SEC-S10W5: My story of losing a precious thing

in Steem For Bangladeshlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় স্টিম ফর বাংলাদেশ এর বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
স্টিমিট এনগেজমেন্ট চ্যালেন্জ সিজন ১০ এর ৫ম সপ্তাহে সবাইকে স্বাগতম।

Add a heading (3).png
made by canva

সূচনা

আসলে বন্ধুরা আমাদের সবারই অনেক প্রিয় জিনিস থাকে। যা আমরা সবসময়ই আমাদের কাছে রাখতে চাই। কিন্তু অনেক সময় আমাদের একটু সচেতনতার অভাবে সেট আমরা হারিয়ে ফেলি। তখন আমরা অনেক দুঃখ পাই। অনেক সময় হারানো জিনিসটার মতই আরেকটা জিনিস আমরা কিনে আনি বা নিজেই তৈরী করি। কিন্তু সেই হারানো জিনিসটার মত আর লাগে না।

আপনি কি কখনও এমন কিছু হারিয়েছেন যা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল? (যদি আপনার কাছে আইটেমটির একটি ছবি থাকে তবে দয়া করে আমাদের সাথে শেয়ার করুন)

বন্ধুরা আমিও আমার জীবনে আমার অনেক প্রিয় একটা জিনিস হারিয়েছি। তা হলো আমার প্রথম স্মার্টফোন। যদিও একটা ফোন খুবই সামান্য বিষয় এখনকার সময়। কিন্তু তারপরও ওই ফোন টা আমার কাছে অনেক স্পেশাল। আমার নিজের উপার্জিত টাকা দিয়ে ২০১৩ সালে প্রথম স্মার্টফোন কিনি। জীবনের প্রথম কোন কিছুর মূল্য ই অন্য রকম।

আসলে স্মার্টফোন যখন থেকে আবিষ্কার হয়েছে তখন থেকেই এই ধরনের ফোনের প্রতি সবারই অনেক আগ্রহ। ফোন মানুষের খুবই উপকারী একটি যন্ত্র। যোগাযোগ এর অন্যতম মাধ্যম। যেখানে ফোনে কথা বলা, মেসেজ করা যায়। সেখানে স্মার্টফোন এর মাধ্যমে ভিডিও কল এ দুরের মানুষকে একদম চোখের সামনে দেখা যায়। আরো অনেক অফিসিয়াল কাজ করা যায়। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এর ব্যাবহার তো আছেই। ছবি, ভিডিও আরো কত কি। তখন থেকেই অনেক ইচ্ছে ছিল একটা স্মার্টফোন নিব। কিন্তু সত্যি বলতে তখন এত সহজে চাইলেও কেনার মত সামর্থ ছিল না। কিন্তু সিদ্ধান্ত নিলাম কিছু দিন পর হলেও কিনব।

তো যাইহোক ২০১৩ সালে আমি আমার প্রথম স্মার্টফোন কিনি। বুঝতেই পারছেন বন্ধুরা এই ফোনটার প্রতি আমার কত ভালোবাসা।

Add a heading (4).png
made by canva

কিন্তু বন্ধুরা ২০১৪ সালে আমি আমার প্রিয় ফোন টা হারিয়ে ফেলি। আসলে হারিয়ে ফেলি বললে ভুল হবে। আমার ফোনটা ছিনতাই হয়ে যায়।

ঢাকা গেছিলাম ভাবীর বাসায় বেড়াতে। ঢাকাতেই আমার ব্যাগ টা ছিনতাই হয়ে যায়। ব্যাগে আমার ফোন, টাকা এবং কিছু প্রয়োজনীয় জিনিস ছিল। কিন্তু সত্যি বলতে আমার শুধু ফোনটার জন্য ই কস্ট হচ্ছিল।
তো যাইহোক এভাবেই আমার প্রিয় ফোনটা আমি হারিয়ে ফেলি।

আইটেম হারানোর পরে আপনি কি আবেগ অনুভব করেছেন?

প্রিয় একটা জিনিস হারানোর যে কি যন্ত্রণা তা আমরা সবাই জানি। সত্যি বলতে আমি সেদিন এতটাই কস্ট পাইছিলাম যে বাচ্চার মতো কান্না করেছি। এখন অবশ্য মনে হলে হাসি পায়। একটা ফোনের জন্য কেউ কান্না করে? কিন্তু সত্যি আমি কান্না করেছিলাম। একেবারে হাউমাউ করে কান্না।
কারন ওই ফোন টা আমার অনেক সখের ছিল। অনেক অপেক্ষার পর আমি সেটা কিনেছিলাম।
অনেক প্রিয় ছিল আমার ফোনটা।

Add a heading (5).png
made by canva

আপনি এটি খুঁজে পেতে কিছু করেছেন? ফলাফল কি ছিল?

আমি জানতাম যে আমি আমার প্রিয় জিনিসটা খুঁজে পাব না। কিন্তু তারপরও আমি থানায় জিডি করেছিলাম। কিন্তু কোন লাভ হয় নি। চোখের সামনে দিয়ে আমার ব্যাগটা নিয়ে গেলো, কিছু ই করতে পারি নি।

ভবিষ্যতে এই জাতীয় মূল্যবান জিনিসগুলি হারানো এড়াতে আপনি কী পদক্ষেপগুলি অনুসরণ করবেন?

