SEC-S17W3: "National Festival"

in Steem For Bangladeshlast month

@lammiislam
From #bangladesh


Introduction


GridArt_20240427_001058396.jpg

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি আমার জাতীয় উৎসব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমরা সাধারণত মুসলিম। মুসলিম ধর্মের বছরের বিশেষ দুটি দিন রয়েছে। সেদিন যেটি হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। ঈদুল ফিতর আমাদের অত্যন্ত মূল্যবান সময়। একটি মাস রোজা পালন করে আমাদের ঈদের জন্য অপেক্ষা করতে হয়। এবং একটি মাস ইবাদত করে ঈদুল ফিতর পেয়ে থাকি। আমাদের জন্য বিশেষ এবং অত্যন্ত মূল্যবান।


আপনার দেশের জাতীয় উৎসব কি? এটা কিভাবে শুরু হল


ramadan-5128849_1280.jpgpixabay

আমাদের জাতীয় উৎসব হলো ঈদুল ফিতর। বছরে একবার এই রমজান মাস টি আসে। এবং আমরা সেটি রমজান মাস দিয়ে শুরু করি। আমাদের বছরে একবার রমজান মাস আসে এটি আমাদের খুব খুশির দিন। এবং আমরা রমজান মাসে অত্যন্ত খুশির মাধ্যমে পালন করে থাকি। এবং গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। প্রত্যেকটি মুসলমান এভাবে ৩০ টি রোজা সেহরি খেয়ে পালন করে থাকে এবং ইবাদত করে। এবং রমজান মাস শেষ হওয়ার পরে আমাদের ঈদুল ফিতর চলে আসে। তাই আমরা আমাদের জাতীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আযহা কে মনে করে থাকি।রমজান মাসে ৩০ টি রোজা যখন শেষ হওয়ার দিকে থাকে। তখন আমরা অনেক আগ্রহ এবং আনন্দ নিয়ে বসে থাকি ঈদুল ফিতরের ওই দিনটির জন্য। কেননা প্রত্যেকটি মুসলমানের ঈদুল ফিতর এবং ঈদুল আযহা বিশেষ দিন। এবং এই দিনটিতে আমরা অনেক আনন্দ উদযাপন করি।


কিভাবে এই উৎসব উদযাপন করা হয়? এটি উদযাপনের জন্য কোন বিশেষ নিয়ম আছে?


chicken-curry-4400848_1280.jpgpixabay

আমরা যেভাবে এ উৎসব পালন করে থাকি। এবং আমাদের এই উদযাপনের জন্য বিশেষ কিছু নিয়ম রয়েছে। যেমন ঈদুল ফিতরের দিন আমরা সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে থাকি। তারপর আমরা নামাজ আদায় করি। নামাজ আদায় করার পর আমরা আমাদের জন্য বিশেষ বিশেষ খাবার রান্না করে থাকি। যেমন সকালের খাবার সেমাই পায়েস নুডুলস বিস্কুট আরে নানা প্রজাতের খাবার খেয়ে থাকি।তারপর ছোট বড় বাচ্চার আমরা সবাই মিলে নতুন নতুন পোশাক পরিধান করি।তারপর পাড়া-প্রতিবেশীদের সাথে অত্যন্ত গভীরতায় আত্মপ্রকাশ করি।এবং একে অপরের ভালোবাসার গভীরতা প্রকাশ করি। এভাবে আমরা কিছুটা নিয়মের মাধ্যমে নিজেদের ভালোবাসা এবং ঈদুল ফিতর ঈদের দিনটি উদযাপন করে থাকি।


আপনার জাতীয় উৎসব উদযাপনের জন্য কোন বিশেষ পোশাক বা খাবার আছে কি?


