ভালো বন্ধু আপনার জীবনের সবচাইতে বড় সম্পদ

in Steem For Bangladeshlast year
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। আমাদের জীবনটা গড়ে ওঠে অনেকগুলো সম্পর্কের মাধ্যমে। এ জীবনের পথ চলায় আমরা অনেকগুলো বন্ধু তৈরি করি অনেকগুলো সম্পর্ক তৈরি করি। সম্পর্ক গুলোর মাধ্যমে আমাদের জীবনটা অতিবাহিত হয় সুন্দরভাবে। কিছু কিছু সম্পর্ক এমন রয়েছে যেগুলো আমাদের ছোটবেলা থেকে একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকে। আবার কিছু সম্পর্ক এমন রয়েছে যে এই সম্পর্কগুলো সাময়িক সময়ের জন্য তৈরি হয় এবং পুনরায় হারিয়ে যায়। স্কুল জীবন থেকে শুরু করে ভার্সিটি জীবন পর্যন্ত আমাদের অনেক রকমের বন্ধু তৈরি হয়। এই বন্ধু গুলোর মধ্যে কেউ কেউ আমাদের জীবনের অংশ হয়ে যায় পরিবারের অংশ হয়ে যায় প্রতিটা মুহূর্তের সাথী হয়ে যায়। তাদেরকে ছাড়া জীবনটা অচল মনে হয় তাদের সঙ্গ না থাকলে মনে হয় কিছু একটা খালি হয়ে গিয়েছে। আপনার জীবনের প্রতিটা সুন্দর মুহূর্ত এদেরকে নিয়ে গঠিত হয়। আপনার সুখের সময় তারা আপনার পাশে থাকে দুঃখের সময় তারা আপনার সহযোগি হয়ে পাশে দাঁড়ায়। এই বন্ধুগুলোই আপনার প্রকৃত বন্ধু যাদেরকে নিয়ে আপনি নিশ্চিন্তে সুন্দর একটা জীবন অতিবাহিত করতে পারবেন। আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু বন্ধু রয়েছে যাদেরকে নিয়ে নিশ্চিন্তে সুন্দর জীবন কাটিয়ে দেওয়া যায়।

IMG-20230717-WA0019.jpg

Cox's BazarLocation Map

বন্ধুত্বের সম্পর্ক গুলো আত্মার সম্পর্কের মতো তৈরি হয়ে যায়। একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান কোন একজন বিখ্যাত ব্যক্তি বলেছিল। কারণ একজন ভালো বন্ধু আপনার সুখে দুঃখে আপনারা সব বিষয়ে আপনার সাথে থাকবে। মানসিক সাপোর্ট অর্থনৈতিক সাপোর্ট কিংবা যে কোন রকমের সমস্যাই সে আপনার পাশে থেকে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবে। জীবনে এমন চিহ্নিত করা কয়েকজন বন্ধু তৈরি করতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। আপনার জন্য সবকিছু করতে পারে এমন বন্ধু পাওয়া দুষ্কর। বর্তমান সময়ে এসে স্বার্থপরতার এবং প্রতিযোগিতার এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে কাজ করে যাবে এমন বন্ধু পাওয়া যায় না বললেই চলে। বন্ধুত্বের মধ্যে কোন কিছুর বিনিময় থাকে না কোন স্বার্থ থাকেনা বন্ধুত্বের সম্পর্কটাই এমন হওয়া উচিত যেখানে কোন উদ্দেশ্য থাকবে না। বন্ধুত্বের সম্পর্কটা হবে নিঃস্বার্থ একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসো। আপনার জীবনে এমন কয়েকজন বন্ধু যদি আপনি পেয়ে যান তাহলে আপনার আর কোন কিছু অর্জন করার প্রয়োজন নেই। বন্ধুদের কাছে গিয়ে মানসিক শান্তি পাওয়া যায় এই মানসিক শান্তি আমাদের সবচাইতে বড় অর্জন। অর্থনীতির মানদন্ড দিয়ে কখনো বন্ধুত্বকে মাপা যায় না। অর্থনৈতিক অবস্থান বিত্তবান প্রাচুর্যতা এসব কিছু বন্ধুত্ব সামনে কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। যেসব বন্ধু আপনার অর্থনৈতিক অবস্থানের উপর ভিত্তি করে আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কিংবা আপনার কাছ থেকে দূরে সরে যেতে চেষ্টা করে এমন মানুষের কাছ থেকে অবশ্যই দূরে থাকা উচিত। একজন প্রকৃত বন্ধু কখনোই আপনাকে অর্থনৈতিক মানদন্ড এবং আপনার সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে বন্ধুত্ব করবে না। আমার জীবনের পথ চলায় এমন অনেক বন্ধু পেয়েছি যারা সুযোগমতো আমাকে ব্যবহার করে নিয়েছে। আবার অনেক এমন বন্ধুও পেয়েছি যারা নিঃস্বার্থভাবে আমার পাশে রয়েছে এবং এখনো পর্যন্ত একজন সহযোগী হয়ে পাশে রয়েছে। মানুষকে চেনার জন্য অবশ্যই মানুষের সঙ্গে মিশতে হবে এবং সেখান থেকে চিহ্নিত মানুষগুলোকে আপনার ঘনিষ্ঠ বন্ধুত্বে রূপান্তরিত করতে হবে। পৃথিবীতে মানুষের সাথে না আমি সে আপনি কখনো মানুষকে চিহ্নিত করতে পারবেন না। বন্ধু নির্বাচন করতে চাইলে আপনাকে অবশ্যই মানুষের সঙ্গে মিশতে হবে এবং তাদের সাথে লেনদেন করতে হবে এবং সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে।

20230717_204249.jpg

Cox's BazarLocation Map

আমাদের জীবনে এমন অনেক বন্ধুর আবির্ভাব হবে যারা আমাদের সাময়িক ব্যবহার করার জন্য বন্ধুত্ব করার চেষ্টা করবে কিংবা কাছে আসবে। হে মানুষগুলোকে খুব সহজেই আপনি চিনতে পারবেন তাদের কথাবার্তা এবং আচরণের মাধ্যমে। আপনার জীবনে যদি এমন কোন বন্ধু তৈরি হয়ে থাকে কিংবা এমন কোন মানুষের সন্ধান যদি আপনি পেয়ে যান তাহলে অতি শিগ্রই তার কাছ থেকে দূরে সরে যাওয়াই উচিত। আজ না হয় কাল সে আপনাকে ব্যবহার করে নিবে এবং একসময় সে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে। সুতরাং জীবনে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ভেবে নিবেন। এবং সুন্দর মন মানসিকতার বন্ধু আপনার সবচাইতে বড় সম্পদ।

IMG-20230717-WA0017.jpg

IMG-20230717-WA0003.jpg

Cox's BazarLocation Map

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য। আরো একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাল্লাহ

Sort:  

¡Congratulations!

This post has been supported through the account Steemcurator06. for containing good quality content.

Curated by : @suboohi

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58083.18
ETH 2578.52
USDT 1.00
SBD 2.42