ভ্রমণ করে আসুন পাহাড়ের সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়ি জেলা

in Steem For Bangladesh2 years ago
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। আবারো একটি নতুন দিনের সাথে নতুন একটি বিষয় নিয়ে লেখার জন্য উপস্থিত হয়েছি। সবার সুস্থতা কামনা করছি এবং শুভকামনা জানাচ্ছি। অনেকদিন ধরে কোন ভ্রমণ কাহিনী নিয়ে লেখা হয়নি। আর এছাড়াও আগে যেভাবে ভ্রমণ করার জন্য যেতাম বর্তমানে সেভাবে ভ্রমণ করতে যেতে পারছি না। আজকে ভ্রমণ উপযোগী একটি জেলা সম্পর্কে আপনাদের জানাবো।

20201119_162820-01.jpeg

khagrachhari Location Map

এর আগেও আপনাদের বলেছিলাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর যে দর্শনীয় স্থানগুলো রয়েছে তার মধ্যে চট্টগ্রাম বিভাগ সবচাইতে অন্যতম। চট্টগ্রাম বিভাগের মধ্যেই মূলত বাংলাদেশের সবচাইতে প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এলাকাগুলো রয়েছে। বান্দরবান রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি এই তিনটি জেলার মধ্যে গেলে আপনারা প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। কে আপনাদের খাগড়াছড়ির সৌন্দর্য নিয়ে আলোচনা করব। খাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগের অন্যতম একটি জেলা। মূল শহর থেকে একটু ভিতর দিকে হওয়ায় এখানে মানুষ কাজের উদ্দেশ্যে খুব কম সংখ্যক যায়। যেহেতু এটি পাহাড়ি এলাকা এবং এখানে উপজাতি ও বাংলাদেশের রাখাইন সম্প্রদায়ের বসবাস বেশি। অর্থাৎ বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের সংখ্যা অধিক পাওয়া যায় খাগড়াছড়ি এলাকায়।

20201118_120943-01.jpeg

khagrachhari Location Map

তবে বর্তমানে ক্ষুদ্র উনি গোষ্ঠী জনগণের পাশাপাশি বাঙালি বসবাস শুরু হয়েছে। একসময় খাগড়াছড়ি যাতায়াত ব্যবস্থা এবং এখানে তেমন কোন উন্নত ব্যবস্থা না থাকার কারণে সেখানে বসতি ছিল কম। কিন্তু আস্তে আস্তে বর্তমানে খাগড়াছড়ি যাতায়াত রাস্তা অনেক উন্নত হয়েছে এবং খুব সহজেই খাগড়াছড়িতে যাওয়া আশা করা যায় তাই মানুষের আনাগোনা বেড়েছে। আগে খাগড়াছড়িতে যাতায়াত ব্যবস্থার কারণে মানুষ সেদিকে যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিল না। এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান এখন খাগড়াছড়িতে তাদের অফিস ও কার্যক্রম চালু করার কারণে খাগড়াছড়ি এখন একটি উন্নত যারা বলা যেতে পারে।

20201118_120953-01.jpeg

khagrachhari Location Map

খাগড়াছড়ি বসবাস উপযোগী যেমন একটি জায়গা ঠিক তেমনি এটা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি স্থান। খাগড়াছড়িতে রয়েছে প্রচুর পাহাড় এবং পাহাড়ি আগা বাকার রাস্তা যেখানে ভ্রমণ করতে গেলে আপনার মন উৎফুল্লিত হবে। খাগড়াছড়ির আশেপাশে অনেকগুলো ভ্রমণের জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সাজেক। জলীয়বা সাজেক এলাকা রাঙ্গামাটি এলাকার মধ্যে পড়েছে কিন্তু খাগড়াছড়ি হয়েই সাজেক যেতে হয়। এই পর্যন্ত আমি যতগুলো এলাকা ভ্রমণ করেছি তার মধ্যে সবচাইতে সুন্দর এলাকা আমার কাছে সাজেক মনে হয়েছে। খাগড়াছড়িতে বেশিরভাগ মানুষ আকর্ষিত হয় সেটা হচ্ছে সাজেক ভ্রমণের উদ্দেশ্যে। শুধু সাজেক নয় খাগড়াছড়ির দিকে যদি আপনারা যান তাহলে খাগড়াছড়িতে কিন্তু ভ্রমণ করার মত আরো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। খাগড়াছড়ির শহরের আশেপাশের কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা রয়েছে। রয়েছে ঝর্ণা এবং একটি সুন্দর পার্ক আছে। এছাড়া খাগড়াছড়ি শহরটাও খুব সুন্দর এবং এখানকার বাজারে আপনি পাহাড়ি অনেক জিনিস পাবেন।

IMG-20201121-WA0008-01.jpeg

khagrachhari Location Map

সুতরাং আপনি যদি পাহাড়ি এলাকা ভালবাসেন এবং আপনি যদি একজন ভ্রমন প্রিয় মানুষ হন।
তাহলে আপনার জন্য খাগড়াছড়ি ভ্রমণের জন্য একটি উত্তম স্থান মনে করছি ভ্রমণের জন্য খাগড়া ছুটিয়ে স্থান সম্পর্কে আজকে আপনাদের জানালাম অন্য একদিন খাগড়াছড়িতে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা সম্পর্কে আলোচনা করব।
ধন্যবাদ আপনাকে সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য ।
আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ

Sort:  
 2 years ago 

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.
Review |

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI11.8
Period04/02/23
Transfer to Vesting82.360 STEEM
Cash Out
0
ResultClub100
 2 years ago 

You had a lot of fun traveling to Bandarban and fell in love with the nature that everyone will fall in love with just seeing the nature. I haven't been to Chittagong yet but I want to go. And I have heard many times that this place is very beautiful. Especially the hills of Chittagong are more beautiful. Thank you so much for sharing your travel moments with us. Best wishes to you

 2 years ago 

Welcome to Chittagong... Thanks you brother

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59200.90
ETH 2601.74
USDT 1.00
SBD 2.41