couple-8630678_1280.jpgpixabay

অবশ্যই আমাদের জাতীয় উৎসবের উদযাপনের জন্য বিশেষ পোশাক রয়েছে। এবং বিশেষ খাবার রয়েছে। আমরা আমাদের এ জাতীয় উৎসবের জন্য পুরো এক বছর অপেক্ষা করে থাকি। এবং সেটি রমজান মাস থেকে শুরু হয়। এবং সেই রমজান মাসে রোজা রেখে আমরা আমাদের বিশেষ পোশাকের জন্য শপিংমলে যে থাকি। এবং সেখান থেকে আমরা আমাদের ছোট ছোট শিশুদের জন্য এবং নিজেদের জন্য ভালো ভালো পোশাক কিনতে শুরু করি। কারণ আমাদের এ জাতীয় উৎসবে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে।আমরা মেয়েরা পরিবারের জন্য বিশেষ বিশেষ খাবার রান্না করে থাকি। এবং সেই খাবারগুলো খেয়ে পুরুষগুলো নতুন পোশাক পরে নামাজ আদায় করার জন্য মাঠে বা মসজিদে যেয়ে থাকেন। এবং সেখানে পবিত্র অবস্থায় এবং মনকে পবিত্র রেখে নামাজ আদায় করেন। আমাদের মুসলমান ধর্মের ঈদুল ফিতর এবং ঈদুল আযহা সবচেয়ে সেরা দিন। এবং আমাদের ঘরে প্রত্যেকটি শিশু সেদিন কি হল খুব আনন্দের। এবং আমাদের ঘরের শিশুরা নতুন নতুন পোশাক পরে অনেক আনন্দের মাঝে পুরো দিনটি কাটিয়ে ফেলেন। এবং আমাদের সেই দিনটিতে অনেক রকম আত্মীয় বাসায় এসে থাকেন। তাদের জন্য আমরা বিশেষ বিশেষ খাবার রান্না করে থাকি। যেমন খিচুড়ি গরুর মাংস পোলাও সেমাই পায়েস আরো বিশেষ বিশেষ খাবার।


আপনার জাতীয় উৎসব উদযাপন থেকে আপনার প্রিয় স্মৃতি সম্পর্কে আমাদের বলুন।


kids-4263581_1280.jpgpixabay

আমাদের জাতীয় উৎসব উদযাপন আমার প্রিয় স্মৃতি সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলব। আমি সাধারণত খুব ছোট থেকেই ঘুরে বেড়াতে পছন্দ করতাম। বা এখনো করি। তাই ঈদের দিন আমি সকাল থেকে দুপুরে একটা পর্যন্ত বাড়ির কাজকর্মগুলো খুব যত্ন সহকারে করে নেই। তারপর কাজ করার পরে। আমার একটি ছেলে এবং মেয়েকে নিয়ে আমার হাজবেন্ডের সাথে কোথাও ঘুরতে বের হই। আমার নদীর তীরে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে। তাছাড়া আমার আরো ঘুরে বেড়াতে ভালো লাগে নানা ধরনের পার্কে। এবং সে পার্কে আমার ছেলে এবং মেয়ে নানা রকম খেলনা দিয়ে খেলতে থাকে। সেই সময় টুকু আমার কাছে সবচেয়ে সেরা বলে মনে করে থাকি। কারণ বাচ্চারা খুশি থাকলে সেই খুশির সময়টুকু সবচেয়ে সেরা মনে হয়। এভাবে আমি কয়েকটি বছর ধরে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা কে স্মৃতি হিসেবে আমার বাচ্চাদেরকে ধরে রাখি।


I am inviting some of my friends to compete they are- @josepha, @goodybest, @dove11 @kuzboy @kouba1 @chant @sualeha @ashkhan


Thanks a lot for reading and viewing my post.


Sort:  

I hope that you have enjoyed the Eid festivities.

 last month 

Thank you sir @claudia

 last month 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 last month 

Eid is one of the most joyful festivals in terms of our religious festivals. We all plan for this Eid. On this day there is a command from Allah for joy. Our plan is to share the joy of Eid with all members by shopping and reading. Good luck to you.

 last month 

Really proud that I am a Muslim girl. Eid is our national festival and we celebrate Eid-ul-Fitr and Eid-ul-Azha two festivals. Thank you very much for taking your valuable time to comment my post. Good luck to you @abdul-rakib brother

 last month 

Thanks for inviting me. I just submitted my entry. I wish you success.

 last month 

Thank you so much...

