টক , ঝাল , মিষ্টি স্বাদের আমসত্ত্ব

in Steem For Bangladeshlast year (edited)

শুভ সন্ধ্যা আমার স্টিমিট বন্ধুরা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট টি শুরু করছি।

আমি @ismotara

@Bangladesh থেকে


প্রিয় বন্ধুরা এখন জৈষ্ঠ্যমাস চলতেছে।জৈষ্ঠ্য মাসকে বলা হয় মধু মাস।এই সময় বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, আম,জাম,লিচু সহ দেশীয় ফলের প্রচুর সমারোহ থাকে।খেতে মজাদার আর পুষ্টি গুণে ভরপুর এই সকল ফল।

আমার মনে পড়ে ছোটবেলায় জাম খেয়ে মুখ রঙিন করার সেই দিনগুলো। আবার যখন ঝড় শুরু হত তখন দৌড়ে গিয়ে আম কুড়ানোর সেই স্মৃতি এখনো মনে দাগ কাটে।আর সেই আম দিয়ে আম ভর্তা করে খেতাম।মনে হলে এখনো জ্বিবে জল চলে আসে।লিচু গাছ থেকে তাজা তাজা লিচু খাওয়ার তো মজাই আলাদা।এত মিস্টি লাগত না লিচু তাও কত যে মজা করে খেতাম।কোথায় হারিয়ে গেলো সেই দিনগুলো।

এই মধুমাসে প্রচুর আম পাওয়া যায়। তাই ভাবলাম আপনাদের সাথে একটা আমের আচারের রেসিপি শেয়ার করি।আম দিয়ে বিভিন্ন ধরনের আচার বানানো যায়।কিন্তু আমার ছেলের পছন্দ আমসত্ত্ব। টক,মিস্টি আর একটু ঝালের সংমিশ্রণ এ বানানো আমসত্ত্ব।

আমার দাদাীকে দেখতাম পুরানো কুলা,ডালা তে আমসত্ত্ব বানাতেন।আর যখন শুকাতে দিতেন রোদে আমরা চাচাতো,ফুপাতো ভাই বোনেরা মিলে চুরি করে শুকানোর আগেই সাবার করে দিতাম।

খুবই সহজ এবং অল্প সময়ে তৈরী করা যায়। আমি আবার একটু কাঁচা পাকা আম দিয়েই তৈরী করি সবসময়ই।এতে প্রাকৃতিক একটা মিস্টি স্বাদ হয় আর চিনির পরিমান ও কম লাগে।আজকে আপনাদের সাথে এই জ্বিবে জল আনা রেসিপি শেয়ার করব।

WhatsApp Image 2023-05-30 at 19.07.14.jpg


তাহলে শুরু করা যাক

উপকরণ

আম২ কেজি
চিনি২ কাপ
লবন১ চা চামচ
মরিচ গুঁড়ো১ চা চামচ

প্রস্তুত প্রনালী

প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব।তার আমের খোসা ছাড়িয়ে নিব।এবার গ্রেটার এর সাহায্যে ভালো করে গ্রেট করে নিব এতে পেস্ট করতে সুবিধা হবে।


WhatsApp Image 2023-05-30 at 19.07.21.jpg

WhatsApp Image 2023-05-30 at 19.07.21.jpg

WhatsApp Image 2023-05-30 at 19.07.20.jpg


তারপর ব্লেন্ডার এর সাহায্যে একদম মিহি পেস্ট করে নিব।তাহলে আর অপচয় হবে না।আর ছেঁকেও নিতে হবে না।

WhatsApp Image 2023-05-30 at 19.07.20.jpg

WhatsApp Image 2023-05-30 at 19.07.20.jpg


এবার এই আমের পেস্ট একটি পাত্রে নিয়ে তাতে চিনি, লবন ও মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব।
তারপর চুলায় রান্না করতে হবে কিছুক্ষণ। এই সময় অনবরত নাড়াচাড়া করতে হবে। না হলে নিচে পুড়ে যাবে। একটু সাবধানে থাকতে হবে, কারন আমের এই মিশ্রন ফুটতে শুরু করলে গায়ে ছিটকে আসে।

