Contest Steem For Bangladesh 📢📢 : "Out of Sight,Out of mind"

in Steem For Bangladesh2 years ago

"তুমি চোখের আড়াল হও

কাছে কিবা দূরে রও.....
মনে রেখো আমিও ছিলাম…"


@mostofajaman ভাইয়ের এই গানটি খুব পছন্দের, উনি আমাদের একটা অনলাইন মিটিং এ এই গানটি গেয়েও শুনিয়েছিলেন। আমার ধারণা এই গানটি থেকেই উনি এ সপ্তাহের কনটেস্টের থিমটি নিয়েছেন।

বর্তমান নাগরিক জীবনে এই প্রবাদটি একেবারে পারফেক্ট ম্যাচ । চোখের আড়াল মানে মনের আড়াল। আসলে কি তাই? চোখের আড়াল হলেই কি মনের আড়াল হয়ে যায়? চোখের আড়াল মানে মনের আড়াল, এটা দুভাবেই সত্যি(নেগেটিভ ও পজেটিভ) । চোখের আড়াল হলে মনের আড়াল হয়ে যায় আবার এমনও হয় বছর পর বছর দেখা হয় না, কিন্তু মনের মাঝে রয়ে যায়। আমি এই বাক্যটির দুটি দিকই তুলে ধরবো।

Contest Steem For Bangladesh.png
image made by canva

আমিঃ @hasina78
দেশঃ @bangladesh

Q1.png
image made by canva

এই প্রবাদটি চোখের আড়াল হলে মনের আড়াল হয়, এর দ্বারা বোঝানো হচ্ছে যে মানুষ যখন আমাদের চোখের আড়ালে চলে যায় আমরা তখন তাদের ভুলে যাই । তাদের কথা আমাদের আর মনে হয় না। এ কারণে আমাদের মাঝে অনেকেই বলে থাকে , এই যে আমি দূরে চলে যাচ্ছি তুমি তো আমাকে ভুলেই যাবে।

Q2.png
image made by canva

কিছু কিছু মানুষ আমাদের জীবনের সাথে এতটাই মিশে থাকে যে, তাদের আমাদের চোখের সামনে থাকা , না থাকা কোন ব্যাপারই না। বছরের পর বছর তাদের সাথে আমাদের দেখা না হলেও তারা সব সময় আমাদের মনের মাঝে রয়ে যায়। সুখ দুঃখ, আনন্দ বেদনার প্রতিটি ঘটনায় তারা সশরীরে উপস্থিত না থেকেও যেন তারা সবকিছুতে উপস্থিত থাকে। আমাদের মা-বাবা, ভাই-বোন, আমাদের কাছের বন্ধু আবার অনেক সময় আমাদের প্রতিবেশী তাদের সাথে আমাদের সম্পর্কটা এমনই হয়ে যায় দূরত্বটা এক্ষেত্রে কোন ব্যাপারই হয় না।

আবার কিছু কিছু মানুষ এমন থাকে যারা আমাদের চোখের সামনে, আমাদের আশেপাশেই থাকে কিন্তু তাদের উপস্থিতিটা আমাদের কাছে বিষময় হয়ে ওঠে । আমরা তাদের থেকে দূরে থাকতে পারলে বা তাদের ভুলে থাকতে পারলেই শান্তিতে থাকতে পারি।

আসলে আমরা মানুষরা অনেক জটিল যারা আমাদের চোখের সামনে থাকে না অনেক সময় তাদের কেই আমরা সবসময় মনে করি। আবার এমনও হয় আমার চোখের সামনে মানুষটিকে আমি ভুলে যেতে চাই প্রাণ পণে।

Q3.png
image made by canva

আমার বড় ছেলেটি ক্যাডেট কলেজে পড়ে। কিন্তু এমন কোন দিন নেই যে তাকে আমার মনে না পরে। খেতে বসলে মনে হয় আমার ছেলেটা ঠিকমতো খেলো কি? রাতে যখন গরমের জন্য আমি এসি চালিয়ে ঘুমাই আমার তখন মনে হয় আমার ছেলেটার ওখানে তো অনেক গরম , ওখানে তো এসিও নেই আমার ছেলে ঠিকমতো ঘুমাতে পারছে কি? কোথাও বেড়াতে গেলে মনে হয় আমার ছেলেটাকে নিয়ে আসতে পারলাম না ওকে ছাড়া বেড়াচ্ছি।

c385c36b-017a-4a00-9899-cfdb999ab9a0.jpg
My two lovely sons

আবার কোন গেদারিং এ কেউ আম্মু বলে ডাকলে মনে হয় আমার ছেলেটাই আমাকে ডাকছে । ওকে যখন প্রথম ক্যাডেটের হোস্টেলে দিয়ে আসি তখন এই ফিলিংসটা বেশি হতো। কোথাও বেড়াতে গিয়েছি কেউ হয়তো আম্মু বলে ডাকছে আমার মনে হতো আমার ছেলেটা আমাকে ডাকছে । আমি ভুলে যেতাম আমার ছেলেটা আমার কাছে নেই আমি চারপাশে তাকে খুঁজতাম। আমার সন্তান সবসময় আমার মনের মাঝে আছে , সে আমার কাছে থাকুক বা দূরে থাকুক।

