Betterlife | The diary game | 03/10/2024| আজকে ব্যস্ততার মাঝে ও সুন্দর একটা দিন উপভোগ করলাম।
Helllo everyone
The diary game
I am @kuhinoor from Bangladesh
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ও আল্লাহ রহমতে ভালো আছি। আপনারা ভালো থাকেন এই কামনা আমার সব সময়। এবং আমার জন্য সবাই দোয়া করিবেন। সবাই আমার জন্য দোয়া করেন।
আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি ফলপ্রসূ ডায়েরি।
আজ আমি সারা দিনের অনেক ব্যস্ত থাকি। কারণ আমার অনেক কাজ ছিলো, বাড়ি এবং স্কুলে। তাই সকাল সকাল স্কুলে যাওয়া জন্য প্রস্তুতি নিতে হয়। আমি খুব সকালে ঘুম থেকে উঠি। পরে সকালের নাস্তা তৈরি করতে করি। ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিলাম এবং ৮:৩০ মিনিটের মধ্যে স্কুলে যেতে উপস্থিত হই।
৯ টায় আমি আমার কার্যক্রম শুরু করি। তার মাঝে আমার কিছু ব্যক্তিগত কাজ ছিলো আমি তা আমার কলিকের সাহায্যে সমাধান করতে পারি।পরে ১১ টায় চা - বিস্কুট খাই। এবং ক্লাস ফাঁকে আমি উপকরণ তৈরি করি। একটি সাদা গুচ্ছ জবা ফুল বানাই। ফুলটি আমি টিস্যুর সাহায্যে বানাই। এতে আমার অনেক সময় ব্যয় হয়।
পরে আবার নিজেদের রুটির মত কাজ শুরু করি। দুপুর ২ টায় মাধ্যাহ্ন বিরতি ছিলো। দুপুরের খাবার খাই। আজকের দুপুরের খাবারের মেনু ছিল রুই মাছ, শাপলা ভাজি, বাদাম ভর্তা। আমি ও আমার এক হিন্দু কলিগ আমরা এক সাথে সব সময় খাবার খাই। বাকিরা বাসায় গিয়ে খাবার খায়। খাবার শেষে আমরা বসে ১০ মিনিট গল্প করি। এবং নিজেদের মত একটু আনন্দে ছিলাম।
আমাদের স্কুলের সামনে এগিয়ে বিশাল করুই গাছ আছে, এতে গোলাপি রঙের সাথে হালকা হলুদ রঙের ফুল ফুটে আছে। এত সুন্দর গন্ধ চারপাশে বাতাসে ছড়িয়ে আছে, সত্যি ই খুব ভালো লাগে। আমি গাছের কাছে গিয়ে ছবি তুলতে চেষ্টা করি।
৪:১৫ মিনিটে । বাসায় পোঁছতে সময় লাগে ১০ মিনিট। স্কুল থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে স্থানীয় বাজার গেলাম। আমাদের স্কুলের জন্য উপকরণ ব্যাগ ক্রয় করার জন্য। সন্ধ্যা হয়ে যায়, পরে দ্রুত বাসায় চলে আসি। এসে ফুচকা তৈরি করি। প্রেসার কুকারে ডাল ও আলু সিদ্ধ করি। এতে তাড়াতাড়ি ফুচকা বানাতে পারি।
রাতে বাসায় একটা প্রজাতির এসে এদিকে ওদিকে ঘোরে ঘুড়ি করছে । দীর্ঘ চেষ্টা পর তাকে ক্যামেরা বন্দী করলাম। প্রজাপতি টা দেখতে ও খুব সুন্দর। রুম থেকে বের হয়ে যাবে তাই দরজা, জানালা আটকে রাখি। অনেক খোঁজা খোঁজির পর দেখি ছোট চার্জার ফেনের উপর বসে আছে। পরে ছবি তুলতে গেলাম আবার উড়ে দেয়ালে বসে। অনেক সময় প্রজাতির নিয়ে আনন্দ করলাম।
পরে রাতের খাবার খাই। রাতে ১০ টায় আমি ঘুমাতে যাই। বেশি সময় সজাগ থাকলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। তাই আমি যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পরি।
আজকের জন্য এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করিবেন। দিনটি সত্যি ই আমার কাছে খুব আনন্দের মূহুর্তে ছিলো।
আল্লাহ হাফেজ।
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Hi, Greetings, Good to see you Here:)