SEC-S15W4: My Dream Place

in Steem For Bangladesh10 months ago (edited)
@Muktaseo.png
Made by Canva

Hello

Everyone

আমি শুরুতেই আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি ।আশা করি মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে সুস্থ রেখেছেন ।বছরের দ্বিতীয় মাসের প্রথম সপ্তাহে দারুন একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি Steem For Bangladesh কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সকলেরই কিছু স্বপ্নের জায়গা থাকে , যেখানে গেলে আমাদের মন ভালো হয়ে যায়। সেই স্বপ্নের জায়গাতে সব সময় যাওয়া সম্ভব হয় না কিন্তু সেই জায়গাটিতে যাওয়ার আকাঙ্ক্ষা থেকে যায় সব সময়।

এই প্রতিযোগিতার সকল প্রশ্ন উত্তর দেবার মাধ্যমে আমি আমার সেই স্বপ্নের জায়গা নিয়ে কিছু স্মৃতির চরণ করতে যাচ্ছি ।এই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বেই আমার বন্ধুদের@creacionesmayi,@ nelsondoor,@victornavarro কেএই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।

✅ আপনার স্বপ্নের জায়গা কোনটি এবং কেন এই জায়গাটি আপনার স্বপ্নের জায়গা?
pexels-ariful-haque-3560020.jpg
Source

আমি একজন গৃহিণী এবং বর্তমানে আমি আমার স্বামীর সাথে আছি। আর্মি বাবু(আমার স্বামী) যেহেতু তার অফিস এবং দেশ নিয়ে ব্যস্ত থাকে বেশি , আমি সারাক্ষণ ব্যস্ত থাকি সন্তান ও সংসারের কাজকর্ম নিয়ে ।মাঝে মাঝে মনে হয় আমি হারিয়ে যাই আমার সেই প্রিয় স্বপ্নের জায়গাটিতে । চোখে ভেসে ওঠে সেই জায়গাটির ছবি।জায়গাটির জন্য এখনো চোখে জল চলে আসে কারণ ইতিমধ্যে অনেক কিছুই হারিয়ে ফেলেছি আমার সেই প্রিয় স্বপ্নের জায়গাটি থেকে । আমার বিবাহিত জীবনের অনেকটি বছর পার করে ফেলেছি ।আজ তাই আমার বারে বারে মনে হয় আমার স্বপ্নের জায়গা ,আমার প্রিয় জন্মভূমি তথা আমার বাবার বাড়ি ।

বাবার বাড়ি সত্যিই আমার স্বপ্নের জায়গার কারণ সেই জন্ম নেয়ার পর থেকে আমি আমার বাবা-মা, ভাই-বোন, পাড়া-প্রতিবেশী, সকলের সাথে আদরে, স্নেহে ও ভালোবাসা নিয়ে বেড়ে উঠেছি ।

রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় লিখে গেছেন

বহু দিন ধ’রে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত

✅ আপনার স্বপ্নের জায়গার একটি বৈশিষ্ট্য আমাদের দেখান
pexels-md-towhidul-islam-3013018.jpg
Source

এখানে উল্লেখ যে ,প্রশ্নের পরিপ্রেক্ষিতে আজ আবার হারিয়ে গেলাম শিশু কালের সেই মধুর স্মৃতিগুলোতে ।সময়ের কালে মনে হচ্ছে, আজ আমার বয়স ১২ বছর কি ১৩ বছর ।আমি তখন অষ্টম শ্রেণীতে পড়ি ।স্কুল জীবনে আমরা কয়েক জন বান্ধবী একত্রে স্কুলে যেতাম ও ছুটির পরে আবার বাসায় ফিরে আসতাম ।আমাদের এই স্কুলের পাশে থেকে বয়ে গেছে বিষখালী নদী । বান্ধবীরা প্রায় প্রতিদিন বিকেল বেলা নদীর দেখতে যেতাম ।নদীর বুকে ভেসে চলা পালতোলা নৌকা দেখতে অনেক সুন্দর লাগতো ।এই নদী থেকে বড় বড় লঞ্চ চলাচল করতো হঠাৎ শুনতে পেলাম আমাদের নদী দিয়ে চলাচল করবে ঢাকা গামী বড় লঞ্চ। শুরু হলো টার্মিনালের কাজ ।এলাকায় আনন্দ বয়ে যাচ্ছে ।বড়দের সাথে সাথে আমরাও দেখতে আসতাম সেই কাজ। শুরু হয়ে গেলে আমাদের এলাকার সাথে নদীপথে ঢাকার যোগাযোগ ।আর এই জায়গাটা আমার প্রিয় ।

আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে তার ভিতরে প্রধান বৈশিষ্ট্য হলো আমার বাড়ি থেকে “সাগর কন্যা” সমুদ্র সৈকত কুয়াকাটা যেতে মাত্র এক ঘন্টা সময় লাগে ।বিশ্বের বিভিন্ন দেশের লোক সমুদ্র সৈকত কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে আসে । সূর্য অস্ত এবং সূর্য উদয়ের সেই প্রকৃত দৃশ্য এখান থেকে সুন্দরভাবে উপভোগ করা যায় ।

