বন্ধুদের সাথে চট্টগ্রাম বিভাগের অন্যতম সুন্দর স্থান কাপ্তাই ভ্রমণ

in Steem For Bangladesh6 months ago

আসসালামু আলাইকুম
আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।
আশা করি আপনারা সবাই ভাল আছেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো।

IMG_20240121_110359-01.jpeg

received_399904379197440.jpeg

KaptaiLocation Map

চট্টগ্রাম ভ্রমণের জন্য একটি আদর্শ বিভাগ। এখানে প্রচুর পরিমানে পর্যটন কেন্দ্র রয়েছে যেখানে আপনারা প্রমাণ করতে পারবেন। চট্টগ্রাম বিভাগের একটি বিখ্যাত স্থান রাঙ্গা মাটি। রাঙ্গামাটি জেলার মধ্যে কাপ্তাই থানা অবস্থিত এটা আরো একটি সুন্দর পাহাড়ে ঘেরা স্থান। কাপ্তাই চট্টগ্রাম শহর থেকে কিভাবে যাবেন সেটা সম্পর্কে এর আগে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজকে কাপ্তাই এলাকায় কয়েকটি দর্শনীয় স্থান সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কাপ্তাই বোঝার পর সর্বপ্রথম আপনারা যদি পাহাড় এবং লেকের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে কাপ্তাইয়ের যেমন স্টেশনটা রয়েছে সেখানে 50 টাকা লোকাল ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন সেনাবাহিনীর লেকসোর এলাকায়। এখানে পাশাপাশি দুইটি সুন্দর লেক রয়েছে একটি নৌ বাহিনী ও একটি সেনাবাহিনীর। প্রথমে যাওয়ার সময় নৌবাহিনীর যে লেকটি রয়েছে সেটি আপনারা ভোগ করতে পারবেন।

received_712229994381777.jpeg

KaptaiLocation Map

কাপ্তাই এলাকার সবচাইতে বেশি সুন্দর্য পাহাড় থেকে চার পাশের লেকের স্বচ্ছ পানি। এছাড়া সেনাবাহিনী কিংবা নো বাহিনী যখন নিজস্ব তত্ত্বাবধনে কোন পর্যটন কেন্দ্র তৈরি করে তখন তারা দারুন কিছু জিনিস তৈরি করে। যার কারণ নেই এসব এলাকার সৌন্দর্য বৃদ্ধি পায় এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেনাবাহিনীর তত্ত্বাবধনে যে লেকটি রয়েছে সেখানে যদি আপনারা যান সেখানে দুই একটি ছোট ছোট পাহাড় রয়েছে যেখানে গিয়ে আপনারা পুরো এলাকার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তবে সবচাইতে ভালো হবে সেনাবাহিনীর লেখাতেই সরাসরি চলে যাওয়া কারণ নৌবাহিনীর লেকে ঢুকার সময় ১০০ টাকা আপনাদের খরচ করতে হবে এরপরে যদি আপনারা সেনাবাহিনীর লেকটা দেখতে চান তাহলে সে ক্ষেত্রে পুনরায় আপনাদের ১০০ টাকা খরচ করতে হবে। কিন্তু নৌ বাহিনীর তত্ত্বাবধানে যে লেকটি রয়েছে সেখানে যদি আপনারা না দাঁড়িয়ে সরাসরি সেনাবাহিনীর সেখানে চলে যান তাহলে আপনাদেরকে দুইবার টাকা খরচ করার প্রয়োজন পড়বে না।

পাহাড়ি এলাকায় আরো একটা ভালো জিনিস পাওয়া যায় সেটা হল এখানে আপনারা একদম ফরমালিনমুক্ত পাহাড়ে আনারস পেপে সহ বিভিন্ন রকমের ফল পাবেন। লেকের পাড়ে দাঁড়িয়ে পাহাড়িদের সংগ্রহ করে নিয়ে আসা আনারস এবং পাকা পেঁপে খেতে খুবই চমৎকার লাগবে। আমরাও এই সুযোগ মিস করে নি আসার পথে মাত্র ১০ টাকার দিয়ে আনারস এবং মোটামুটি ৭০ টাকা খরচ করে একটা বড় মাপের পেঁপে খেয়ে নিলাম। সব মিলে ভ্রমণটা খুবই দারুণ ছিল। আপনাদের কখনো সুযোগ হলে অবশ্যই কাপ্তাই ভ্রমণ করে আসবে।

received_3775130786098250.jpeg

KaptaiLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ।

Sort:  
 6 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. Join our Discord servers for help. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSI5.6 ( 0.00 % self, 38 upvotes, 36 accounts, last 7d )
Result Club100
 6 months ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। চট্টগ্রাম এমনিতেই অনেক সুন্দর ।

 6 months ago 

Thank you brother

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.12
JST 0.026
BTC 57339.41
ETH 2522.28
USDT 1.00
SBD 2.31