: "Better Life with Steem" ||"THE DIARY GAME"|| "3 August 2023" || busy day

in Steem For Bangladeshlast year (edited)

THE DAIRY GAME

আসসালামু আলাইকুম
৩ই আগস্ট ২০২৩
রোজ বৃহস্পতিবার

আশা করি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমাদের এই সুন্দর প্লাটফর্মের সব ভাইয়া এবং আপুরা ভালো আছেন। আজকের দিন আমার ব্যস্ততার মাঝে কেটেছে সেটাই আপনাদের মাঝে আজ তুলে ধরার চেষ্টা করব।আজ সকাল বেলা তারা হুরা করে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে টাঙ্গাইল যেতে হয় সেখানে আমার রেজিস্ট্রেশন কার্ড নেওয়ার জন্য ফোন দেয় হঠাৎ করে তো কি আর করার যেতেই হবে তাড়াহুড়া করে চলে যাই এবং কার্ডটি নিয়ে আসি।যেহেতু আমার সেপ্টেম্বরে পরীক্ষা ফাইনাল পরীক্ষা সেজন্য আমার কার্ডটি নেওয়া জরুরী তাই আর আল সামো না করে নিয়ে আসি

IMG_20230804_003725.jpg

এবং ফ্রেন্ডের সাথে ছবি তুলি আড্ডা দেই।

IMG_20230804_004021.jpg

মাঝে আম্মু আমাকে ফোন দেয় এবং বাড়ি যেতে বলে কিন্তু এখন তা তো আর সম্ভব হয়ে
ওঠেনা কারণ ছেলে মেয়ে ছাড়া কিভাবে বাবার বাড়ি যাব। তাছাড়া আমি টাঙ্গাইল আছি মাত্র দুই ঘন্টার জন্য আমার মেয়ে অনেক ছোট। তার জন্য মনটা অনেক খারাপ হয় পরে বাসায় চলে আসি। বাসায় আসার পর থেকেই আম্মুর জন্য মনটা খারাপ হয়ে আছে
তারপর আমার মন ভালো করার জন্য আমার হাজব্যান্ড আমাকে ঘুরতে নিয়ে যায় এবং হালকা খাওয়া-দাওয়া হয় বাহিরে। আমার ছেলে আমার হাজব্যান্ড ছবি তুলতে ছিল এবং আমি নদীর পাড়ে ব্রিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চটপটি খাচ্ছিলাম। অনেক ভালো লাগছিল।

IMG_20230804_005615.jpg

IMG_20230804_003027.jpg

প্রায় সব মেয়েরাই নাকি ফুচকা খেতে অনেক পছন্দ করে। কিন্তু আমার প্রথম থেকেই ভালো লাগেনা একদমই ভালো লাগেনা বললেই চলে আমার চটপটি খেতেই ভালো লাগে চটপটি ঝালমুড়ি আইসক্রিম আমার পছন্দের ফাস্টফুড এবং আমাদের মির্জাপুরে ছোট একটা পার্ক আছে এখানে আমরা যাই এবং আমার মেয়ে তো ছোট সেজন্য ছেলে বাইকের মত আছে তাই উঠে বসে এবং খেলা করে ওকে দেখে আমার অনেক ভালো লাগে।

IMG_20230804_002909.jpg

আমি আর ওদের সাথে ছবি তুলিনি।আসতে আসতে আমাদের রাত হয়ে যায়। কারণ আজকে এতটা ক্লান্ত ছিলাম যে রান্নাবান্না পর্যন্ত ঠিকমতো করিনি তারপর বাসায় এসে হঠাৎ করে দেখলাম অনেক মাথা ধরেছে তো কফি বানিয়ে খেলাম। আমি আবার ছোট ছোট কাপে কফি খেতে পারিনা বড় মগ লাগে এবং তার পাশাপাশি একটা নাটক দেখছিলাম। নাটক তার নাম হচ্ছে কঞ্জুস।। কঞ্জুস নাটকটা আমার দেখা শেষ তো এইবার কঞ্জুস টু নাটকটা আমি দেখছিলাম।নাটকটা দেখার পর মনটা অনেক ভালো হয়ে যায় কারণ কারণ নাটকটিতে এত ফানি ফানি সিন ছিল তা বলার বাইরে নাটকটা আমার খুব ভালো লেগেছে সবাই একবার হলেও নাটকটা দেখে নিবেন যারা দেখেননি

IMG_20230804_011130.jpg

IMG_20230804_010733.jpg

আসলে আমার হাজবেন্ডের নাইট ডিউটি চলতেছে ওর মাসেএকবার করে নাইট ডিউটি পড়ে আমার হাজব্যান্ড স্কয়ার ফার্মাসিটিক্যাল ঔষধ কোম্পানিতে জব করে। নাইট করে এসে ও দিনের বেলা কুম্ভকর্ণের মত ঘুমায় । যাই হোক আজ আমার মুখ দেখে ঘুমাতে পারিনি আসলে ও আমার মন খারাপ ভালোলাগা মন্দলাগা অনেক খেয়াল করে আমাদের পাঁচ বছর যাবত বিয়ে হয়েছে পাঁচ বছরে ও আমাকে পড়ালেখার সাপোর্ট টা অনেক দিয়েছে । আমিও পড়ালেখা করতে ভালোবাসি ছাত্রী মোটামুটি ভালই আছি তাই পড়ালেখা যদি না করতে চাই তখন আমাকে পড়ালেখা করানোর জন্য অনেক চাপ দেয় এটা আমার মনে অনেক ভালো লাগে।

GChNFmMjldVLhpEuMPBmmGjcidW.jpg

যাই হোক আসলে আমরা দিনশেষে যার যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত বা যারা চাকুরীজীবী তারা তাদের কর্ম নিয়ে ব্যস্ত কেউ কেউ আবার পড়ালেখা নিয়ে ব্যস্ত পৃথিবীতে প্রত্যেকটি মানুষের নিজস্ব কর্ম আছে এবং আমরা এই কাজগুলো তখনই করতে পারি যখন আমাদের মন ভালো থাকে। তাই আমার কাছে মনে হয় সবার আগে নিজের মনকে ভালো রাখা উচিত। কারণ মন ভালো থাকলে স্বাস্থ্য ভালো থাকে। এবং বলা হয়ে থাকে স্বাস্থ্যই সকল সুখের মূল।

আজ এই পর্যন্তই পরে আবার কোন এক মজার খাবারের রেসিপি নিয়ে হাজির হব।

আল্লাহ হাফেজ

Sort:  

This post has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines For August 2023
Curated by - @karinaporras

 last year 

আপনার দিনটি বেশ সুন্দর ভাবে কাটিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন আপনার দিনটি সম্পর্কে, কী করতে ভালোবাসে, কী কী খেতে ভালোবাসেন সেগুলোও জানতে পারলাম আপনার পোস্টে।

আপনার ছেলে আর স্বামীকে দেখে বেশ ভালো লাগলো, দোয়া করি যেন আপনারা সুখে সাচ্ছন্দ্যে জীবন উপভোগ করতে পারেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম

 last year 

জি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পোস্টটি পড়ার জন্য আশা করি এভাবেই উৎসাহ দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ

Loading...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68503.89
ETH 2535.33
USDT 1.00
SBD 2.52