DIY || রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি
স্টিমিটের বন্ধুরা,
"আসসালামুয়ালাইকুম"
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতি তৈরি। আশা করি আমার এই ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন আমার ডাই পোস্টটি শুরু করা যাক।
রঙিন কাগজের প্রজাপতিটির সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- কাঁচি
- গ্লু
প্রথমে ছোট ছোট করে ২ টা কাগজ কেটে নিব। তারপর কাগজগুলোকে মাঝ বরাবর ভাঁজ করে নিব।
কাগজের দুই পাশ থেকে কিছুটা অংশ করে ভাঁজ করে নিয়েছি।
একবার উপরের পাশ থেকে এবং অন্যবার উল্টিয়ে নিচের পাশ থেকে কিছুটা অংশ করে ভাঁজ করে নিয়েছি। এভাবে পুরো কাগজটা ভাজ করে নিব।
ঠিক একই ভাবে অপর কাগজটি ও ভাঁজ করে নিব।
তারপর কাগজগুলোকে আবারো খুলে নিব।
খোলার পর মাঝ বরাবর ভাঁজ করে কাগজগুলোকে গোল করে কেটে নিব।
তারপর কাগজ গুলোকে আবারো আগের মতো ভাঁজ করে নিব।
আবার কাগজগুলোকে আবারো মাঝ বরাবর ভাঁজ করে নিব
দুটো কাগজ কে একসাথে রেখে মাঝ বরাবর গ্লু দিয়ে লাগিয়ে দিব।
তারপর মাঝখানে কালো কাগজ দিয়ে পেঁচিয়ে নিয়েছি।
প্রজাপতির সামনের এ্যান্টেনা বানিয়ে নিয়েছি।
এইছিল আমার আজকের ডাই পোস্ট।আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এটি আমার প্রথম ডাই পোস্ট ।আপনাদের সাথে শেয়ার করার । আশা করি আপনারা আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদেরকে আমার সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য।
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করেছেন আপনি। তৈরির পদ্ধতি সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন আপনি। অসাধারণ।
সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Hi, Greetings, Good to see you Here:)