অনাদিত ফুলের সমাহার। ৩০/০৩/২০২৪

in Steem For Bangladesh3 months ago

কোহিনূর # বাংলাদেশ

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে। আশা করি ভালো আছেন। আপনার প্রীতি ও শুভেচ্ছা রইল আপনাদের প্রতি। এবং আমার এই নাম না জানা বাহারি ফুলের শুভেচ্ছা নিবেন।

20240330_110603.jpg

ফুলের অনাদিত সমাহার যেন সকলের মন ছোঁয়ে নেয়।
শরহের তুলনায় গ্রামের প্রকৃতির সৌন্দর্য একটু বেশি-ই মন কেড়ে নেয় গ্রামের আনাচে-কানাচেতে কত নাম না জানা ফুলের সমাহার। সত্যি-ই তা প্রকৃতির সৌন্দর্য বিলাস।ফাল্গুনের শেষের দিকে ফুলের সমাহার একটু বেশি থাকে। শহরের দুর্গন্ধ, ধুলাবালি, ঘনবসতি, ঝাপসা গরম আবহাওয়া জন জীবন অতিষ্ঠ হয়ে উঠে।কিন্তু গ্রামের সেই সবুজ গাছগাছালি ফুল ও ফসলের মাঠের কাছে হার মেনে যায়, শহরের বিশাল বিশাল অট্টালিকা।
গ্রামের পথে প্রান্তে মন কাড়া সৌন্দর্যে বিমহিত । পুকুরের পাড়ে, ধান ক্ষেতের ডাঙায়, ঝোপের ঝারে, আনাচে-কানাচেতে ছরিয়ে আছে কত রং বে রঙের বুনোফুল।

যেমন -ঢোল কলমি, ভাঁটা ফুল, ঝোমলতা, আরো নাম না জানা একরাশ ফুলের সমাহার। লাল, নীল, হলুদ, গোলাপি, সাদা,ধূসর বাদামি, ইত্যাদি।
ভাঁটা ফুল বিশেষ করে পথের ধারে, পুকুর পাড়ে, ঝোপে ঝরে বেড়ে উঠে। এই ফুল দেখতে খুবই সুন্দর। ৬-৭ ফুট উচ্চতার বৃদ্ধি পায় এই ফুল গাছ।

20240330_083702.jpg

হাজারি বেলি দারুণ গন্ধযুক্ত গুচ্ছ ফুল। পথের প্রান্তে আনাচে কানাচে মন মাতানো এই ফুলের সমাহার। এই ফুলের সৌন্দর্যে মাতোয়ারা কম বেশি সবাই।

20240330_082117.jpg

কলমি ফুল বিলে ঝিলে ফুলে থাকে এই ফুল। বেগুনি গন্ধহীন অপরুপ সুন্দর এই ফুল। লতাযুক্ত এই গাছ পানিতে বেসে বেড়ায়। ছোট ছোট আকৃতি এই ফুল বিলে ঝিলে বাতাসে দোল খায়। প্রকৃতির রুপ বৈচিত্র্যের এক সুন্দর সমাহার বহন করে এই কলমি ফুল।

কচুরিপানা গ্রামের বিলে ঝিলে বাতাসে দোল খায়। এই ফুল দেখতে আসলেই অসাধারণ। মিষ্টি গন্ধযুক্ত এই ধূসর সাদা ও বেগুনি রঙের হয়ে থাকে

20240330_082616.jpg

সূর্যমখি ফুল যা সৌন্দর্যের কথা না বললেই নয় বাড়ির আঙিনায় অথবা ফসলের মাঠ এই ফুল দেখা যায়।
এই ফুলের বীজ থেকে প্রচুর তেল উৎপন্ন হয়। কাজেই এটি একটি অর্থকরী ফসল। হলুদ রঙের গোল আকার এই ফুল পরিবেশে করে অপরুপ সুন্দর। ১০-১২ ফুট পর্যন্ত লম্বা হয় এই গাছ। আস্তে আস্তে ফুল ফুটের শুরু করে, পরে তা পরিপক্ব তা লাভ করে বীজে পরিনত হয়।
গ্রামের মাঠে মাঠে সূর্যমুখি ফুলের সৌন্দর্য দেখা যায়।

20240330_103544.jpg

20240330_103540.jpg

টাইম ফুল দেখতে পাওয়া য়ায়, গ্রাম ও শহর উভয়ই জায়গায় এটি একটি ঘাস ফুল। নানান রকমের বর্ণ হয়ে থাকে এই ফুলের। সৌন্দর্যে জুড়ি নেই। গোলাপি, হলুদ, সাদা,লাল রঙের হয়ে থাকে এই ফুল। বিশেষ করে প্রচন্ড রোদে এই ফুলের সৌন্দর্য বেশি বৃদ্ধি পায়। গন্ধহীন ফুলগুলো দেখবে চমৎকার লাগে। বাড়ির আঙিনার সৌন্দর্য বৃদ্ধি করে এই ফুল।

20240330_110614.jpg

কাগজ ফুল এই ফুল বাড়ির গেটের সৌন্দর্য বৃদ্ধিতে বেশ কার্যকরি।গোলাপি, ধূসর সাদা, লাল,রঙের দেখা যায়। লতানো থাকে এই ফুল গাছ। দেখতে অত্যন্ত সুন্দর।

20240330_083853.jpg

20240330_083503.jpg

20240330_083241.jpg

20240330_083119.jpg

20240330_082039.jpg

নানান রকমের নাম না জানা বাহারি রকমের ফুল আমাদের চোখে পড়ে। গ্রামের ফসলের মাঠের প্রান্তে।
নাম না জানা ফুলের বাহারি রকমের সৌন্দর্য সকলে বিমহিত হয়ে যায়।

আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

আমাদের সাথে আপনার সুন্দর নিবন্ধটি ভাগ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ. আশা করি আপনি সক্রিয় থাকবেন এবং সবার সাথে যোগাযোগ বজায় রাখবেন কমেন্ট করার মাধ্যমে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে যা আপনি জানতে চান বা কোনো সমস্যার সম্মুখীন হন, সাহায্যের জন্য আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিন। আমরা সবসময় এখানে ব্যবহারকারীদের সেবা প্রদানের জন্য সক্রিয় থাকি। এবং আপনাকে আমাদের সাপ্তাহিক অনলাইন হ্যাঙ্গআউটে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের ডিসকর্ড সার্ভারে যোগ দিতে নীচের লিঙ্কে ক্লিক করুন... https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25x
Community beneficiariesx
Voting CSI00
Period2024-03-30
Club Statusnewcomer

দীর্ঘদিন পর কিছু চিরচেনা ফুলের ছবি দেখতে পেলাম।যা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।। আপনার ছবি এবং এর পাশাপাশি পোস্ট এর মান বৃদ্ধির প্রয়োজন রয়েছে । আশাকরি সেটা চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন মোবাইল আড়াআড়ি ভাবে ধরে ছবি ধারণ করার যা দেখতে খুবই ভালো দেখাবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64354.36
ETH 3507.50
USDT 1.00
SBD 2.54