The Diary Game | A Lazy day | 24 September 2022

in Steem For Bangladesh2 years ago
My Diary Game

20220925_005510_0000.png

Cover photo design by Canva

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভাল এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।

আজকের ব্লগে আমি আজকের দিনে যা যা করলাম সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকে শনিবার অফিস বন্ধের দিন। সকাল ১০ঃ৩০ মিনিটে ঘুম থেকে উঠি।

নাস্তা করার পর চলে গেলাম কুরিয়ার অফিসে, দুইটা পার্সেল ছিল বুকিং দেওয়ার। একটা নাটোরের আরেকটা নারায়ণগঞ্জ। পার্সেল দুটা বুকিং দিতে গেলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে।

IMG_20220924_141609.jpg
চুল কাটারপর

আসার পথে চিন্তা করলাম চুলগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে মুখে কিছু দাড়িও হল। তাই চিন্তা করলাম চুলটাও কাটিয়ে নিয়ে দাঁড়িটাও সেভ করে আসি। তাই আসার পথে ঢুকে গেলাম সেলুনে। চুল দাড়ি কেটে আবার বাসার দিকে রওনা দিলাম। বাসায় আসতে আসতে প্রায় দেড়টা। এসে গোসল করে, দুপুরে নামাজ ছেড়ে নিলাম। দুপুরের ভাত খেয়ে হালকা একটু ভাতঘুম দিলাম।

IMG_20220924_180354.jpg
Bazar GhataLocation

বউ কয়েকদিন দিন ধরে বলতেছিল বড় বাজারের দিকে যাবে। আমরা যে প্রোডাক্টটা বানাই বালাচাও সেখানে আমরা একটা মসলা ব্যবহার করি বাজার থেকেই কিনি। বউয়ের শখ হল সে মসলা সে নিজে বানাবে এখন থেকে এবং সেই আইটেম গুলা কিনার জন্যই কয়েকদিন ধরে বড় বাজারে যেতে চাচ্ছিল। বড়বাজার বলতে আমাদের এখানে যে পাইকারি বাজার সেটাকে আমি বোঝাচ্ছি। কক্সবাজারে এটাকে বড় বাজার বলে। বড় বাজার থেকে আমরা অল্প পরিমানে কিনেছি। অল্প পরিমাণে নেওয়ার কারণ হচ্ছে যেহেতু এখনো সে এই মসলা আগে তৈরি করেনি, তাই কেমন হয় সেটা দেখার জন্য অল্প পরিমাণে কিনা। যদি সাকসেসফুল হয় তাহলে পরবর্তীতে আমরা এটা কমার্শিয়ালি বিক্রি করার চিন্তা করব। কারণ কক্সবাজার অনেকেই বালাচাও বানায় সবারই এই মসলার প্রয়োজন হয়, তাই আমাদের এই উদ্যোগ।

IMG_20220924_182912.jpg
Al Goni RestaurantLocation
IMG_20220924_182916.jpg
Al Goni RestaurantLocation

আমাদের বাজার করতে করতে মাগরিবের আজান হয়ে গেল তাই চিন্তা করলাম আজকে বিকালের নাস্তাটা বাহির করে ফেলি। আমরা ছেলেকে জিজ্ঞেস করলাম কি খাবে? আমার ছেলে খিদা লাগলে বলে বা কিছু খাওয়ার ইচ্ছে হলে বলে কিছু খাবো কিছু খাব কিন্তু কি খাবে সেটা নাম বলতে পারে না। তাই আমরা খাওয়ার জন্য চলে গেলাম কক্সবাজারে নামকরা রেস্টুরেন্ট ট্রেডিশনাল আলগনী রেস্টুরেন্ট। এটা মূলত কক্সবাজারের থানার রোডে অবস্থিত এটার এই শাখাটা ছাড়াও তাদের আরো দুটি শাখা রয়েছে। কক্সবাজার এরা বেশ জনপ্রিয় একটি রেস্টুরেন্ট।

IMG_20220924_183931.jpgIMG_20220924_183928.jpg
বিকালের নাস্তা

আমরা গার্ললিক নান আর চিকেন চাপ অর্ডার করলাম। কিছুক্ষণ পর আমাদের খাবার চলে আসলো। আমরা খাওয়া শুরু করলাম। খাওয়া শেষে চিন্তা করলাম কফি খাবো না চা খাব। বউয়ের কাছে বললাম তুমি কি খাবা। সে জানালো সে চা খাবে। তখন দুজনের জন্য চা'র অর্ডার দিলাম। ছেলে যেহেতু ছোট সে চা খেতে পারে না। মাঝেমধ্যে ও মায়ের কাছ থেকে খাওয়ার চেষ্টা করে। ওখানে নাস্তা শেষ করে আমরা বাসায় ফিরে আসলাম।

নাস্তার পরিমাণ আসলে এত বেশি হয়ে গেছে রাতের আসলে আর খাওয়ার ইচ্ছা হচ্ছিল না। সাড়ে দশটার সময় রাতের খাবার খেতে বসলাম। খেতে বসে দেখলাম খেতে পারছি না, যেহেতু তখনও খিদে আসে নাই পেটে। কোরকম অল্প কিছু খেয়ে রাতের খাবার শেষ করলাম। মোটামুটি এভাবেই আজকের দিনটা পার হলো।

ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে পোস্টটি পড়ার জন্য।

Sort:  
 2 years ago 

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25NO
Voting CSI10.6 ( 0.00 % self, 91 upvotes, 38 accounts, last 7d )
Transfer to Vesting89.822 STEEM
Cash Out
0
ResultClub75

Hi, @joynalabedin,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @gorllara.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 63749.66
ETH 3419.02
USDT 1.00
SBD 2.48