The dairy game। অফিসিয়াল কাজে চাচুর সাথে থাকা শহরে ভ্রমণ

in Steem For Bangladesh6 months ago

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আরও একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

ঢাকা শহর বেশিরভাগ মানুষ এই জায়গাতেই বসবাস করতে চায়। যেহেতু রাজধানী এবং প্রায় সব প্রকমের সুযোগ সুবিধা এখানে রয়েছে তাই মানুষ এখানে বসবাস করে। কিন্তু আমার কাছে এটা বসবাসো উপযোগী শহর বলে মনে হয় না।
আমি কক্সবাজার হয়েছি এটা খুবই সত্য সুন্দর এবং যানবাহন এবং জঞ্জাল মুক্ত একটি শহর তাই হয়তোবা আমার কাছে ঢাকা শহরটা তেমন একটা ভালো লাগে না। আসে যাই হোক ঢাকা শহর সম্পর্কে কথা বলতে চাচ্ছি না যেহেতু বাংলাদেশের রাজধানী সেটা দিক দিয়ে এটার আরো অনেকগুলো ভালো দিক রয়েছে। তোর দুইদিন আগে আমার চাচতো কে নিয়ে গিয়েছিলাম ঢাকা শহরে তার পেনশনের কাগজপত্র সব কিছু কমপ্লিট করার জন্য। আমার বাবা সরকারি চাকরিজী ছিলেন এবং আমার বাবার এক কলিগ যিনি আমার একদম চাচার মত যাকে বাবার মত শ্রদ্ধা করি তাকে নিয়ে গিয়েছিলাম টেলিফোন অধিদপ্তরের কেন্দ্রীয় অফিসে। দেশের পরিবেশ পরিস্থিতি খারাপ হরতাল অবরোধ চলছে তার উপরে আবার এই কাজও কমপ্লিট করতে হচ্ছে, সব মিলিয়ে এক প্রকার একটা ভয় নিয়ে ঢাকা শহরে গেলাম।

20231203_063540.jpg

Screenshot_20231203-084801_Video Player.jpg

DhakaLocation Map

রবিবার সকালে যেহেতু আমাদের কাজ ছিল তাই শনিবার রাতের একদম সর্বশেষ গাড়ি ১১:৪৫ মিনিটে ছাড়ে সেই গাড়িটাতে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। স্লিপার কোচের এই গাড়িটাতে করে একদম নিশ্চিন্তে ঢাকার দিকেই যাচ্ছিলাম কুমিল্লা বিরতি দেওয়ার আগে গাড়ির ড্রাইভার হয়তোবা চোখ লেগে এসেছে গাড়িটা অনেকটা রাস্তা থেকে নিচের দিকে নামিয়ে দেয়। তবে এটা আল্লাহর রহমত রয়েছে যে সে পরিপূর্ণভাবে গাড়িটা পরবর্তীতে নিয়ন্ত্রণে নিতে পারে রাস্তায় তুলে নিয়ে আসতে সক্ষম হয়। তারপর কমেন্ট বিরতি যা হয় এখন বিরতি শেষ করে তখন টাকার উদ্দেশ্যে রওনা দেয় তখন প্রায় রাত ৩ঃ ৩০।কুমিল্লা থেকে রওনা দেওয়ার পর আমরা যখন ঢাকায় পৌঁছে তখন প্রায়ই সকাল ৫টা বেজে গেছে।

কিন্তু এখনো পর্যন্ত চারিদিকে আলো আসেনি মাত্র ফজরের আযান দেওয়া শুরু করেছে। আলোকিত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলাম পাশে। আমাদের মত অনেক এই একসাথে দাঁড়িয়ে ছিল সূর্য ওঠা পর্যন্ত। এরপর আমরা সবাই যখন সূর্য উঠলো তখন আমাদের গন্তব্য দিকে রওনা দিলাম। আমাদের গন্তব্য ছিল ফকিরার পোল পার হওয়ার পরে কাকরাইল কেন্দ্রীয় রাজস্ব অফিস। রাজেশ অফিসের এলাকায় আমরা সাতটার মধ্যে পৌঁছে গেলাম কিন্তু অফিস চালু হবে নয়টার পরে। তাই প্রায় আরো দুই ঘন্টা পর্যন্ত অফিসের এরিয়ার আশেপাশে অপেক্ষা করলাম এবং আমাদের সাথে আরো দুইজন আঙ্কেল এসে যুক্ত হল। এবং ৯ টার সময় পরে যখন অফিস চালু হলো তখন আমরা আমাদের কাজের উদ্দেশ্যে অভিযোগ অফিস করলাম।

20231203_170931.jpg

20231203_161617.jpg

DhakaLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

Sort:  
 6 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. If you have any questions you'd like to know or are experiencing any problems, join our Discord servers for help. We are always active here to serve the users. And you are invited to participate in our weekly online hangout. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI0
Period2023-11-05
Result Club100

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66541.28
ETH 3559.45
USDT 1.00
SBD 3.05