Project: Green🌱 & Clean🚮 || Season-01.

in Steem For Bangladesh7 months ago

বাংলাদেশ স্টিমিট কমিউনিটির সকল সদস্যকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা। @enamul17 দাদাভাই আপনার আমন্ত্রণ ও উদ্যোগে আমি সত্যিই খুব অনুপ্রাণিত।

আমাদের বাড়ির অনেক গুলি গাছ গত আমফান ঝড়ে নষ্ট ও ভেঙ্গে যায়। একটা বড় স্বর্ণচাঁপা গাছ হেলে ছাঁদের উপর পরে। শুধু কলকাতায় আমফান ঝড়ে প্রায় ১০০০০ বড় গাছ নষ্ট হয়ে যায়। গরম কালে আমফানের জন্য আমাদের এলাকায় সাতদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

এই সমস্ত ঝড়ের কারন কিন্তু নগরোন্নয়ন ও কিছুটা অসংযত জীবন যাত্রার ফল। আমরা একটা গোলোকধাঁধা আবর্তে ঘুরছি। আমরা গরমে যত অসহিষ্ণু হয়ে বাতানুকূল পরিবেশে থাকছি আমরা কিন্তু ততোই পরিবেশের ভারসাম্য নষ্ট করে বায়ুমন্ডলের তাপমাত্রা বাড়িয়ে তুলছি। আমরা নিজের পায়ে কুড়াল মারছি।

এর ফল স্বরূপ গাছের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ব্যঘাত ঘটছে ও বায়ুতে অক্সিজেনের অভাব ঘটছে। আর সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ায় নিম্নচাপের সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড়ের প্রাকৃতিক বিপর্যয় ঘটছে।

এছাড়াও বৈশ্বিক উষ্ণতার জন্য বজ্রঝড় সৃষ্টি হচ্ছে। এরা আবার একে অন্যের সমানুপাতিক অগ্রগতি ঘটায়।

আমি খবর পেয়েছি বাংলাদেশ এ ব্যপারে খুব সতর্ক ও দ্বায়িত্বশীল। সরকারী বন বিভাগের উদ্যোগে অসংখ্য তাল গাছ লাগানো হয়েছে।

এছাড়া আমাদের অনেক সুপারি গাছ সাধারণ ঝড়েও নষ্ট হয়ে যায়। এখনও যে একটা দুটো গাছ আছে তার ফল মাটিতে পরে যে চাড়া গাছ হয় তা অনেকে নিয়ে যায় তাদের বাড়িতে লাগাতে।

আমাদের বাড়িতে একটা নারকেল গাছ আছে। সেই গাছকে কিন্তু আমফান একটুও টলাতে পারেনি। এই গাছে বছরে ৩৩০-৩৬০ টা ডাব হয়ে থাকে। অনেক সময় গাছ থেকে ফল পারার লোক পাওয়া যায়না ও নারকেল নিচে পরে ফেটে নষ্ট হয়ে যায়। আমাদের যদি আরো গাছ থাকতো তবে নিয়মিত ভাবে লোক দিয়ে গাছ ছাড়িয়ে ফল পেড়ে নিতেও খরচা কম হত (প্রতি ডাব পিছু)।

এই সমস্ত গাছের পরিপূরক হিসেবে আমরা দুটো নারকেল গাছ লাগিয়েছি। এগুলো অবশ্য বড় গাছের পরে যাওয়া নারকেলে চাড়া নিজে থেকে হয়েছিল।

IMG_20240109_071836008.jpg
IMG_20240109_071717397.jpg
IMG_20240109_071803250.jpg

আমি এই গাছ সংরক্ষণ করার অঙ্গীকার নিয়ে খুব আনন্দিত ও উত্তেজিত।

I like to invite three fellow Steemians @artist1111 @malikusman1 and @suboohi to participate in the project.

আমার এই প্রতিবেদনটি পড়ার জন্য সকলকে ধন্যবাদ।

@impersonal

০৯.০১.২০২৪

Sort:  
Loading...
 7 months ago 

অসাধারণ লিখেছেন দাদা।।

Thank you for visiting my post and appreciation.

 7 months ago 

Welcome brother

 7 months ago 

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

Saludos impersonal, 🌿✨ En tu relato, encuentro la poesía de la naturaleza que danza en la brisa y susurra entre las hojas. 🍃 Las imágenes de árboles desafiando la tormenta son un ballet encantador, mientras la tierra acaricia el alma con sus secretos. 🌳💫 Cada palabra es un verso, cada imagen, un cuadro impresionista. 📸✒️ Gracias por compartir esta sinfonía de la vida. 🎶🌺

Thank you for visiting my post so carefully and your comments are really ornamental.

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.029
BTC 65753.03
ETH 3281.80
USDT 1.00
SBD 2.68