Betterlife - The Diary Game | 19 October 2022 | My Niece's Birth Day.birthday vlogs.

in Steem For Bangladesh2 years ago
আজকের চমৎকার দিনলিপি আমার ভাগনির জন্মদিন নিয়ে।
আসসালামু আলাইকুম! প্রিয় স্টিমবাসী,আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা একে অপরের পারস্পরিক সহযোগীতার মাধ্যমে এগিয়ে যাচ্ছি। এভাবে সবাই অটুট থাকুক। আজ আমার দিনলিপিতে থাকবে,ভাগনির জন্মদিন নিয়ে,বিস্তারিত।
চলুন শুরু করা যাক...↓

আজ সারাটাদিন এদিক সেদিক,নিজের কাজ আর পারিবারিক কাজে ব্যাস্ত।
আমার মনে কিংবা জানা ছিলো না যে,আমাদের পরিবারের বড় নাতনির আজ শুভ জন্মদিন। তাই আমিও আমার কাজে ব্যস্ত ছিলাম।

মাগরীবের পর আম্মু ফোন দিলো,আমি যেহেতু বাজারে আছি,সাধারণত আম্মু জানে।
আম্মু ফোন দিলো,রিসিভ করে জানতে পারলাম বাসার সবাই আপুর বাসায় যাওয়ার জন্য প্রস্তুত। আমি তাঁদের সাথে যাওয়ার জন্য বাজারে অপেক্ষা করতেছি।

কিছুক্ষণ পর আম্মুরা একটা সিএনজিতে করে চলে আসছে। আমিও বসে আছি সে আশায়।
এরপর বাজার করলাম,কেক নিলাম,নাস্তাসহ যাবতীয় জিনিসপত্র নিয়ে সেই,সিএনজিতে করে দিলাম রওয়ানা আপুর বাসার উদ্দেশ্যে। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে।

এরপর আমাদের মেহমানদারি পর্ব সম্পন্ন হলো।
তখন বার্থডে অনুষ্টান সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হচ্ছিলো। বাহ্যিক কাজ সেরে নিচ্ছে সবাই। আপু রান্না বান্না আর মেহমানদারি নিয়ে ব্যাস্ত। দোলাভাইরে দেখি উনিও সামগ্রিক কাজে ব্যাস্ত আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। অনেক দিন পর একসাথে হয়ে।

পরে সবকিছু গুছানো সম্পন্ন হলো। এরপর সেলেব্রশন শুরুর পালা। প্রতিবারের মতো আমরা যারা বাড়ির ছোটরা আছি,সবাই আগে আগে সুযোগ পেলাম। এরপর আমরা সুন্দর মতো কেক খাওয়া শেষে নেমে পড়লাম।

যেহেতু অনুষ্টান শুভ উদ্বোধন হয়ে গেছে,এখন মুরব্বীদের সেলেব্রশন পালা। মুরব্বী বলতে,আমার আপু আর দোলাভাই এরা আজকের মুরব্বী। যেহেতু মেয়ের জন্মদিনের আয়োজন। এরপর বাবা, মা ভাই বোন একই ফ্রেমে ক্যামরাবন্ধী হয়।

পরের পার্ট খুবই আকর্ষণীয় ছিলো,যেহেতু নিকটাত্মীয় আর এর বান্ধবীরা এখন সেলেব্রশন করবে,এটা তার জন্য খুবই আগ্রহযুক্ত পার্ট। এই হলো আমাদের পরিবারের প্রথম কন্যাসন্তান। আমাদের সবার খুব আদরের।

এরপর আমরা সবাই মিলে,অনেক আনন্দ,আড্ডা,ভরপুর খাওয়া দাওয়া করে,আরো অনেক্ষণ মজা করি,গল্প,ফটোশুট শেষ করে,যে যার মতে ঘুমানোর প্রস্তুতি নিয়ে নিই। এভাবেই শেষ হলো আমার একটি সাদামাটা দিনলিপি।