আসলে কখন যে কোন দুর্ঘটনা ঘটে যায় তা আমরা কেউ ই বলতে পারি না। রাস্তায় চলাচলের সময় অবশ্যই অনেক সতর্ক থাকতে হয়। আমিও সতর্ক ছিলাম কিন্তু কিভাবে যে কি হয়ে গেলো, আমি বুঝতেই পারলাম না।
তবে সেদিনের সেই ঘটনার পর থেকে আমি আরো বেশি সতর্ক থাকার চেষ্টা করি। রাস্তায় সবসময় নিজের ব্যাগ বা কোন দরকারী জিনিস সাবধানে রাখার চেষ্টা করি। আবার যেন এমন ঘটনা আমার সাথে না ঘটে।
আর প্রিও জিনিস টার আরও বেশি যত্ন করতে হবে।

উপসংহার

পরিশেষে বলতে চাই, আমাদের জীবনের প্রথম কোন জিনিসের প্রতি আমাদের যে আবেগ ভালোবাসা থাকে তা পরবর্তী তে অন্য কোন কিছু দিয়ে পুরন করা সম্ভব হয় না।

আমি আমার ফোন টা হারানোর ছয় মাস পর আবার আরেকটা ফোন কিনি। এরপর আরো অনেক বার ফোন বদলেছি। কিন্তু আমার সেই প্রথম ফোনটার মত এত প্রিয় মনে হয় না। আর এখন তো ছোট বাচ্চার হাতেও স্মার্টফোন দেখতে পাই। কিন্তু আমার নিজের টাকা দিয়ে প্রথম কেনা ফোন টা আমার এতটাই প্রিয় যে এখনো সেই ফোন টার কথা মনে হলে আমার অনেক কস্ট লাগে।

যাইহোক এমনটা হওয়া তো স্বাভাবিক। জীবনে কিছু পাওয়া কিছু হারানো, এটা তো থাকবেই। আমার পোস্ট টি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। আর এই প্রতিযোগীতায় সকলের সফলতা কামনা করছি।

আমি আমার প্রিয় @hasina78, @mahadisalim, & @jollymonoara বন্ধু দের এই সুন্দর প্রতিযোগীতায় অংশ নিতে আমন্ত্রণ জানাই।

প্রতিযোগীতার লিংক

@ismotara
@Bangladesh থেকে

ধন্যবাদ
Sort:  
 last year 

আপু, আপনার নিজের টাকায় ক্রয় করা মোবাইলটি হারিয়ে ফেলেছেন সেটা সত্যিই কষ্ট কর। ঢাকায় এমন ঘটনা প্রচুর ঘটে। ঢাকায় ব্যাগ এবং মোবাইল সবসময় সতর্ক অবস্থায় রাখতে হয়। আমার একটি লেপটপ, তিনটি মোবাইল এপর্যন্ত এভাবে হারিয়েছি। শুভকামনা রইলো আপনার লেখার জন্য।

 last year 

হ্যা ভাই, ঢাকা শহরে চলাচল করতে অনেক সতর্ক হতে হয়। খুব ভয় লাগে।
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 last year 

আমার ১ম স্মার্ট ফোন টি আমার কাজের ছেলেটি দুষ্টামি করে পানিতে ফেলে দিয়েছিলো। আমি এটা দেখার পর বেশ কিছুক্ষন কোন কথা বলতে পারিনি। খুব কষ্ট লেগেছিল। আমি এখনো সেই মোবাইল টিকে মিস করি। আপনার দুঃখ টা আমি বুঝতে পারছি।

@hasina78

 last year 

হ্যা আপু, সত্যি ই অনেক কস্ট কর।
ধন্যবাদ আপু।

Loading...

Tal como usted dice, en esos tiempos un teléfono inteligente es un artículo de primera necesidad por todas las comodidades que nos ofrece, ya sea para comunicarnos o para cualquier otra actividad de la cotidianidad. Por esta razón, muchas veces nos sentimos identificados con nuestro móvil y más si es un dispositivo que hemos obtenido con el producto de nuestro trabajo. Sin embargo, lo que perdemos no se debe, por lo general, a nuestra culpa y, aunque duela mucho, debemos intentar pasar la página. Éxitos, amigo.

 last year 

Thanks, my friend. And best wishes to you too.

Hello dear friend, greetings to you. Hope you are enjoying the best moments of your life.

You lost your mobile back in 2013. It was precious for you because you bought it with your first income. I can feel your pain dear, because I haylost too many mobiles in life. One was too much special for me. I was as sad as you.

Your blog is awesome. Best wishes for the contest.

Steem/SBD doller sell korle inbox. 01700817832 ডলার বিক্রি করলে যোগাযোগ করেন ধন্যবাদ.💖
Whatapp 01700817832

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60238.27
ETH 3215.90
USDT 1.00
SBD 2.46