My Entry: Tell us about your target on steemit platform?

in Steem For Bangladeshlast year
Canva Design_20240312-111901.png

সকলেরই কাজ করার পাশাপাশি কিছু না কিছু লক্ষ্য থাকে তার সেই জায়গা থেকে। এবং সেই লক্ষ্য পূরণের জন্য সেটার সাধ্যমত চেষ্টা করে। আজ সেই অনুযায়ী আপনি অসাধারণ একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন।

ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর অসাধারণ বিষয়বস্তু নিয়েই প্রতিযোগিতা পরিচালনা করার জন্য। তাহলে কথা না বাড়িয়ে আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবো লক্ষ্য পূরণের উদ্দেশ্যে:-

How far is your target on the Steemit platform?

আমি লক্ষ্য রাখি ধীরগতিতে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য। জানিনা কতটুকু সম্ভব তবে আমি আমার সাধ্যমত চেষ্টা করব বহুদূর পথ হেঁটে যাওয়ার লক্ষণ নিয়ে।

লক্ষ ব্যতীত কখনোই পথ হাটা সম্ভব হয় না। কেননা লক্ষ্যবিহীন পথ চলায় কখনোই বহুদূর যাওয়ার সম্ভাবনা। আমি যতই ডলফিন অর্জন করা পোস্ট দেখি ততই জানো নিজেকে ইন্সপায়ার করি সেই সমস্ত ব্যক্তিদের থেকে। এছাড়াও যারা সঠিক পথ এবং পরিশ্রম ও সততার পথে চলে তাদের থেকে ইন্সপায়ার হই।

কেননা যতই ইন্সপায়ার হব ততই কাজের প্রতি আরো ভালোবাসার সাথে সামনে অগ্রসর হওয়া যাবে।
কাজকে ভালোবেসে যেতে পারলে অবশ্যই টিকে থাকার সম্ভভ। সুতরাং কাজের প্রতি ভালোবাসা এবং সততা নিয়ে অগ্রসর হতে চাই।

Do you think it will be easy or difficult to meet your target on steemit platform?

আসলে সহজ বা কঠিন এই শব্দ দুটি সম্পূর্ণ ব্যক্তির উপর ডিপেন্ড করে সে কিভাবে নিচ্ছে।

মানুষের মাইন্ড সেট আপ সবচাইতে বড় কঠিন এবং সহজ।
মাইন্ড সেটআপ এর মাধ্যমেই মানুষ কঠিন বিষয়টিকে সহজ করে উপস্থাপন করে এবং সহজভাবে পরিচালনা করে।

আবার কোন কোন বিষয় সহজ সেই বিষয়টিকে মানুষ তার মাইন্ড সেটআপের মাধ্যমে কঠিন বানিয়ে ফেলে। সুতরাং

আমি মনে করি এই প্ল্যাটফর্মে সামনে অগ্রসর হওয়ার জন্য শুধুমাত্র মাইন্ড পজিটিভ রাখলেই এবং সঠিক পথ এবং নিজের এক্টিভিটি বৃদ্ধি করে নিতে পারলেই অনেক দূর যাওয়ার সম্ভব।



What steps will you take to meet your target?

প্রথমেই যদি বলতে হয় পদক্ষেপ এর বিষয়টা হলো আমি বলব সর্বপ্রথম একটিভ হওয়া।

এরপর যদি বলতে হয় তাহলে আমি তুলে ধরব

কোয়ালিটি বৃদ্ধি করা।

যে ভালো কিছু মানুষের মাঝে তুলে ধরতে পারবেন জ্ঞানমূলক হোক কিংবা হাস্য রসিকতার সাথে মানুষকে আনন্দ দিতে পারলে কিংবা বিভিন্ন টেকনোলজি সম্পর্কে বিভিন্ন নলেজ মানুষের মাঝে শেয়ার করবে আমি মনে করি এগুলো সবচাইতে ভালো পদক্ষেপ।



Does the club or power up project make any contribution to meeting your target?

অবশ্যই ক্লাব এর সাহায্যে লক্ষ্য পূরণ করা সবচাইতে সহজ হবে। কেননা ক্লাব মেইনটেইন করতে হবে এমন একটি টেন্ডেন্সির মাথায় থাকবে।

একই সাথে এই ক্লাব মনে করিয়ে দেবে আমাকে লক্ষ্যে পৌঁছাতে হবে।

সুতরাং আমি মনে করি ক্লাব এর মধ্যে অনেক বড় ভূমিকা পালন করবে। কেননা এই ক্লাব শক্তির সঞ্চয়ের অন্যতম একটি মাধ্যম। শক্তির সঞ্চয় যত হবে ততই লক্ষ পূরণের ধাপ এগিয়ে যাবে।

চমৎকার একটি প্রতিযোগিতায় আমি আমার বন্ধুদের কেউ আমন্ত্রণ জানাতে চাই এবং তাদের লক্ষ্য সম্পর্কেও জানতে আগ্রহী @memamun @rubina203 @mukitsalafi

25% to beneficiary @null account for price increase.


jakaria121.png

Htq.gif

20230729_080759_0000.png

Sort:  
 last year 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Loading...

আমাদের লক্ষ্য সব সময় বড় হওয়া দরকার আর সেই লক্ষ্যে ধীরে ধীরে এগিয়ে গেলে একদিন ঠিকই সেই লক্ষ্যে পৌঁছানো যায়।। আর হ্যাঁ মানুষের মাইন্ড সেট আপ এর উপর নির্ভর করে তার কাজের গতি।। যদি কঠিন জিনিস সহজ ভাবে নেয় তাহলে সেটা সহজ,, আর সহজ জিনিস যদি কঠিন ভাবে নেয় তাহলে সেটা কঠিন।। খুবই ভালো লেগেছে আপনার পোস্টটি পড়ে অনেক কিছু শিখতে পারলাম।।

 last year 

@jakaria121 You are doing real good here, in order for us to acheive our goals, we need to set them straight. You have listed the things you hope to acheive in steemit and i believe you will get there. Our content creators will always say, consistency is the key, truly consistency is the key here. I hope you expectations come to manifestation. Good luck fellow

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111041.98
ETH 4311.86
SBD 0.84