Daily Diary Game | Festive Day | 03 March 2023

in Steem For Bangladesh2 years ago


IMG_20230303_201410.jpg

আকিকা অনুষ্ঠান


আসসালামুয়ালাইকুম,

কেমন আছেন সবাই?

অনেকদিন পর ডাইরি গেম নিয়ে লিখতে বসলাম। গ্রামের বাড়ি আনোয়ারা এসেছি ২ দিন হল। মূলত ছেলের আকিকা দিব সেই উদ্দেশ্য আসা। যথারীতি সকাল ১০ টার দিকে ঘুম থেকে উঠি। হাতে মুখ ধুয়ে নাস্তা করতে বসলাম। একে একে আত্বীয় স্বজনরা আসা শুরু করল।
প্রথমে আসল আমার জেটাত ২ দুই ভাই।বাড়ির চাচা আর বাকি চাচাত ভাইসহ প্লান করলাম আজকে হাস পার্টি হবে।।

নাস্তা শেষ করতে করতে ছোট ভাই বাহির হল গ্রামের আশেপাশে লোকজনদের দাওয়াত দিতে। আব্বা গেল বাজারে। আমি একা ঘরে। কিছুক্ষন ডেকরেশনের লোক আসল ডেকরেশনের জিনিসপত্র নিয়ে। তাদের কাছ থেকে এই গুলো বুঝে নিলাম।

মোটামুটি এই গুলো করতে করতে জুমার আজান হচ্ছে। গোসল করে চলে গেলাম নামাজে। নামাজ শেষ করে দ্রুত ঘরে আসলাম। প্রচুর খিদা লেগেছে। ঘরে ফিরে খেতে বসে গেছি। খাওয়া শেষ করে কিছুক্ষন বিস্রাম নিলাম। একটুপর আমার শালা আসল বাশখালি থেকে। সাথে আমার শ্বাশুড়ি আসার কথা ছিল। শালা জানালো শ্বাশুড়ি অসুস্থ। জ্বর উঠেছে।

৫ টার দিকে আমার খালারা আসল কক্সবাজার থেকে। ১ ঘন্টা মত তাদের আপ্যায়ন করা হল। ফুফা আর খালাত ভাইকে নিয়ে আমাদের গ্রামের বাজারের দিকে গেলাম। খালার ভাই ছোটকালে প্রায় আসত এখানে। দীর্ঘদিন পর আসাতে অনেক কিছু সে চিন্তাতে পারছে না। তাদের গ্রাম ঘুরে দেখালাম।


IMG_20230303_200313.jpg
রান্নার আয়োজন

সন্ধ্যার পর থেকে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। অনেক আত্বীয়স্বজনও এসেগেছে। বাকিরা কালকে আসবে। বেশ আনন্দপুর্ন মুহুত তৈরি হয়েছে অনেকদিন পর। সাধারণত সবাইকে একভাবে একসাথে পাওয়া যায় না। বড় কোন অনুষ্ঠান হলে সবাইকে একসাথে পাওয়া যায়। এখন একজনকে বেশি মিস করছি৷ সেটা আমার জেটার ছেলে আমাদের পরিবারে বড় ছেলে শাকিল ভাই। সে বর্তমানে প্রবাসে আছে।


IMG_20230303_203309.jpg
খাওয়ার প্রস্তুতি

কাজের ফাঁকে আমাদের হাস পার্টির আয়োজন চলছে। একটু পর শুরু হবে খাওয়া দাওয়া।


IMG_20230303_203733.jpg
খাওয়া দাওয়া চলছে

মোটামুটি এদিকে কাজ শেষ করে চলে গেলাম আমাদের হাঁস পার্টি শুরু করতে। দাদার বাড়ির ছাদে হাঁস পার্টির আয়োজন হয়। হাঁসের সাথে ছিল দু পিস করে পরোটা। পাড়ার কয়েকজন ছেলে আর আমার কাজিনরা মিলে মূলত এই আয়োজন। গ্রামে যারা থাকে তারা প্রায় সময় এ ধরনের পার্টির আয়োজন করে। গতবার যখন আমি গ্রামে এসেছিলাম তখন একটা আয়োজন করেছিল কিন্তু আমি সেই বার থাকতে পারিনি। তাই তারা এবার আমি থাকা অবস্থায় এই পার্টির আয়োজন করে।

একটু পরেই বাচ্চাদের আকিকার অনুষ্ঠান শুরু হবে এবং আগামীকাল খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছে।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZwNLnLc4LoEZursb6ZFVuZQfHaMYmnkb4sXHETvWHfx845eNH8Z1R5dQtVPRd...fYgpxKamHSmp5ePxsZeFVNiQSGxG54RbfJK9YGrzmt9wT4UKNrp2YFQD6h1nCiLkiTgro5Y1rvSCmpDjdVH6ScyJPjFvUfXQcTkZDTbzTVAjeii1BYwnBZdAP8.png

20221005_204407_0000.png

Sort:  
 2 years ago 
Thank you very much for sharing a beautiful post, definitely stay active and comment, all the best for your post
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Support community 10 %
Voting CSI9.9 ( 0.00 % self, 87 upvotes, 52 accounts, last 7d )
Period2023-03-03
Transfer to VestingPowerUp : 450.087 STEEM
Cash Out
0
ResultClub100

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

Thanks for supporting @se-witness with your witness vote. Heres a free vote!

 2 years ago 

Seeing the food makes me want to eat, seems like a lot of fun.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 58665.29
ETH 2302.95
USDT 1.00
SBD 2.51