DIY || রঙিন কাগজ দিয়ে প্রজাপতি তৈরি

in Steem For Bangladeshlast year (edited)

স্টিমিটের বন্ধুরা,

"আসসালামুয়ালাইকুম"

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি ডাই পোস্ট নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে একটি প্রজাপতি তৈরি। আশা করি আমার এই ডাই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন আমার ডাই পোস্টটি শুরু করা যাক।

রঙিন কাগজের প্রজাপতিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20231224-WA0026.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • রঙিন কাগজ
  • কাঁচি
  • গ্লু

IMG-20231224-WA0017.jpg

ধাপ-১
প্রথমে ছোট ছোট করে ২ টা কাগজ কেটে নিব। তারপর কাগজগুলোকে মাঝ বরাবর ভাঁজ করে নিব।

IMG-20231224-WA0033.jpg

ধাপ-২

কাগজের দুই পাশ থেকে কিছুটা অংশ করে ভাঁজ করে নিয়েছি।

IMG-20231224-WA0032.jpg

ধাপ-৩
একবার উপরের পাশ থেকে এবং অন্যবার উল্টিয়ে নিচের পাশ থেকে কিছুটা অংশ করে ভাঁজ করে নিয়েছি। এভাবে পুরো কাগজটা ভাজ করে নিব।

IMG-20231224-WA0018.jpg

ধাপ-৪

ঠিক একই ভাবে অপর কাগজটি ও ভাঁজ করে নিব।
IMG-20231224-WA0022.jpg

ধাপ-৫

তারপর কাগজগুলোকে আবারো খুলে নিব।
IMG-20231224-WA0020.jpg

ধাপ-৬

খোলার পর মাঝ বরাবর ভাঁজ করে কাগজগুলোকে গোল করে কেটে নিব।
IMG-20231224-WA0019.jpg

ধাপ-৭

তারপর কাগজ গুলোকে আবারো আগের মতো ভাঁজ করে নিব।
IMG-20231224-WA0023.jpg

ধাপ-৮

আবার কাগজগুলোকে আবারো মাঝ বরাবর ভাঁজ করে নিব
IMG-20231224-WA0031.jpg

ধাপ-৯

দুটো কাগজ কে একসাথে রেখে মাঝ বরাবর গ্লু দিয়ে লাগিয়ে দিব।

IMG-20231224-WA0030.jpg

ধাপ-১০

তারপর মাঝখানে কালো কাগজ দিয়ে পেঁচিয়ে নিয়েছি।
IMG-20231224-WA0029.jpg

ধাপ-১১

প্রজাপতির সামনের এ্যান্টেনা বানিয়ে নিয়েছি।

IMG-20231224-WA0024.jpg

এভাবেই হয়ে গেল রঙিন কাগজের প্রজাপতি।

IMG-20231224-WA0028.jpg

IMG-20231224-WA0027.jpg

IMG-20231224-WA0026.jpg

এইছিল আমার আজকের ডাই পোস্ট।আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। এটি আমার প্রথম ডাই পোস্ট ।আপনাদের সাথে শেয়ার করার । আশা করি আপনারা আমার ভুলগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ আপনাদেরকে আমার সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য।
Sort:  
 last year 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করেছেন আপনি। তৈরির পদ্ধতি সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন আপনি। অসাধারণ।

 last year 

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a nice article with us. Hope you stay active and keep engaging with everyone. If need any help then join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiaries
Voting CSIX
Period2023-12-24
Resultnewcomer
  • আপনার এই টিউটোরিয়াল কনটেন্টে ২০৩ টি শব্দ রয়েছে। একটি মানসম্পন্ন প্রকাশনায় কমপক্ষে ৩০০ টি শব্দ থাকে।পরবর্তী পোস্টগুলোতে আপনি চেষ্টা করবেন কমপক্ষে ৩০০ টি শব্দ লেখার।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.26
JST 0.040
BTC 98487.39
ETH 3469.86
USDT 1.00
SBD 3.23