✅ আপনার স্বপ্নের জায়গার বিশেষ খাবারগুলি কী কী এবং আপনি সেখানে কোন বিশেষ খাবারগুলি উপভোগ করতে চান? এবং যদি আপনি ছিল, আপনি কি খাবার উপভোগ করেছেন?
pexels-maksudur-rahman-10294656.jpg
Source

আমরা যেহেতু নদী এলাকার মানুষ তাই আমাদের প্রধান খাদ্যের তালিকায় থাকে বিভিন্ন ধরনের নদীর মাছ বা সামুদ্রিক মাছ । উল্লেখযোগ্য খাদ্যের ভিতরে হল সুস্বাদু মিষ্টি পানির ইলিশ মাছ । বাংলাদেশের এই সুস্বাদু ইলিশ মাছের বিশ্ব জোড়া খ্যাতি রয়েছে ।এখানে সুস্বাদু আমরা পেয়ারা , চালতা ও আমড়া পাওয়া যায় ।এগুলো আমার খুবই প্রিয় ।

✅ আপনি কার সাথে যেতে চান বা আপনি আপনার স্বপ্নের জায়গায় গেছেন?

এই লঞ্চে করে অনেক বছর হলো বাড়ি যাওয়া হয়নি । বিয়ের পর মাত্র একবার কুয়াকাটা গিয়েছিলাম তাও আমার ভাই-বোনদের সাথে। কিন্তু কখনও আর্মি বাবু (আমার স্বামী) সাথে যেতে পারিনি । তাই আমার স্বপ্ন একদিন আমার মেয়ে ও আর্মি বাবুসহ সবাই মিলে একসঙ্গে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করব।আজ বান্ধবীদের সাথে নয় আর্মি বাবুর সাথে কিছু সময় সেই নদীর পাড়ে বসে প্রকৃতির সৌন্দর্য দেখার স্বপ্ন রয়েছে আমার ।

IMG20240202161714.jpg

আমার গ্রাম বাংলার প্রকৃতি আমার হলো স্বপ্নের জায়গা ,আমার স্বপ্নের স্থান , আমার ভালোলাগা ও ভালবাসার স্থান ।আমি যতবার সুযোগ পাই আমি আমার সেই গ্রামবাংলায় ঘুরে আসতে চাই । আমি চেষ্টা করেছি সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে ।সবার জন্য শুভকামনা রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি । শুভ রাত্রি ।

Sort:  
Loading...
 10 months ago 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 10 months ago 

Thank you, Sir.

Halo teman senang bisa membaca artikel anda.

tempat impian anda terlihat sangat indah dan memiliki pemandangan-pemandangan yang sangat terpesona, di sini anda menghabiskan waktu untuk mengunjungi tempat impian anda, Anda pasti sangat bahagia ,Selain itu ada juga makanan yang sangat lezat.

Terima kasih telah berbagi tempat impian Anda dengan kami di sini semoga sukses di kontes minggu ini.

 10 months ago 

It sounds like you have such strong emotions and memories connected to your dream place, your father's house. It must be a place filled with love, affection, and cherished childhood memories. I can understand how being busy with family activities and responsibilities can sometimes make you feel lost and long for that special place. The image of your dream place floats in your eyes, and it brings tears to your eyes because you've lost many things from there. It's bittersweet to think about the past and the joyous moments you had with your family and friends near the Bishkhali river. The sight of the sailing boats and the launches on the river must have been so beautiful. I hope that someday you'll be able to revisit your dream place and relive those precious memories with your loved ones. In the meantime, hold on to those sweet childhood memories and keep them close to your heart.

 10 months ago 

এই ইট পাথরের শহরের চার দেয়ালের বন্দী জীবন মাঝে মাঝে খুবই বিরক্তি লাগে। তাই তো মনে হয়, যান্ত্রিক শহর থেকে সেই মুক্ত পরিবেশে হারিয়ে যাই সেই ছোটবেলার দিনগুলোতে।
আমার সম্পূর্ণ পোস্টটি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Hola amiga @muktaseo

Me dió un poco de nostalgia 🥺 leer que después de tantos años no has podido volver a visitar el lugar donde creciste Y qué extrañas mucho a tu padre.
Debe ser un hermoso paisaje rodeado del mar y de muchas zonas verdes.

Debes añorarlo mucho ya que pasaste gratos momentos durante tu juventud.
Por eso deseo de que en algún momento puedas volver a casa de tu padre junto a tu esposo para que él conozca también las bellezas de este lugar y puedan comer diferentes platos como base de pescado.

Deseo que algún día tu sueño de volver a tu lugar soñado se cumpla.♥️🫂

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 95470.30
ETH 3313.37
USDT 1.00
SBD 3.15