সবাই ভালো থাকবেন,দোয়া করবেন,পাশে থাকবেন,সুস্থ্য থাকবেন আল্লাহ হাফেজ।

png_20221019_130106_0000.png Cover Photo Design by: Canva.
আমাদের সেলেব্রশনের প্রথম যাত্রা শুরু
সবকিছু যখন গুছানো এবং সাজানো শেষ তখন অনুষ্টান শুরু করি,আমরা। সাধারণত সবাই নিকটাত্মীয়। আমরা ছাড়া বাহিরের কিংবা দূরের কেউ না থাকায়, অনুষ্টান শুরু করতে বেশিক্ষণ লাগেনি। আমরা যেহেতু পরিবারের সবার ছোট,তাই আমাদের দিয়েই সব সময় যে,কোন অনুষ্টান শুরু হয়ে থাকে।

এটা নিয়ে উপরের মূল অংশে বিস্তারিত আলাপ করবো।

20221012_224842.jpg20221012_231033.jpg
20221012_231101.jpg20221012_231110.jpg
Location Source is w3w, Link Here...↑
বাবা-মা পর্ব
ধারাবাহিকতা বজায় রেখে,আমরা ছোটরা চলে আসার পরে সেলেব্রশন শুরু হয়,আমার আপু,দোলাভাই এবং ভাগিনা আর ভাগনির উপস্থিতির মধ্য দিয়ে। আমার আপু দোলাভাইয়ের প্রথম কন্যা সন্তান। মহান আল্লাহ তায়ালার দান।

বলতে গেলে আমাদের পরিবারের প্রথম মেয়ের ঘরের নাতনি।

আমাদের খুব আদরের এবং যত্নের।
বিস্তারিত উপরের অংশে।

20221012_230025.jpg
20221012_230741.jpg20221012_224958.jpg
20221012_225714.jpg20221012_230224.jpg
Location Source is w3w, Link Here...↑
নিকটাত্মীয় পর্ব এবং শেষ পর্ব
এই পর্বে যারা যারা অংশ নিয়েছে,এখানে তাঁরা হচ্ছে অর্থাৎ আমার ভাগনির, মামি,ভাবি,ভাই,বোন,বান্ধবী, কাজিনস,সবাই গুরুত্বপূর্ণ নিকটাত্মীয়। অনেকে আবার ফটোগ্রাফে মিসিং আছে। এটা তার জন্য অত্যান্ত আনন্দের পার্ট ছিলো। সবাই মিলে একটা আনন্দঘন মুহুর্ত পার করেছে। এরপর যথারীতি বেশি রাত না করে খাওয়া দাওয়া করে,ঘুমানোর প্রস্তুতি নেওয়া হয়।

বিস্তারিত উপরের অংশে।

20221012_232923.jpg20221012_232823.jpg
20221012_232555.jpg20221012_231431.jpg
20221012_231655.jpgBirth Day Girl...💝
Location Source is w3w, Link Here...↑
ধন্যবাদ সবাইকে
PicsArt_10-18-03.55.53.jpg
Sort:  

আপনার ভাগ্নির জন্য শুভকামনা রইল হ্যাপি বার্থড।

 2 years ago 

Happy Birthday

 2 years ago 

আপনার পরিবারকে নিয়ে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করছেন সেই সময় আমাদের মাঝে উপস্থাপন করছেন দোয়া করি

 2 years ago 

thanks for openion...

 2 years ago 

Tremendous presentation . Though I wasn't invited

Your article has been supported by @josevas217 from Team 2 of the community curator program. We encourage you to keep producing quality content on Steem to enjoy more support from us and a likely spot in our weekly top 7.

20220902_095909_0000.png

 2 years ago 

sir thanks a lot. i am trying to improve my post day by day.

 2 years ago 

Your post is very well presented. The moment spent with your family was very beautiful. Thank you for sharing your beautiful moments with us.

 2 years ago 

Thank you for sharing the post, improve the quality of your post and stay original and avoid plagiarism.

  • Please upvote and comment each other increase engagement.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI14.2 ( 0.00 % self, 171 upvotes, 37 accounts, last 7d )
Period20/10/22
Transfer to VestingPowerUp : 17.752 STEEM
Cash Out
0
ResultClub75

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application

 2 years ago 

ঠিক আছে ভাইয়া।

 2 years ago 

মাশাল্লাহ, সুন্দর পরিবার। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো, শুভ জন্মদিন মামুনি। অনেক দোয়া এবং ভালবাসা রইলো 🙂

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনাকে স্বাগতম 🙂

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 59036.72
ETH 2970.23
USDT 1.00
SBD 3.73