Wedding - beautiful part of life by @ismotara

in Steem For Bangladesh2 years ago

আসসালামু আলাইকুম আমার স্টিমিট বন্ধুরা। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন।
বন্ধুরা শীতকাল আসলেই যেন আমাদের দেশে বিয়ের একটা মৌশুম চলে আসে। বিয়ের সিজন ই বলা চলে শীতকাল কে।

Untitled design (8).png
made by canva

আমাদের দেশে এলাকা এবং ধর্মভেদে বিয়ের নিয়ম কানুন ও আলাদা। তবে আগেকার যুগ থেকে আধুনিক যুগে বিয়ের রীতিনিতীর অনেক পরিবর্তন এসেছে।
আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন নানাবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান এ গিয়েছিলাম।সেখানে পানিতে রং মিশিয়ে রীতিমত সবাইকে হনুমান বানানো হয়েছিল। আর কাদামাটি মাখানো হইছিল সবাইকে ঠিক যেন একেকজন মামদো ভুত। তবে এখনকার যুগেও আবির মাখানো, মেহেদী জন্য আলাদা আয়োজন, সংগীত, আদাগুঁড়,গায়েহলুদ, বিয়ে, বৌভাত আরো কত কি আয়োজন করা হয় বিয়েতে।
এই সিজনে আমার ও দুইজন কাছের মানুষ তাদের নতুন জীবন শুরু করেছে।একজন আমার খালাতো বোন আর আরেকজন ভাগিনি। অনেকটা ছোট পরিসরেই আয়োজন করেছি আমরা।

Untitled design (9).png
made by canva

গায়ে হলুদ , এই আচার অনুষ্ঠান সব বিয়েতেই পালন হয়।তা না হলে বিয়েটাই যেন অসম্পূর্ণ থেকে যায়।আর আমাদের এদিকে গায়ে হলুদে বৌ এর জন্য বিশাল এক খানাদানার আয়োজন করা হয়।কিন্তু লাভ হয় কিন্তু আমাদের ই।মানে যার বিয়ে সে তো আর তেমন খেতে পারে না। মাঝখান থেকে বাকীরা নিজের পেট ভরে কারন যারা বিবাহিত তারাও তো তাদের বিয়ের সময় এই খাওয়া থেকে বঞ্চিত হয়েছিল।এজন্যই মনে হয় বলা হয় যার বিয়া তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই। যাইহোক গায়ে হলুদ পরবর্তী দিন ছিল বিয়ে।

WhatsApp Image 2023-03-12 at 16.26.30.jpg
made by canva

বিয়ের দিন তো বৌ এর ছোট ভাই বোন দেরই অনেক বেশি আনন্দ থাকে। তারকারন নতুন বরের কাছ থেকে তাদের কিছু পাওনা আদায় করতে হয়।যা মোটামুটি বেশ কস্টসাধ্য বেপার।
গেট এ বরকে আটকে রাখা তারপর বরের জুতো লুকিয়ে রাখা আরো কত কি।
বিয়ে মানেই খাওয়া দাওয়া। বিয়ের দিন বর কনে দুইজনের জন্য স্পেশাল খাবার এর আয়োজন থাকে।কিন্তু ওই একই বর এর থেকে ও বরের বন্ধু রাই যা খায় আরকি।জামাই তো মুখে রুমাল নিয়ে ই বসে থাকে।আসলে এখনকার জামাই গুলো স্মার্ট তো তাই সবাই মুখে রুমাল দেয় না।

WhatsApp Image 2023-03-12 at 16.26.29.jpg

বৌ নিয়ে যাওয়ার পালা।এই বিদায় বেলায় ও এখন অনেক পরিবর্তন। আগের যুগে বৌ এমন কান্না করত একদম যাকে বলে মরাকান্না। তবে এখন বৌ কান্না করে না।মেকআপ নস্ট হয়ে যাবে তাই।
বিয়ে পরবর্তী দিন বরের বাড়িতে বৌভাত এর আয়োজন ছিল। সেখানেও অনেক ভালো লাগল।নতুন একটি পরিবারের সাথে পরিচয় হলো।

WhatsApp Image 2023-03-12 at 16.26.29.jpg

তবে আসলে বিয়ে একটি ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান। পরিবারের সবাই একত্রে অনেক আনন্দ করার একটি সুযোগ পায়।

IMG20220618180144.jpg

সব বাবা মা ই ছেলেমেয়েদের বিয়ে নিয়ে চিন্তিত থাকেন।আর এক নতুন পরিবেশ নতুন কিছু মানুষের সাথে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আরেক নাম বিয়ে। একটা মেয়ে ছোটথেকে বড় হয়ে অন্য একটা পরিবারে চলে যায়। সেখানে মানিয়ে নেয়া খুব একটা সহজ ও হয় না সবার জন্য।

পরিশেষে নবদম্পতিদের জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। তাদের সামনের দিনগুলো যেন অনেক ভালো কাটে।

Untitled design (7).png
made by canva

আমার পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।সবার সুস্বাস্থ্য কামনা করি।
আল্লাহ হাফেজ।

@ismotara
from #Bangladesh

WhatsApp Image 2023-03-12 at 16.26.28.jpg

Sort:  
 2 years ago 

আপনার পোস্ট পড়ে আমার নিজের বিয়ের কথা মনে পরে গেল । আমি আপু মরাকান্নাই করেছিলাম। বিয়ের পর থেকে অবশ্য আমার উনিই কান্না করে🤣🤣🤣🤣

 2 years ago 

দারুন বলছেন কিন্তু। আহারে ! দুলাভাই এর জন্য কষ্ট হচ্ছে।

 2 years ago 
Thank you very much for sharing a beautiful post, definitely stay active and comment, all the best for your post.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Support community 10 %
Voting CSI5.3 ( 0.00 % self, 75 upvotes, 33 accounts, last 7d )
Period2023-03-13
Transfer to VestingPowerUp : 31.462 STEEM
Cash Out
0
ResultClub5050

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 58786.64
ETH 2309.42
USDT 1.00
SBD 2.49