You are viewing a single comment's thread from:

RE: SEC-S10W1: "What one thing would you want to delete from the Earth?".

in Steem For Bangladeshlast year

হিংসা অনেক বড় একটি ব্যাধি। যার মধ্যে এই হিংসা বৃদ্ধি লালন হয় সে ব্যক্তি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারেনা। কেননা সে অন্যের সফলতা দেখে নিজের সময় ব্যয় করে ফেলে তার নিজের সফলতার চিন্তা করে না।

যখন কোন ব্যক্তি তার ভালো দিক গুনবাচক গুলো নিজের মধ্যে নেয়ার চেষ্টা করবে এবং তাকে উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে এবং নিজে সেখান থেকে অনুপ্রাণিত হবে তখনই সেই ব্যক্তি সফলতার দ্বারপ্রান্তে যাওয়ার সম্ভাবনা রাখে।

যেমনটি ভাবে আপনি আপনার কোন এক বন্ধুর কথা এখানে উল্লেখ করেছেন, অর্থাৎ স্কুল জীবন। আসলে ভালো যে সে কখনো অন্যের সফলতা দেখে হিংসা করে না বরং নিজেকে অনুপ্রাণিত করে। পরিশেষে এটাই বলব অত্যন্ত সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন যা আমাদের নিজেদের ভেতর থেকে ডিলিট করে দেওয়া উচিত। কেননা এই হিংসা আমাদেরকে কুরে কুরে খায় এবং নষ্ট করে দেয় জীবন।
অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য এবং দোয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68051.59
ETH 2632.70
USDT 1.00
SBD 2.67