Contest📢🔥"Global warming"🔥
আমি @nahid28
একজন #বাংলাদেশি স্টিমিয়ান।
প্রথমেই আমার অভিবাদন আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি স্টিম ফর বাংলাদেশ কমিউনিটিতে চলমান Global Warming প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য।প্রতিযোগিতার শুরুতেই আমি স্টিম ফর বাংলাদেশ কমিউনিটির সকল এডমিন ও মডারেটরদের ধন্যবাদ জানায় এত সুন্দর একটা বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করার জন্য।চলুন আর দেরি না করে আমার পোস্টটি শুরু করা যাক।
🔥 Briefly express your knowledge about Global Warming.
বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে সবথেকে আলোচ্য বিষয় হলো গ্লোবাল ওয়ার্মিং।প্রাকৃতিক বা মানবসৃষ্ট যে কোনো কারণেই হোক না কেন এর প্রভাবে যখন পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলে তখন তাকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়।গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আমাদের বাসভূমি পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে যার প্রভাবে পৃথিবীতে নেমে আসছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ।গ্লোবাল ওয়ার্মিং এর অত্যধিক তাপদাহের প্রভাবে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে এর ফলে বিভিন্ন স্থানে বরফ গলে যাচ্ছে এবং সুমদ্রপৃষ্ঠের উচ্চতা দিন দিন বেড়ে চলেছে।
https://pixabay.com/photos/power-plant-air-pollution-6807566/
🔥 We ourselves are responsible for the rise in surface temperature and explain why.
গ্লোবাল ওয়ার্মিং এর কারণে এই যে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে এর জন্য মূলত আমরা নিজেরাই দায়ী।আমাদের অনেক অসচেতন মূলক কার্যক্রমের কারণেই আজ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। গ্লোবাল ওয়ার্মিং এর মূল কারণ হলো অবিচারে বা অগ্রাধিকারে গাছ কাটা বা বন উজার করা। মানুষ দিন দিন বন-জঙ্গল কেটে সেখানে মানব বসতি ও শিল্প কলকারখানা গড়ে তুলছে। গাছ কাটা এবং বন উজার করার করণে পৃথিবীতে দিন দিন কার্বনডাই-অক্সাইড গ্যাস বেড়ে যাছে। কারণ গাছপালা কার্বনডাই-অক্সাইড গ্যাস গ্রহণ এবং অক্সিজেন ছাড়ার মাধ্যমে পৃথিবীর ভারসাম্য রক্ষা করে
গ্লোবাল ওয়ার্মিং এর জন্য অন্যতম কারণ হলো
যানবাহন কলকারখানা এবং ইটের ভাটা থেকে থেকে নির্গত ধোয়া।এই ধোয়ার কারণে বায়ুমন্ডলে কার্বনডাই-অক্সাইড মিথেন এবং কার্বন মনোক্সাইড গ্যাস দিন দিন বেড়েই যাচ্ছে।
সুতরাং বলা যাই, গ্লোবাল ওয়ার্মিং জন্য আমরা বা আমাদের অসচেতনমূলক কার্যক্রমই দায়ী।
https://pixabay.com/photos/polar-bears-icebear-ursus-maritimus-7387841/
🔥 Outline the future of our world as global warming continues.
গ্লোবাল ওয়ার্মিং যদি দিন দিন এভাবে বাড়তেই থাকে তাহলে ভবিষ্যতে পৃথিবীতে এক ভয়াবহ অবস্থা বিরাজ করবে।বায়ুমন্ডলে অক্সিজেনের ঘারতি দেখা দিবে।পৃথিবীতে মানব ও অন্যান্য প্রাণীর জন্য টিকে থাকা কঠিন হয়ে যাবে।গ্লোবাল ওয়ার্মিং এভাবে দিন দিন বারতে থাকলে খুব দ্রত জলবায়ু পরিবর্তন হতে থাকবে যার প্রভাবে পৃথিবীর বিভিন্ন স্থানের বরফ গলে সুমদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তেই থাকবে। সুমদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রত বাড়তে থাকলে লবণাক্ত পানির পরিমাণ অত্যধিক হারে বাড়তে থাকবে এমনি পৃথিবীর নিচু অঞ্চলগুলো সুমদ্রের নিচে তলিয়ে যাওয়ার সম্ভবনা অনেক গুণ বেড়ে যাবে।পৃথিবীর বিভিন্ন দেশে হানা দিবে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।
সর্বশেষে বলা যায়দিন দিন গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পেতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম অক্সিজেন এবং খাবারের অভাবে মারা যাবে।
https://pixabay.com/photos/ecology-world-summer-life-concept-4287428/
🔥 Explain what we can do to prevent global warming and what we can do to keep the Earth's temperature normal for future.
