Better Life with Steem" ||" THE DIARY GEAM"|| 12 December 2023 ||

in Steem For Bangladesh8 months ago

আজকের তারিখ:১২/১২/২৩
রোজ: মঙ্গলবার

The Diary Game

1702381741411.jpg

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ। কেমন আছেন সবাই আশা করি সবাই ভাল আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সারা দিনের মুহূর্ত গুলো কীভাবে কাটিয়েছি। তো বন্ধুরা চলুন এবার তাহলে শুরু করি আশা করি সবার ভালো লাগবে।

আমার কাটানো সকালের মুহূর্ত।

IMG_20231212_125311.jpgIMG_20231212_112054.jpg

আমি আজকে সকাল ৮:৩৫ মিনিটৈ উঠি যেহেতু আমি নানুদের বাড়িতে কাজ করতে হচ্ছে না তাই আমি দেরী করে উঠছি তবে সকাল সকাল ঘুম ভেঙ্গেছে কিন্তু ভীষণ শীতের কারণে অলসতা করে উঠেছি,যাই হোক এরপর আমি দাঁত ব্রাশ করে সোজা গোসল করতে চলে যাই কারণ কালকে আমি গোসল করি নি আজও রোদের কোনো ভাব দেখা যাচ্ছে না তাই আমি সকাল সকাল গোসল করে খাবার খাই। তারপর শীতের কাপড় পরে চুলার পাড়ে বসে থাকি, এখন শীতের মৌসুম তাই দিন ছোট রাত বড় তো এগুলো করতে করতে দুপুর গড়ে আসলো।

দুপুরে কিছু মুহূর্ত।

IMG_20231212_131813~2.jpgIMG_20231212_131229.jpg

এরপর আমি আমার বান্ধবী মুন্নি কে ডাকতে আসি বললাম চল হাইটা আসি ও বললো বাড়িতে বসে থাকি বিকেলে যামু নি ,আমি বললাম আচ্ছা। এরপর ও আমি বসে রইলাম ও লাউ কাটলো বসে আর আমি বসে রইলাম ওর সাথে । তারপর আমি অনেকক্ষন ওর সাথে বসে থেকে বাড়িতে চলে যাই । আমার নানু আমায় খেতে অনেক ডাকতাছে আমি দুপুরে খাবার খাই। এরপর আমি আমাদের বাড়িতে সবার সাথে রোদে বসে আড্ডা দিই। এরপর আমি কিছুক্ষণ সুয়ে থাকি,

Screenshot_20231212-134434.pngScreenshot_20231212-133510.png

এবং টিকটক দেখি আর স্টিমিট এ সময় দিই আমার আইডি তে দেখি কয়টা ভোট আসছে কতগুলো ডলার আসছে এবং কে কি কমন্ট করছে তো তেমন ডলার বা ভোট আসে নি একটু মন খারাপ হলো দেখার পর এবং আমি আমার স্টিমিট বন্ধুদের পোস্ট দেখে কমেন্ট করলাম এবং ভোট দিয়ে আসলাম।

বিকেলে কিছু মুহূর্ত।

IMG_20231212_145553.jpgIMG_20231212_140814.jpgIMG_20231212_135953.jpg

এরপর আমি রাস্তায় এসে দেখি পিউ মুরগি এনেছে ভ্যানে করে একটি লোক পরে আমার নানা দেখে পছন্দ হলো কিনবে একটু পর দেখি মামা পোল্ট্রি মুরগি এনেছে যার কারণে আর কেনা হলো না। আরেকটা মজার ব্যাপার হলো যে মুরগি যখন ওই লোকটার কাছে দিয়ে দিলাম ওই সময় ই ডিম পারলো হাইরে কপাল তার পর লোকটি কাছ থেকে ডিম টি ১০ টাকা দিয়ে কিনে নিলাম। এরপর আমি বাড়িতে এসে সেই পোল্ট্রি পরিস্কার করে ধুয়ে সুন্দর করে পরিমান মতো সাইজ করে কেটে নিলাম।

IMG_20231212_153510.jpgIMG_20231211_164756.jpg

তারপর সব কাজ শেষে একটু ঘুরতে গেলাম বান্ধবীর ছেলে দেখতে শুক্রবার ওরা ঢাকায় চলে যাবে তাই দেখতে গেলাম।দেখে এসে আটা দিয়ে চাপড়ি বানিয়ে খাই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তো বন্ধুরা কেমন লাগলো আমার সারা দিনের মুহূর্ত গুলো আপনাদের।যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে জানাবেন এবং ভোট দিয়ে উৎসাহিত করুন।আর আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই শেষ করছি নিয়ে আসবো নতুন কোনো পোস্ট।

আমার পোস্ট টি পড়ার জন্য বা দেখার জন্য ধন্যবাদ।

Sort:  

This post has been upvoted through -Steemcurator09.



Team Newcomer- Curation Guidelines For December 2023 Curated by - <@goodybest>

Note: Try and engage meaningfully with fellow users, comment and upvote on their post, as this will help you to have good Voting CSI

We invite all newcomers from 0 to 3 months of existence in steemit to use hashtags #newcomer and #country.

 8 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. If you have any questions you'd like to know or are experiencing any problems, join our Discord servers for help. We are always active here to serve the users. And you are invited to participate in our weekly online hangout. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI0
Period2023-11-13
Result Club5050

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60871.89
ETH 2724.35
USDT 1.00
SBD 2.43