বাংলাদেশের জাতীয় পতাকার ইতিহাস ও এর সুন্দর একটি আর্ট

in Steem For Bangladesh5 months ago
আসসালামু আলাইকুম।

আমি @nahid28
একজন #বাংলাদেশি স্টিমিয়ান।

প্রিয় বন্ধুরা।

আশা করি এই প্রতিকূল গরম আবহাওয়ার মধ্যেও আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আমাদের জাতীয় পতাকার ইতিহাস এবং পতাকার একটি সুন্দর আর্ট আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।চলুন শুরু করি।

IMG-20240505-WA0008.jpg

Created in Canva

What is national flag?

জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতা ও সার্বভ্রমত্বের প্রতিক। পতাকা শুধুমাত্র এক টুকরো কাপড়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং তার অস্তিত্ব ছড়িয়ে থাকে দেশের সমস্ত সিমানা জুড়ে। পতাকা একটি জাতির Emotion, জাতির স্বাধীনতার চেতনা। যাকে বুকে আগলে ধরে রাখে প্রত্যেক জাতি। কারণ একখণ্ড পতাকা একটি জাতিকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে শেখায় স্বাধীন ভাবে।। তেমনি আমাদেরও আছে একটি পতাকা। যা আমাদের অহংকার, আমাদেরকে বাঁচতে শেখায় স্বাধীন দেশের স্বাধীন মানব হিসেবে।

Do you know the history of the birth of our flag?

1714901334073.jpg
Copyright free image source
তমি কি জান আমাদের পতাকা জন্মের ইতিহাস? যার পেছনে আছে এক অশ্রুসিক্ত ও রক্তাক্ত ঘটনা। হয়তো অন্য সকল জাতির থেকে আলাদা। আজকে আমরা বাংলার আকাশে মুক্ত বাতাসে যে পতাকাটি দেখতে পাই, সেটিকে বাংলার আকাশে ওড়ানোর জন্য দিতে হয়েছে ৩০ লক্ষ জিবন। দিতে হয়েছে অসংখ্য মা-বোনেদের ইজ্জত।২০০ বছরের ইংরেজ শাসনের অবসান হয়ে ভারতবর্ষ বিভক্ত হলে, বাংলার মানুষ হয়তো ভেবেছিল তারা এখন স্বাধীন কিন্তু পরে তারা জানতে পারে এটা শুধু শাসক গোষ্ঠীর ক্ষমতার হাতবদল ছাড়া কিছুই নয়। ইংরেজদের পরে পাকিস্তানিরা বাংলার মানুষকে স্বাধীনতা দেওয়ার নামে দাস বানিয়ে রাখতে চেয়েছিল।

কিন্তু বাংলার মানুষ কারো দাস হয়ে থাকতে রাজি ছিল না। তারা চেয়েছিল স্বাধীন ভাবে বাঁচতে। যার প্রথম প্রদক্ষেপ ছিল ১৯৫২ সালের ভাষা আন্দোলন। দেশ বিভাগের ২৪ বছর পরে বাংলায় মানুষ চাই গোলামি থেকে নাজাত পেতে। তারা চায় স্বাধীন ভূখন্ডে নিজেদের একটা পতাকা এবং স্বাধীন ভাবে বাঁচার প্রতিশ্রুতি। নিজের দেশকে স্বাধীন করার লক্ষ্যে এবং নিজেদের ভূখণ্ডে স্বাধীন পতাকা উত্তোলন করার জন্য তারা ঝাপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। দেশের জন্য উৎসর্গ করে নিজেদের জিবন। দীর্ঘ নয়মাসের রক্তক্ষয়ী যুদ্ধ ও ৩০ লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীন বাংলায় ডানা মেলে লাল সবুজের পতাকা।

Importance of National Flag

1714901484920.jpg
copyright free image source
আমাদের জীবনে জাতীয় পতাকার গুরুত্ব অসীম কারণ পতাকার মধ্যে জড়িয়ে আছে বহু ত্যাগ তিতিক্ষা ও উৎসর্গিত জীবন। তাছাড়াও পতাকার লাল সবুজের মধ্যে মিশে আছে আলাদা আলাদা দুটি অর্থ। পতাকার সবুজ অংশ দ্বারা বাংলার সবুজ শ্যমল প্রকৃতিকে বোঝানো হয় এবং লাল অংশ দ্বারা শহিদদের ঝলমলে লাল রক্ত ত্যাগকে বেঝানো হয়। যাদের জন্য আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে গভীর ভালোবাসা ও প্রদ্ধাবোধ। তাদের জন্য আমাদের প্রত্যেকের হৃদয়ে হয় রক্তক্ষরণ। তাদের আত্মত্যাগের জন্যই আজ আমরা শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত এবং বিভিন্ন দিবসে বাংলার আকাশে ওড়াতে পাড়ি স্বাধীন পতাকা। যেন,,,

