস্থ অনুভব করছিল তখন ঢাকা শহরের বিভিন্ন জায়গা ভ্রমণ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। ঢাকার আমার এক বন্ধুকে কল করলাম এবং তাকে সাথে নিয়ে বের হয়ে গেলাম সাভারে স্মৃতিসৌধ থাকার উদ্দেশ্যে। আমি যেহেতু কখন সাভারের দিকে যায়নি এবং স্মৃতিসৌধে প্রথমবার যাব তাই খুবই আনন্দ হচ্ছিল। অনেকটা বাচ্চা ছেলেদের জন্য ঈদের আনন্দের মত।

Screenshot_20230415-212731_Video Player.jpg

DhakaLocation Map

মিরপুর ১ থেকে ৪০ টাকা গাড়ি ভাড়া খরচ করে সাভারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। প্রায় 40 মিনিট মতো সময় লেগেছে স্মৃতিসৌধের সদর দরজায় পৌঁছাতে। স্মৃতিসৌধের দরজায় পৌঁছানোর সাথে সাথে অনেক রকমের ফেরিওয়ালা বিভিন্ন রকমের জিনিস বিক্রি করছিল। একদম গেট বরাবর দাঁড়ালে দূর থেকে স্মৃতিসৌধটা অনেক বড় ভাবে দেখা যায়। সাধারণত যদি ঈশ্বর অন্যান্য সময়ে ৬ঃ০০ টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু আমি যখন গিয়েছিলাম তখন যেহেতু রমজান মাস তাই ৫ টার মধ্যে স্মৃতিসৌধের গেট বন্ধ করে দিবে।

Screenshot_20230415-212609_Video Player.jpg

DhakaLocation Map

আমার ভাগ্য হয়তোবা ভালো ছিল তাই অন্তত গেট বন্ধ হওয়ার ১০ মিনিট আগে আমি ঢুকতে পেরেছিলাম। এবং তাড়াহুড়া করে আগেই চলে গেলাম স্মৃতিসৌধ এর পাশে কয়েকটা ছবি তোলার জন্য।তাড়াতাড়ি বেশ কয়েকটি ছবি তুলে এরপর বাকি ১০ মিনিট এদিক সেদিক ঘোরাফেরা করলাম। স্মৃতিসৌধের আঙ্গিনা খুব সুন্দর ভাবে ফুলের বাগান দ্বারা সাজানো রয়েছে। বিকালের সময় ভ্রমন করতে গেলে একটা আলাদা মানসিক প্রশান্তি কাজ করবে। শৈশবের একটি ইচ্ছা বাস্তবায়ন করতে পেরেছিলাম বলে মনে একটা আলাদা মানসিক প্রশান্তি কাজ করেছিল।
আপনাদের সুযোগ হলে ঘুরে আসবেন

Sort:  
 last year 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/ksmVErs5.



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25No
Voting CSI15.2 ( 0.00 % self, 109 upvotes, 55 accounts, last 7d )
Period2023-04-15
Transfer to VestingPowerUp : 77.977 STEEM
Cash Out
00
Resultclub100

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58167.25
ETH 2358.72
USDT 1.00
SBD 2.36