Papercraft||21-05-2023|| Flowers made of paper (Paper Wallmate).

in Steem For Bangladeshlast year (edited)

আসসালামু আলাইকুম কেমন আছেন সবা। আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে কাগজের তৈরি একটি ফুলের পোস্ট শেয়ার করব আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে।

InShot_20230521_192759726.jpg

প্রথম ধাপ

প্রথমে আমরা একটি সাদা কাগজ নিয়ে নিব। সাদা কাগজটিকে আমরা তিন ইঞ্চি করে কেটে নিব। তিন ইঞ্চি করে বারো টিপ সাদা কাগজ কেটে নিব। এবার কাগজটির এক প্রান্ত থেকে মুড়াতে শুরু করব। এটিকে মুড়িয়ে লম্বা একটা লাঠির মতন তৈরি করে নিব। এভাবে ১২ টি কাগজের টুকরা কিভাবে লম্বালম্বি করে মুড়িয়ে লাঠির মতন তৈরি করে নিব।

InShot_20230521_192852273.jpg

দ্বিতীয় ধাপ

এবার আমরা আমাদের পছন্দ অনুযায়ী যে কোন রংয়ের একটি কাগজ নিয়ে নিব। এবার সেই কাগজটিকে আমরা ৩×৩ ইঞ্চি করে কেটে নিব। এইভাবে আমরা ১৮ পিস তিন বাই তিন ইঞ্চি করে কাগজ কেটে নিব। তারপর সবগুলাকে আমি ত্রিভুজের মতো তিনবার ভাজ করে নিয়ে এবার পাতার শেপ দিয়ে আমি এটিকে কেটে নেব। তারপর একটি স্কেলের সাহায্যে পাতার মাছ বরাবর একটি ভাঁজ দিয়ে নিব। তারপর অন্য রঙের একটি কাগজ নিব সেটিকে আমরা এক ইঞ্চি করে কেটে নিব। ১ ইঞ্চি করে কেটে নেওয়া কাগজটি মাঝ বরাবর লম্বালম্বি ভাবে ভাঁজ করে নিব। তারপর সেটির মাঝখান থেকে দুই তিন ভাঁজ করে ছোট করে নিব। তারপর একটি কাজের সাহায্যে কুচি কুচি করে অল্প করে কেটে নিব। এমনভাবে কাটতে হবে যেন শেষ অবধি না যায় নিচের দিকে যেন একই থাকে। শুধু মাথার দিক থেকে কুচি করে কেটে নেব। যখন কাটা শেষ হয়ে যাবে তখন মাছটি খুলে নিব। তারপর এটিকে হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নিব। গোল করে ঘোরানো হয়ে গেলে এর শেষ প্রান্তে আমি আঠা দিয়ে লাগিয়ে দিব যেন এটি খুলে না যায়।

InShot_20230521_192955784.jpg

তৃতীয় ধাপ

এবার প্রথম দিকে সাদা কাগজগুলো যে লম্বা লম্বা লাঠির মতন করে তৈরি করে নিয়েছিলাম সেগুলোকে পরপর চারকোনা করে সাজিয়ে নিব। এক এক পাশে তিনটি করে দিয়ে দিব। এক এক পাশে তিনটি করে দিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিব। যেন এগুলা খুলে না আসে একটার সঙ্গে একটা লেগে থাকে। এভাবে আমরা তিনটি তিনটি করে চারপাশে বারটি জোড়া লাগিয়ে দিব। তারপর সেই রঙিন কাগজ যেগুলো আমরা ফুলের সেপ দিয়ে কেটে রেখেছিলাম সেগুলোকে নিয়ে নিব হাতে। এবার ফুলের মাঝে একটু করে আঠা দিব এবং তার ওপর আরেকটি ফুল দিয়ে দিব এভাবে এক্তির পর একটি দিয়ে তিনটি ফুল একত্র করে নিব। তারপর ফুলের মাঝে দেওয়ার জন্য আমরা হলুদ যে কাগজটি কেটে রেখেছিলাম সেটিকেও মাঝে আঠা দিয়ে বসিয়ে দিব। এভাবে আমি ছয়টি ফুল বানিয়ে নিয়েছি। আমরা যে সাদা কাগজের লম্বা লম্বা কাঠি দিয়ে আমরা ফ্রেম এর মতন বানিয়েছিলাম এবার সে ফ্রেমের এক প্রান্তে আঠা দিয়ে তিনটি ফুল লাগিয়ে দিব। এবার প্রথমে যে প্রান্তে আমরা তিনটি ফুল লাগিয়েছিলাম তার অপরপ্রান্তে আরও তিনটি ফুল লাগিয়ে দিব।

InShot_20230521_193048308.jpg

তারপর সেই প্রেমের পেছনে একটি সুতা বেঁধে দিব। যার সাহায্যে দেয়ালে টানাতে হবে। তারপর এটিকে আপনারা ঘরের দেয়ালে টানিয়ে রাখতে পারবেন।

Screenshot_20230521_130149.jpg

আশা করি আমার এই আজকের পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছ। আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে।

ধন্যবাদ সকল বন্ধুদের আমার পোস্টটি শেষ পর্যন্ত পড়ার জন্য।

AB
পোস্টের ধরনকাগজের ফুল
তৈরিকারক@juli009
ডিভাইসvivo y12s
লোকেশনবাংলাদেশ
Sort:  
Loading...
 last year 

খুবই সুন্দর হয়েছে আপনার ওয়ালমেটটি । টিয়া এবং কমলা কম্বিনেশনের ফুলগুলো সাদা ফ্রেমে চমৎকারভাবে ফুটে উঠেছে। খুব ভালো লেগেছে আমার। অনেক শুভ কামনা আপনার জন্য ...

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60531.60
ETH 2905.83
USDT 1.00
SBD 2.33