Contest - How important is friendship in Human lives?

in Steem For Bangladeshlast year (edited)
হ্যালো স্টিমিট বন্ধুগন

How important is friendship in Human lives.png
Canva

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতে হয় ‘ গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল ,বন্ধু তেমন একটি বিশেষ জাতের মানুষ’। Steem For Bangladeshকমিউনিটি এবং @shiftitamanna মডারেটর ম্যামকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি প্রতিযোগিতা উপস্থাপন করার জন্য ।প্রতিযোগিতার বিষয় হল ‘মানুষের জীবনে বন্ধুত্ব কতটা গুরুত্বপূর্ণ ’। সকল প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে এই আকর্ষণীয় প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে যাচ্ছি । আমার প্রিয় স্টিমিট বন্ধুদের [@sanaula](https://steemit.com/@sanaula/posts),[@SOBUS]( https://steemit.com/@sabus/posts),[@ Farhana]( https://steemit.com/@farhanahossin/posts)কে আমন্ত্রণ জানাই এই আকর্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তাদের বন্ধুদের গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য ।

pexels-yan-krukau-9003003.jpg
Source

✅ How important is friendship in your life?

বন্ধুত্ব আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা কোন মাপকাঠিতে মাপা যায় না ।আমার মতে প্রকৃত বন্ধু হচ্ছে বৃক্ষের মতো ।বৃক্ষ আমাদের ছায়া দেয় ,অক্সিজেন দেয় ,ফল দেয়, ফুল দেয় এবং কঠিন ঝড় থেকে আমাদেরকে রক্ষা করে ।তেমনি প্রকৃত বন্ধু আমাদের সুখের সময় যেমন পাশে থাকে তেমনি আমাদের বিপদের সময় আমাদের ভরসার হাত বাড়িয়ে দেয়।

pexels-tran-minh-18428427.jpg
Source

✅Why do we need friends in our life?

কোন মানুষই একা বেঁচে থাকতে পারে না। তাকে জীবন চলার পথে বন্ধু খুঁজে নিতে হয় ।একটি শিশুর যখন ৫ বছর হয় তখন তার ছোট্ট আরেকটি শিশুকে খুঁজে নেয় তার খেলার সাথী হিসেবে ।তেমনি ছাত্র জীবনে সহপাঠীদের খুঁজে নেয় বন্ধু হিসাবে ।বয়সের এমন একটি পর্যায়ে আসে যখন বাবা-মায়ের সাথে সব কথা শেয়ার করা যায় না বন্ধুদের সাথে তা নির্দ্বিদায় বলা যায় ।তাদেরকে নিয়ে তা সমাধান করা যায় । একটি সুন্দর বই যেমন আমাদের সঠিক জ্ঞান দেয় এবং জীবন চলার পথকে উজ্জ্বল করে দেয় তেমনি একজন প্রকৃত বন্ধু আমাদের চলার পথে সঙ্গী হয়ে সকল সমস্যার সমাধান করতে সহায়তা করে ।

pexels-maksim-romashkin-6152103.jpg
Source

✅ What qualities should a true friend have?

বর্তমান সময়ে স্বার্থপরায়ণ বন্ধুদের সংখ্যা বেশি দেখা যায়। যারা অতিথি পাখির মত সুখের সময় ধরা দেয় এবং আমাদের বিপদের সময় তাদের আর কাছে পাইনা ।তাই মিষ্টি কথায় না ভুলে যার তার সাথে বন্ধুত্ব করা উচিত নয়। কিছু গুনাগুন যাচাই করে প্রকৃত বন্ধু নির্বাচন করা প্রয়োজন ।আমার মতে প্রকৃত বন্ধু হতে হলে তাকে চারটি গুণের অধিকারী হতে হয় ।যথা:

বিশ্বাস:

বিশ্বস্ততা হলো প্রকৃত বন্ধুর প্রথম গুন। যে বন্ধুকে চোখ বুজে বিশ্বাস করা যায় এবং নিজের যত কথা আছে সব কিছু শেয়ার করা যায় । প্রকৃত বন্ধু তার বন্ধুর সকল কথা গোপন রাখেন ।

ভরসা:

প্রকৃত বন্ধুর দ্বিতীয় গুণ হলো ভরসা ।আলোতে একা হাঁটার থেকে প্রকৃত বন্ধুকে ভরসা করে তার সাথে অন্ধকারেও হাঁটা যায়।প্রকৃত বন্ধুকে ভরসা করে তার সকল ভুলের বোঝা বন্ধুর কাঁধে তুলে দেয়া যায়।

কর্তব্যপরায়ণ:

প্রকৃত বন্ধুর তৃতীয় গুণ হলো কর্তব্য পরায়ণ ।প্রকৃত বন্ধু হতে হলে তাকে বন্ধুর প্রতি দায়িত্ব-কর্তব্য পালন করতে হবে ।বন্ধু যদি কোন ভুল করে থাকে তাকে সঠিক পথে ফিরে আনার দায়িত্ব প্রকৃত বন্ধুর।

কৃতজ্ঞতা বোধ:

সব সময় শুধু টাকা-পয়সা দিয়ে সাহায্য করলে প্রকৃত বন্ধু হওয়া যায় না ।তাকে বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সাহায্য করাই হলো প্রকৃত বন্ধু ।বন্ধুত্বের মাঝে কোন স্বার্থ থাকবে না ।কে কম পেলাম ,কে বেশি পেলাম তা নিয়ে কোন দ্বিধা থাকবে না।

IMG20210103135635.jpgIMG20200222093120.jpg

[ছবি দুটি আমার FB থেকে নেয়া]

✅ Who are the true friends in your life and why? Tell us about it.

বর্তমান সময়ে প্রকৃত বন্ধু পাওয়া খুব কঠিন বিষয় ।সবাই তার স্বার্থসিদ্ধির জন্য চেষ্টা করে ।আমার জীবনে প্রকৃত বন্ধু হল আমার বাবা-মা ।শুধুমাত্র বাবা মা সন্তানকে স্বার্থ ছাড়া ভালবাসে তাদের সর্বস্ব বিলিয়ে দেয় সন্তানের সুখের জন্য।
আমার দ্বিতীয় বন্ধু হলেন আমার স্বামী ’আর্মি বাবু’।তিনি আমার অভিভাবক, আমার পরামর্শদাতা ,আমার শিক্ষক ও আমার প্রকৃত বন্ধু। খুব কম বয়সে এই পরিবারে বউ হয়ে এসেছিলাম ।আমাকে পড়াশোনা করেছেন, সংসারে কাজ শিখিয়েছেন, বাস্তবতা ধারণা শিখিয়েছেন ।তিনি আমার সকল দুরন্তপানা সহ্য করেন। আমার ভুলগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেন ।পুতুল খেলা ছোট মেয়েটিকে পাক্কা গৃহিণী বানিয়ে দিয়েছেন ।সুখে –দুঃখে সব সময় পাশে আছেন ।

বাংলা আমার মাতৃভাষা তাই বাংলাতে লেখতে আমি ভালোবাসি।

Sort:  
 last year 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord https://discord.gg/c7JkjtTm



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI8.0 ( 0.00 % self, 55 upvotes, 45 accounts, last 7d )
Period2023-10-05
Transfer to VestingPowerUp : 126 STEEM
Cash Out
00
ResultClub100
 last year 

Thank you sir

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 64367.46
ETH 2522.70
USDT 1.00
SBD 2.65