Loading...
 last month 
Dear @lammiislam,, Greetings to this contest,,

Ramadan is a holy and joyful month for all of us. Because this month knocks on the door of the house of our Muslim Ummah and removes our sins and turns us into a true Muslim who will not have any sins. The Muslim who is sin-free like a newborn and observes all the commands of Allah Almighty in Ramadan. At the end of Ramadan comes the holy Eid-ul-Fitr. Which is a sea of ​​happiness for all of us. Because on this day our relatives come back home to share the joy of Eid together.Keep the good work.

•Regards,,
@nasir04

 last month 

প্রিয় বন্ধু @nasir04,

আপনি ঠিক বলেছেন রমজান মাস সবার জন্য একটি গুরুত্বপূর্ণ মাস এবং একটি পবিত্র মাস। আমাদের বছরে ১২ মাসের সব থেকে পবিত্র মাস হল এই মাহে রমজান মাস। এই রমজান মাসে আমাদের সকল গুনাহ খাতা আল্লাহ তায়ালা মাফ করে দেন। সকল মুসলিমদের নেক দোয়াগুলো আল্লাহ কবুল করে, তাই এই রমজান মাসে আমরা আমাদের পবিত্রতা বজায় রেখে রোজা রাখি। এই রমজানের রোজার শেষে আমাদের একটি পবিত্র ঈদ চলে আসে। আমাদের খুশির ঈদ ঈদুল ফিতর, আর এ সময়ে আমাদের আত্মীয়-স্বজনরা ঈদের খুশি টাকে ভাগাভাগি করে নেই। তো যাই হোক আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আমি অনেক আনন্দিত হয়েছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমার পোস্টটি সুন্দরভাবে পড়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।


 last month 

Thank you very much for sharing such a beautiful post about the holy month of Ramadan. I hope that we all can keep the sanctity of Ramadan and observe the next Ramadan, inshallah.

 last month (edited)

আমি প্রতিটি রমজান মাসকে সম্মান এবং শ্রদ্ধা করি। এবং প্রতিটি রমজান মাসে ইবাদত নিয়ে ব্যস্ত থাকি। কারণ পবিত্র রমজান মাস শুধু বছরে একবার আসে। তাই আমরা নিজেদের আত্মার
প্রশান্তির জন্য নিজেকে সবসময় নিয়োজিত রাখি। আপনার এত সুন্দর মূল্যবান মন্তব্য দেখে আমি সত্যিই খুব খুশি আপনার জন্য শুভকামনা @nasir04

 last month 

@lammiislam,,

I am very happy to know about your respect for the month of Ramadan and how busy you are in this month of worship. Hope every Ramadan is spent in good worship. Thank you.

 last month 

Assalamu Alaikum! I really enjoyed reading your article about your national festival. I absolutely love your descriptions, clear and interesting. Eid-ul-Fitr and Eid-ul-Adha are two days that are very important for the Muslim community. Nice to know more about your country's national festival. Knowing about your favorite memories associated with your national festival celebrations is great news. Thank you for sharing your experience on celebrating your national festival through this organization with you. My best wishes for your paticipation in the contest!

 last month 

প্রিয় বন্ধু @kouba01

ওয়ালাইকুম আসসালাম ! অনেক ধন্যবাদ আপনাকে আমার জাতীয় উৎসব সম্পর্কে আপনি খুব সুন্দর ভাবে পড়েছেন এবং আমার আকর্ষণীয়তা আপনি অনেক পছন্দ করেছেন। আপনি ঠিক বলেছেন আমাদের মুসলিমদের জন্য ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার মূল্যবান সময়টুকু দিয়ে খুব সুন্দর ভাবে একটি মন্তব্য করেছেন, সেজন্য আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না তবে এতোটুকু আপনার জন্য সবসময় দোয়া থাকবে এবং শুভকামনা রইল।


Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67727.81
ETH 3805.81
USDT 1.00
SBD 3.56