The dairy game। বোনের বিয়েতে বিয়েতে কাটানো কিছু সুন্দর মুহূর্ত

in Steem For Bangladesh7 months ago

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আরও একটি নতুন বিষয় নিয়ে পুনরায় আপনাদের মাঝে উপস্থিত হয়েছে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

20231230_135626.jpg

20231230_164306.jpg

AnowaraLocation Map

শীতকাল একটি সুন্দর ঋতু এই সময়ে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করার একটা সুযোগ পাওয়া যায়। শীতকাল আরো একটা কারণে জনপ্রিয় কারণ এই সময়ে প্রচুর পরিমাণে বিবাহ অনুষ্ঠান চলে। কক্সবাজারে অনেকদিন পর্যন্ত সময় দেওয়ার পর ডিসেম্বরের ২৮ তারিখ পুনরায় গ্রামের বাড়িতে ফিরে এসেছিলাম কারণ ৩০ তারিখ আমাদের ছোট বোনের বিয়ে ছিল। আত্মীয়-স্বজনের মধ্যে যখন কারো বিয়ে হয় তখন সেটাতে সবকিছু সময় এটেন্ড করতে চেষ্টা করি কারণ অনেকগুলো পুরাতন আত্মীয় যাদের সঙ্গে অনেকদিন পর্যন্ত দেখা হচ্ছে না তাদের দেখা পাওয়া যায়। এরকম পারিবারিক অনুষ্ঠানগুলোতে যখন অনেক পরিচিত মুখ একসাথে জড়ো হয় তখন ভালই লাগে। ২৮ তারিখ কক্সবাজার থেকে চট্টগ্রাম চলে আসার পর ২৯ তারিখে হয়তো একটা ভালো মত গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হবে। কিন্তু তেমনটা হলো না এই জিনিসটা না হওয়াটাও এক প্রকার ভালো কারণ ধর্মীয় রীতি অনুসরণ করতে গেলে এই অনুষ্ঠান পরিচালনা করার কোন প্রয়োজন নেই। যেহেতু পরিবারটা একটু ধার্মিক ছিল তাই গায়ে হলুদের অনুষ্ঠানটা তারা পরিচালনা করেনি গ্রামে এই বিষয়টা ভালো লেগেছে।

20231230_164212.jpg

AnowaraLocation Map

শুধুমাত্র ও পরিবারের যে নারী সদস্য গুলো ছিল তারা রাতের বেলায় গিয়ে কিছু সময়ই কনের সাথে সময় দিয়ে চলে এসেছে এটাই ছিল গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন। পরদিন সকাল দেখে আত্মীয়-স্বজনরা আসা শুরু করেছে কারণ পরা দিন সবাই মিলে একসাথে বিবাহ অনুষ্ঠান যে ক্লাবটাতে অনুষ্ঠিত হবে সেখানে যাবে। আমরা সবাই প্রস্তুতি নিয়ে ছিলাম এছাড়া একদিন আগে রাত থেকে ক্লাবের মধ্যে সব কিছু গুছানো হয়ে গিয়েছিল খাবার আয়োজন থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো প্রয়োজন ছিল সেই সব কিছুই ঠিক করে রাখা হয়েছে। দুপুর ১২ টার মধ্যে আমরা সবকিছু গোছালোভাবে শেষ করার পর বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। গ্রামের বাড়ি থেকে যে ক্লাবটিতে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেটা একটু দূরে থাকার কারনে আত্মীয়-স্বজনরা সবাই তাদের একসাথে যেতে পারে সেটার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। আমরা যারা ছেলেরা ছিলাম আমাদের গাড়ি নিয়ে টেনশন করতে হয়নি কারণ আমাদের কাছে স্পেশালি বাইক ছিল তাই আমরা সবাই একত্রিত হয়ে পরবর্তীতে বাইক নিয়ে গিয়েছিলাম।

20231230_164155.jpg

AnowaraLocation Map

বিবাহ অনুষ্ঠান টা অনুষ্ঠিত হয়েছে আনোয়ারার একটি ক্লাবের ডায়মন্ড ক্লাব মনে হয় আমাদের গ্রামের সবচাইতে বেশিরভাগ বিবাহ অনুষ্ঠিত হয়। প্রাপ্তি আকারে অনেক বড় এবং একটি পুরাতন ক্লাব এবং জনপ্রিয়তা অনেক বেশি রয়েছে এই ক্লাবের হয়তো সবাই এই ক্লাবের লোকেশন টা খুব সহজেই চিনতে পারে বলেই বেশিরভাগ বিয়ের আয়োজন এখানেই করতে চেষ্টা করে। বিয়ের অনুষ্ঠানে গিয়ে অনেক পুরাতন আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা হলো এবং তাদের সঙ্গে খুব ভালো একটা সময় কেটেছে। কনে বিদায় দেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করলাম এবং আগে আমরা বাড়ি ফিরে চলে গেলাম।

ধন্যবাদ আপনাদের সবাইকে শেষ পর্যন্ত লেখাটি পড়ার জন্য আরও একটি নতুন লেখা নিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত হব ইনশাল্লাহ।

Sort:  
Loading...
 7 months ago 

মাস্সাল্লাহ বিয়ে বাড়ি কাটানো সময় ও প্রতি মুহুর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ জানাই 🥰

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.029
BTC 66566.79
ETH 3333.81
USDT 1.00
SBD 2.70