WhatsApp Image 2023-05-30 at 19.07.19.jpg

WhatsApp Image 2023-05-30 at 19.07.19.jpg

WhatsApp Image 2023-05-30 at 19.07.19.jpg

WhatsApp Image 2023-05-30 at 19.07.18.jpg

WhatsApp Image 2023-05-30 at 19.07.18.jpg

WhatsApp Image 2023-05-30 at 19.07.18.jpg


চিনি গলে গিয়ে যখন আমের মিশ্রন আঠালো হয়ে আসবে তখন চুলা বন্ধ করে দিব।

এবার যে কোন ছড়ানো পাত্রে তেল মাখিয়ে নিতে হবে। যাতে আমের মিশ্রন শুকিয়ে যখন আমসত্ত্ব তৈরী হবে তখন যেন সহজেই উঠে আসে পাত্র থেকে।এবার পাত্রে আমের মিশ্রন টি ঢেলে দিব এবং একটু পাতলা করে ছড়িয়ে দিব।


WhatsApp Image 2023-05-30 at 19.07.17.jpg

WhatsApp Image 2023-05-30 at 19.07.17.jpg


এবার রোদে শুকানোর পালা। এত রোদ আজকাল ২/৩ দিনের মধ্যেই শুকিয়ে যাবে।

WhatsApp Image 2023-05-30 at 19.07.16.jpg

কোন পাখি যাতে না খেতে পাড়ে এইজন্য ঢেকে দিব।

WhatsApp Image 2023-05-30 at 19.07.16.jpg


ফিরে আসলাম ২ দিন পর। অনেক সুন্দর করে শুকিয়ে গেছে। মা শা আল্লাহ কালারটাও খুব সুন্দর হইছে।
এবার ছুরির সাহায্যে কেটে নিব।আর তুলে নিব।

WhatsApp Image 2023-05-30 at 19.07.16.jpg

WhatsApp Image 2023-05-30 at 19.07.15.jpg


এইত বন্ধুরা তৈরী হয়ে গেলো অনেক মজাদার আমসত্ত্ব।

পরিবেশনা

WhatsApp Image 2023-05-30 at 19.07.14.jpg

অনেক ভাবেই এই আমসত্ত্ব তৈরী করা যায়। অনেকে আরো মশলা দিয়ে তৈরী করে।কিন্তু আমি খুব সাধারণ ভাবে ই তৈরী করি।

আমরা বাংলাদেশের মানুষ টক খেতে অনেক পছন্দ করি। মেয়েরা একটু বেশিই টক পছন্দ করে কিন্তু অনেক ছেলেরাও আবার ভালোই টক খেতে পারে।

আমার এই ছোট্ট পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমার কস্ট সফল হবে। আমার পোস্ট টি পড়ার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা।আজকের মত বিদায়।

আল্লাহ হাফেজ।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaDzNFAXeGLpTXC62okZn41boMXn9rMF1L7nefHZB2F7pddFXz6e7aUc4ynmefYL56NkYXQSRXxLhL3HR6Lmruvcnf5N4kXRLHbtQton1FTwKQ1H4k1vpN1e1TgiNMok3RS5XPizvr6yNx8iMCYLRSBuPXdFR.png

Sort:  
 last year 

আপু আমসত্ব দেখেই খেতে ইচ্ছে করছে। এতো ব্যস্ততার মাঝেও কি সুন্দর আমসত্ব বানিয়েছেন। রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপু।

@hasina78

 last year 

ধন্যবাদ আপু। এই আমের সিজন আসলেই আমার ছেলে বায়না ধরে।তাই করতে হয়।

 last year 

আসসালামু আলাইকুম আপি। আমার আমসত্ত্ব খুব পছন্দের। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। 🥰🥰🫶

 last year 

চলে আসেন আপু।একসাথে মজা করে খাব।

 last year 

ধন্যবাদ আপি। যেকোনো সময় চলে আসবো আপি। ইন-শা-আল্লাহ!

 last year 

ইন শা আল্লাহ।

¡Congratulations! This post has been upvoted through -steemcurator07. We support quality posts, and good comments anywhere, with any tags.
PicsArt_05-29-09.43.25.jpg
Curated by :<@solaymann>
 last year 

Thanks a lot.

Loading...
 last year 

আপনার এই রেসিপি পোস্ট টা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমসত্ত্ব আমারও খুব পছন্দ। আমার রুমে সবসময়ই আমসত্ত্ব মজুত রাখি খাওয়ার জন্য। 😋 তো আপনিও খুব সুন্দর ভাবে ধাপে ধাপে দেখিয়ে দিয়েছেন কিভাবে এটা তৈরি করতে হয়, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর মন্তব্য করার জন্য। আমসত্ত্ব সবারই অনেক পছন্দ।
আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64373.04
ETH 2775.53
USDT 1.00
SBD 2.66