The Diary Game | Interview Day | 19 October 2022
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভাল এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।
আজকের ব্লগে আমি আজকের দিনে যা যা করলাম সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব।
প্রতিদিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠে গোসল করে নাস্তা খেয়ে অফিসের দিকে রওনা দিলাম। আজ আমার অফিসের কাজে রামু যাওয়ার কথা ছিল। তাই অফিসে পৌঁছে প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আমাদের সহকারি পরিচালক আমাকে ফোন দিল জানতে চাইলে আমি কোথায়। আমি জানালাম আমি অফিসে আছি, ওনি জানালেও ১০ মিনিট পর ওনার সাথে দেখা করতে। এরই মাঝে আমি ওয়াশ রুমে গেলাম ওই সময়টাই উনি আবার আমাকে কল দিল। ওয়াস রুম থেকে আস্তে আস্তে কল কেটে যায়। তা আমি ওনাকে কল ব্যাক করি। ততক্ষণে উনি অফিস থেকে বাহির হয়ে গেছে একটা মিটিংয়ে জয়েন করার জন্য। আমাকে বলল আপনার জন্য অপেক্ষা করতে করতে আমি বের হয়ে গেলাম। যে কাজের জন্য কল দিয়েছিলাম অফিসে আজকে একটা ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউ বোর্ডে আপনাকে থাকতে হবে। দশটা থেকে পরীক্ষা শুরু হবে প্রথমে লিখিত পরীক্ষাটা নিবেন তারপর দুইটার দিকে ভাইবা নিবেন। প্রয়োজনীয় বিষয়গুলো আমাদের ওখানে অফিস সহকারে সাজ্জাদ আছে তার কাছে দেওয়া আছে। তার কাছ থেকে বুঝে নিন বলে কল কেটে দিল।
![]() | ![]() |
---|
![]() |
---|
আমি দোতালায় গিয়ে সাজ্জাদের কাছে গেলাম। দেখলাম তার কাছে প্রশ্ন পত্র, পরীক্ষার খাতা সবকিছু দেওয়া আছে। পরীক্ষা হবে পাঁচতলায়। আমি জানতে চাইলাম পরীক্ষার্থী কতজন আর কতজন এসেছে। সাত জন তার মধ্যে এখন পর্যন্ত চারজন এসেছে। পরীক্ষা শুরু হবে দশটা থেকে তখন বাজতে ছিল ৯ টা ৪০। ঠিক যখন দশটা তখন দেখলাম পাঁচজন ক্যান্ডিডেট উপস্থিত দুইজন কখনো এসে পৌঁছায়নি।
আমি ঠিক দশটায় পরীক্ষার্থীদেরকে তাদের খাতা এবং প্রশ্নপত্র বুঝিয়ে দিলাম। পরীক্ষার সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট। ১২ মিনিট আরেকজন ক্যান্ডিডেট আসলো তাকেও পরীক্ষা দেওয়ার সুযোগ দিলাম যেহেতু চাকরির ইন্টারভিউ।
আমি এক রুম থেকে অন্য রুমে হাঁটাহাঁটি করে পরীক্ষার হলে গার্ড দিচ্ছিলাম। মাঝেমধ্যে পরীক্ষার প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের সমাধান বলছিলাম। এভাবে দেখতে দেখতে এক ঘন্টা ত্রিশ মিনিট পার হয়ে গেল। যথারীতি সবার কাছ থেকে খাতা গুলো সংগ্রহ করে যিনি খাতাগুলো মূল্যায়ন করবেন তার কাছে দিয়ে দিলাম এবং অংশগ্রহণকারীদের বললাম খাওয়া দাওয়া সেরে আসতে। দুপুর ২ টা থেকে ভাইবা হবে।
যেহেতু পরীক্ষা নেওয়ার দায়িত্ব ছিল আমার সে হিসেবে আজকে দুপুরের খাবার অফিসে আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল আমরা যারা পরীক্ষকের দায়িত্বে ছিলাম। দুইটার সময় সবাই যথারীতি এসে উপস্থিত হয় কিন্তু ডোনারের পক্ষ থেকে যিনি থাকার কথা তিনি তখনো এসে পৌঁছায়নি। ওনি জানালেন ২:৩০ মিনিটের সময় নিয়ে আসবেন। ঠিকই ২:৩০ মিনিটের সময় উনি এসে উপস্থিত হন। তারপরে আমরা ভাইবা শুরু করি। ৬ জন ক্যান্ডিডেটের ভাইবা শেষ করতে আমাদের প্রায় সাড়ে চারটার মত বেজে যায়। পরে রেজাল্ট শিট তৈরি করে অফিস থেকে পাঁচটার সময় বাহির হয়।
আজকে নিজের প্রজেক্টের এমন কোন কাজ করার সুযোগ হয়নি এই পরীক্ষার কারণে। সেখান থেকে বাহির হয়ে চলে গেলাম বাসায়। বাসা থেকে নাস্তা করে আবার গেলাম প্রিন্টের দোকানে তিনটা ব্যানার প্রিন্ট করতে হবে। গিয়ে দেখলাম দোকানে প্রচুর চাপ। জানালে একটু সময় লাগবে। আমি বললাম আমার আর্জেন্ট আমি অপেক্ষা করবো। একেবারে নিয়ে যাব। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করার পর কারেন্ট চলে গেল। দোকানদার জানালো ব্যানার গুলো প্রিন্ট করে আমাকে রাতে দিয়ে আসবে। আমি যাতে চলে যাই। আমি যেহেতু দীর্ঘদিন ধরে তাদের সাথে কাজ করতেছি তো তাদের সম্পর্কে আমার একটা মোটামুটি আইডিয়া আছে। আমি বাসায় চলে আসি তখন প্রায় দশটা বাজে। দশটায় যেহেতু আমার বাসায় খাওয়ার প্রস্তুতি চলে আমি এসে খেতে বসে গেলাম। খাওয়ার পর পোস্টটা লিখতে শুরু করলাম। অপেক্ষা করতে করতে প্রায়ই বারোটার কাছাকাছি। ভাবলাম হয়তো প্রিন্ট করতে পারে নাই। সকালে আনব কিন্তু দেখলাম বারোটা ত্রিশ মিনিটের সময় দোকানের ছেলেটা কল দিল। জানালো ব্যানার নিয়ে আসতেছে তখন আমি বাহির হয়ে ব্যানার গুলো তার কাছ থেকে সংগ্রহ করলাম। এভাবেই দিতে পার হলো।
Post Category | Diary Game |
---|---|
Device-Camera | Redmi Note 9s |
Photographer | @joynalabedin |
Community | Steem For Bangladesh |
ধন্যবাদ সবাইকে
Thank you for sharing the post, improve the quality of your post and stay original and avoid plagiarism.
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application
আপনি চাকরির ইন্টারভিউ দিয়েছেন দোয়া করি চাকরি যেন ভালভাবে হয়ে যাবে।
আমি ইন্টারভিউ দি নাই। আমি ইন্টারভিউ নিয়েছি।
ওহ আমি দুঃখিত আমি ভূল ছিলাম।
Your post is very well presented. Thank you for sharing your beautiful moments with us.
আমি আপনার সাফল্য কামনা করি আপনি আরো ভালো এত ব্যাস্ততার ভিতরেও অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে ডায়েরি উপস্থাপন করেছেন