You are viewing a single comment's thread from:

RE: স্টিম নিউজ @ 28 জুলাই 2024: স্টিম মিটআপগুলি এখন সর্বত্র ছড়িয়ে পরেছে।

in Steem For Bangladesh2 months ago

@enamul17 স্যার,,

স্টিমিয়ানদের সমবেত হয়ে মিটআপ আয়োজন করার বিষয়টা আমার কাছে বেশ নজরকাড়া লেগেছে।এখানে প্রশ্নোত্তরের সুবিধা থাকায় অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসবে এবং সেগুলো সম্পর্কে অনভিজ্ঞরা ধারনা লাভ করতে পারবে। তাছাড়া এই মিটআপের মাধ্যমে স্টিমিয়ানদের মাঝে এক সম্প্রিতিমূলক সম্পর্কের বন্ধন তৈরি করবে।আর আমি মনে করি, মিটআপের ফলে সবথেকে বড় স্বার্থকতাটি হলো,অনুষ্ঠানটির মাধ্যমে স্টিম প্লাটফর্মের ব্যাপক প্রচার ও প্রসার ঘটার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।যা স্টিম প্লাটফর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

স্টিমিটে শুধুমাত্র ব্লগিং এর মতো খুব সহজ একটি পন্থার মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ থাকায় কিছু অসাধু মানুষ ai এর সাহায্য নিয়ে অতিরিক্ত অর্থের লোভে অসাধু পথ অবলম্বন করছে। তাই ডেভলপার আপডেটের মাধ্যমে এইসমস্থ অসাধু মানুষদের পরিকল্পনা বাস্তবায়নে দ্গুন বাধা সৃষ্টি করবে।

@ ubongudofot স্যারের নেওয়া পদক্ষেপটিকে আমি মন থেকে সম্মান জানাচ্ছি।দরিদ্র দেশ হওয়ায় আফ্রিকার অনেক অঞ্চল বিদুৎ সেবার বাইরে এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মতো গুরুত্বপূর্ণ একটি খাতে শিক্ষার আলো থাকলেও বিদ্যুতের আলোর অভাবে সেসব প্রতিষ্ঠান অন্ধকারেই রয়ে গেছে।@ ubongudofot নেওয়া এই মহান উদ্যোগের সফলতা কামনা করছি।আশা করছি খুব শীঘ্রই স্কুলটির বাচ্চারা বিদ্যুৎ ব্যবস্থার সংস্পর্শে আসতে সক্ষম হবে।

স্টিমিট প্লাটফর্মের এমন সব গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন😇

ধন্যবাদান্তে,,
@nasir04 ❣️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61282.12
ETH 2375.20
USDT 1.00
SBD 2.55