বৈশিক উষ্ণতা রোধে আমাদেরকে এখনি সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে যা ভবিষ্যতে পৃথিবীর স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করবে। একটা বহুল প্রচলিত প্রবাদবাক্য আছে
গাছ লাগান পরিবেশ বাঁচান
এই প্রবাদবাক্য কে সবাই প্রথমে কায্যক্রম করতে হবে।আমাদের প্রচুর পরিমানে গাছ লাগাতে হবে এবং বন সংরক্ষণ করতে হবে।গাছপালা বায়ুমন্ডল থেকে কার্বনডাই-অক্সাইড গ্রহণ করে পৃথিবীর ভারসাম্য রক্ষা কবরে।আমরা আমাদের বাড়ির ফাকা স্থানে এবং সকড়ের দু-ধার গাছ লাগাব এবং বনায়ন সৃষ্টি করব।এরপরবর্তী ধাপে আমাদের যানবাহন কলকারখানা এবং ইটের ভাটার থেকে নির্গত কালো ধোয়া যথাসম্ভব রোধ করতে হবে।আমাদের পুরাতন যানবাহন ব্যবহার করা বাদ দিয়ে হবে কারণ এগুলোর ধোয়া থেকে অত্যধিক কার্বনডাই-অক্সাইড ও মিথেন গ্যাস উৎপন্ন হয়। আমাদের কে গ্রিনহাউজ গ্যাস প্রতিরোধে সচেতন থাকতে হবে।সর্বশেষে আমাদের প্রত্যেককে নিজের অবস্থান থেকে সচেতন থাকতে হবে।গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পেতে পারে এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে তাহলেই ভবিষ্যতে পৃথিবীর তাপমাত্রা আবার স্বাভাবিকে নেমে আসবে।
আমি আমার তিন জন বন্ধু @alamin19, @parvej75 ও @black-king কে উক্ত প্রতিয়োগিতায় আমন্ত্রণ জানাচ্ছি।
Best Regard
@nahid28
মাশাল্লাহ অনেক ভালো লিখেছেন।
আমাদের সবাইকে গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পাবে এমন কাজ পরিহার করে চলার ও বেশি বেশি গাছ লাগানোর তৌফিক দান করুন আমিন।
Thank you very much for your valuable feedback.
আপনার পোস্টে ai দেখা যাচ্ছে। আপনি কি পোস্টটি নিজে থেকে লিখেছিলেন? আশা করছি আপনি ভেবে চিন্তে উত্তর দিবেন। অথবা আপনি আপনার নিজ নলেজ থেকে লিখেছেন?
আমার পোস্টটি সম্পন্য আমার নিজ থেকে লেখা।তবে লেখার আগে অনলাইন থেকে এবিষয়ে আমি কিছু আটিকেল পড়ে নিয়েছিলাম যেন আমি লেখার জন্য ভালো ধারণা পাই।
অভিনন্দন আপনাকে@ nahid28 এই সুন্দর প্রতিযোগিতায়। বর্তমানে এক আলোচিত টপিক হলো গ্লোবাল ওয়ামিং , যা দিন দিন বৃদ্ধি ফলে জন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ৪২° সেলসিয়াস তাপমাত্রায় ছাড়িয়েছে, মাত্রাতিরিক্ত তাপদাহ জন জীবনে দূরহ আবস্তা । এ অভিশাপ থেকে রক্ষা পেতে বেশি বেশি গাছ লাগাতে হবে।
আপনার মূল্যবান মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু।গ্লোবাল ওয়ার্মিং এর তীব্র গরম থেকে পৃথিবী ও ভবিষ্যৎ প্রজন্মকে বাজারে আমাদের স্লোগান হওয়া উচিত
গাছ লাগান ভবিষ্যৎ বাঁচান