ফুটবল আমাদের সংস্কৃতির একাংশ।

in Steem For Bangladesh2 years ago
আসসালামু আলাইকুম! প্রিয় পাঠকবর্গ আশাকরি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন।

আজ আমার লেখনীর বিষয় হচ্ছে ফুটবল সংস্কৃতির অংশ। আমরা কি জানি নিজেদের জাতীয় খেলা কি..?
অধিকাংশের মনে নেই। হুম এটাই নিয়ম।

জাতীয় খেলা হাডুডু অথচ জাতীয়ভাবে এর কদর কতটুক আছে আমাদের সংস্কৃতির অংশে..? নিশ্চয় ক্রিকেটের কিংবা ফুটবলের চেয়ে অনেক কম। নয় কি..?

আসুন এবার জেনে নিই,আমাদের বর্তমান যারা ফুটবল খেলেন তাদের চেয়ে অনেক পিছিয়ে মেয়ে ফুটবল যারা খেলেন তাদের লাইফ স্টাইল। এ পিছিয়ে থাকার কারণ হচ্ছে বেতন বৈষম্য।

বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাঁহারা হাজারগুণে পিছিয়ে।
ঠিক সেইম চিত্র ক্রিকেট প্লেয়ারদেরও। যেমনঃ একজন সিনিয়র ক্রিকেটার বেতন পান ৮ লাখ প্লাস।

আর একজন সিনিয়র মহিলা ক্রিকেটারের বেতন হয়তো সর্বোচ্চ ৫০ হাজার প্লাস। এবারে আসেন আমাদের জাতীয় ক্রিকেট প্লেয়ারদের চেয়ে কিংবা ফুটবলারের চেয়ে অনেক অনেক অবহেলিত আমাদের জাতীয় খেলা হাডুডুর প্লেয়ার।

অথচ খেলা সাধারণত একটা সংস্কৃতির অংশ মাত্র। হ্যাপিনেসের অংশ মাত্র। প্রত্যেক খেলার দুই দল থাকে। এর মধ্যে কেউ জিতে কেউ হারে এটাই স্বাভাবিক। যারা জিতে তারা তাদের ব্যক্তিগত কলা কৌশল এবং আত্মবিশ্বাস উন্নত থাকার কারণে জিতে যায়। এটা নিয়ে অহংকার কিংবা গর্বের কিছু নেই,আনন্দ করা ছাড়া।

সম্প্রতি আমাদের দেশের মেয়েরা যে, একটা বড় অর্জন দেশের জন্য বয়ে আনলো সেটা তাদের একান্ত কলা কৌশল, পরিশ্রম, আর ভাগ্যের ফসল। এটা নিয়ে অনেকে তাদের দিয়ে বিভিন্ন ফায়দা কিংবা বিতার্কিক কিছু করার চেষ্টা চালাচ্ছে।

যেটা কোনভাবেই কাম্য নই। কারণ এটা শুধুমাত্র আমাদের হ্যাপিনেসের অংশ মাত্র। সুতরাং এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা কেবল আমাদের বোকামি মাত্র। যেটা হ্যাপিনেস আর স্যাডনেস সৃষ্টি করে এটা নিয়ে সিরিয়াসনেস দেখানোর কিংবা বাড়াবাড়ি করাটা শুধুমাত্র বোকাদের দিয়েই সম্ভব।

আমরা চাই যেটা সংস্কৃতির অংশ সেটা সেখানেই বহমান থাকুক। আমাদের কোন আক্রোশ যেনো,আমাদের ব্যক্তিগত জীবনে কিংবা সামাজিক জীবনে প্রভাব বিস্তার না করে।

কারণ আমরা সবাই বাঙালী এটা কেউ অস্বীকার করতে পারি না। এটাই আমাদের মুসলিম হওয়ার পর পরিচয় বহণ করে। সবার সুবুদ্ধি উদয় হউক। সবসময় নেতিবাচক চিন্তাভাবনা কোনভাবেই কাম্য না।
ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।

children-1822688_1920.jpg

Copyright Free Image Source: Pixabay

সুসময়।
সময়টা হচ্ছে সবকিছুর মূল। কারণ এটা আমাদের জীবনে অধিকাংশ ভুল ব্যবহার করে কাটিয়ে দিই। যেখানে জীবনের সুন্দর বেঁচে থাকা দরকার সেখানে সেখানে খেলাধুলা অবশ্যই প্রয়োজন।

jump-1822412_1920.jpg

Copyright Free Image Source: Pixabay

শৈশবকাল
এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্ব বহণ করে।স্মৃতিপটে অংকিত থাকে সারাজীবন। তাই আমাদের এই সময় সংঘাতে না জড়িয়ে, নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগাতে হবে।

football-1807520_1920.jpg

Copyright Free Image Source: Pixabay

দিনশেষে সংস্কৃতির ভবিষ্যৎ।

আমাদের সংস্কৃতির মূল অংশ সারাজীবন বজায় থাকবে। কিন্তু আমাদের অস্থিত্ব বিলীন হয়ে যাবে। আমরা চাই এই সংস্কৃতিও বজায় থাকুক সবকিছু ক্লিয়ার থাকুক।
My Achievement1 Link Here.

football-1486353_1920.jpg

Copyright Free Image Source: Pixabay

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.28
JST 0.044
BTC 101572.51
ETH 3831.42
USDT 1.00
SBD 3.63