সবুজের বুকে লাল,
সেতো উড়বেই চির কাল

Size of national flag

আমাদের জাতীয় পতাকার মাপ ১০:৬। পতাকাটিতে লাল অংশটি মাঝের একটু বামে অবস্থান করে। যেন পতাকাটি যখন আকাশে উড়বে তখন লাল বৃত্তটি দেখতে মাঝামাঝি মনে হয়।

National flag is our representative

1714901531471.jpg
copyright free image source
জাতীয় পতাকা সর্বদা বিশ্ব দরবারের সামনে আমাদের represented করে। আমাদের দেশ অথবা দেশের কোনো নাগরিক যখন কোনো বিদেশি ইভেন্টে অংশগ্রহণ করে তখন আমাদের লাল সবুজের পতাকা টানানো হয় উক্ত দেশের মাটিতে। সেটা ক্রিয়া, শিক্ষা সাহিত্য সংস্কৃতি বা অন্য যেকোনো ইভেন্টই হোক না কেন তখন আমাদের লাল সবুজের পতাকা আমাদের বাংলাদেশেকে represented করে। বিশ্বের বুকে তুলে ধরে আমাদের স্বাধীন ও সার্বভ্রমত্বের কথা। এই দৃশ্যের জন্যই যেন আত্মত্যাগ হয়েছিল ৩০ লক্ষ প্রাণের। যাদের জন্য আজ আমারা পেয়েছি স্বাধীন ভূখন্ড ও স্বাধীন পতাকা সে সকল শহিদ গণদের ত্যাগকে আমরা অমর করে রাখব আজীবন।

My little effort to draw and paint our national flag

আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্য, আমার নিজের হাতে জাতীয় পতাকা আঁকানোর সামান্য প্রচেষ্টা।
কয়েকটি ধাপে আমি কাজটি সম্পন্য করি। নিন্মে তা তুলে ধরলাম,

ধাপ-১

পতাকা আকাঁনোর জন্য প্রথম ধাপে আমার প্রয়োজন পড়ে একটি সাদা খাতা, পেনসিল ও স্কেল। আমি প্রথমে খাতার চারদিকে দাগ টেনে একটি বড় বর্গ তৈরি করি।

ধাপ-২

IMG-20240505-WA0000.jpg

ধাপ-২ তে আমি তৈরি কৃত বর্গের ভিতরে একটি উরন্ত পতাকা আঁকি। পতাকা থেকে মাটি পর্যন্ত একটি বাশ টেনে দিই যেন দেখে মনে হয় পতাকাটি মাটিতে আটকে আছে। আমি পতাকার পেছনে গাছপালা ও পতাকার উপরে আকাশ অংকন করি। আমি পতাকার নিচে পাহাড় আকিঁ যেন দেখে মনে হয় পাহাড়ের উপরে বাংলার আকাশে লাল সবুজের পতাকা মুক্ত বাতাসে ডানা মেলে আছে।

ধাপ-৩

IMG_20240505_131147~3.jpg

ধাপ-৩ হলো আমার পতাকা আঁকানোর শেষ ধাপ। এ ধাপে আমি অংকিত পতাকাটিতে লাল ও সবুজ রং করি। তাহলেই শেষ হয় পতাকা অংকনের দৃশ্য। অংকিত পতাকাটি দেখে যেন মনে হয়,বাংলার লাল সবুজের পতাকাটি পাহাড়ের উপরে বাংলার আকাশে স্বাধীন ভাবে দোল খাচ্ছে।

Sort:  
 5 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

  • Use your full voting power.

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. Join our Discord servers for help. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Voting CSI[ ? ] ( 0.00 % self, 3 upvotes, 3 accounts, last 7d )
Result newcomer
 5 months ago 

Dear @nahid28,,

First of all, I would like to thank you very much for submitting such a beautiful post about the flag of our motherland Bangladesh. The history of the victory of the flag of Bangladesh is very painful but also very glorious. Because in 1971 we achieved it in exchange for the honor of our 3 lakh martyrs and 2 lakh mothers and sisters. By winning this flag we were able to make ourselves independent and expel Pakistanis from this country. Keep up the good work.

•Best Regard ,,
@nasir04

 5 months ago (edited)

Many thanks for your valuable feedback. Your comments will encourage me to start working again. .

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 64834.92
ETH 2540.16
USDT 1.00
SBD 2.67