Q4.png
image made by canva

আমার বাবা আজ ১৫ বছর আমার থেকে লুকিয়ে আছেন। কেমন আছেন, কিভাবে আছেন কিছুই আমার পক্ষে জানা সম্ভব না। আমি এটাও জানি না আর কখনো আমার বাবার সাথে আমার দেখা হবে কিনা। ২০০৭ সালের ১৫ই ডিসেম্বর আমার বাবা আমাদের ছেড়ে আল্লাহর কাছে চলে গিয়েছেন। আমি আমার বাবাকে কখনো ভুলতে পারিনা, আমি ভুলতে চাইও না। প্রতিদিন নামাজ পড়ে আমি আমার বাবার জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন । পনেরোটা বছর আমার বাবা আমার চোখের আড়ালে। আমি যতদিন বেঁচে থাকব আমার চোখের আড়ালেই থাকবেন উনি কিন্তু আমার মনের আড়াল উনি কোনদিনই হবে না।

পরিশেষে বলতে চাই "চোখের আড়ালই মনে মনের আড়াল" এই কথাটি আসলে আমাদের ব্যবহারের উপর নির্ভর করে থাকে। আমরা আমাদের ভালো ব্যবহার দিয়ে মানুষের মনে এমন ভাবে জায়গা করে রাখতে পারি যাতে আমি তার চোখের সামনে থাকি বা না থাকি সেটা কোন ব্যাপারই হয় না। আমি যত দূরেই থাকি না কেন আমি সবসময় তার মনেই থাকব। আবার একইভাবে আমি আমার ব্যবহার দিয়ে কাউকে এতটাই আঘাত করতে পারি যে আমি তার চোখের সামনে থাকার পরও সে আমাকে ভুলে যাওয়ার আপ্রা্ন চেষ্টা করবে।

তাই পরিশেষে আরেকটি সুপরিচিত বাংলা প্রবাদ দিয়ে শেষ করতে চাই যে আমাদের "ব্যবহারে জয়, ব্যবহারেই ক্ষয়"

যাদের আমি না দেখেও মনে রেখেছি, কোন কন্টেস্ট এলেই যাদের কথা মনে হয় তারা হলেনঃ

@ismotara
@ripon0630
@enamul17
@memamun
@mahadisalim
@abdullahw2

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

খুব সুন্দর উপস্থাপনা।চোখের সামনেই থাকুক আর আড়ালেই থাকুক কাওকে মনে রাখা নির্ভর করে সম্পর্কের গভীরতার উপর।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 
Thank you very much for sharing a beautiful post, definitely stay active and comment, all the best for your post.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiary
Voting CSI10.1 ( 0.00 % self, 103 upvotes, 74 accounts, last 7d )
Period2023-06-01
Transfer to VestingPowerUp : 271.424 STEEM
Cash Out
0
Result Club100

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

 2 years ago 

Thank you for reviewing my post.

 2 years ago 

আসসালামু আলাইকুম, আপু আমার মনে হয় আপনি কথাটির সারমর্ম খুব ভালোভাবে উপস্থাপন করতে পেরেছেন। আপনার লেখা পড়ে আমি আরও ভালোভাবে কথাটি বুঝতে পেরেছি। শুভকামনা রইলো আপনার কনটেস্টের লেখার জন্য।

 2 years ago 

ওয়ালাইকুম আসসালাম ভাই। ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্য।

 2 years ago (edited)

hello dear @hasina78, thanks for sharing a nice post with us. I am agree with you that if it is hidden from the eyes, it is hidden from the mind but sometimes we do not see each other for years, but it remains in the mind. I hope and pray that may your son prosper in life and your father be in peach. Good luck for the contest.

 2 years ago 

Thank you vai. Your amazing comment makes me delighted. Plz, keep us in your prayers.

 2 years ago 

Aahaan! Such a nice publication from your side. You write well in your post about this contest. When some people disappeared from our eyes then it will become easy to forget them but it happens sometimes.
Thank you for your invitation 😁.
More success to you 🤗 and have a nice day.

 2 years ago 

Thank you brother for your nice comment.

 2 years ago 

You are always welcome sis 💖

 2 years ago 

@hasina78
আপু আপনি সুন্দর ভাবে বর্ণনা দিয়ে ছেন এই বিষয়টা। শুধু ছোখের আড়াল হলেই মনের আড়ালকেও চলেযাইনা। তার জন্য দরকার ভালোবাসা। তাই আপনার ছেলে দূরে থেকেও আপনার অনেক কাছে।কারণ আপনি ওকে খুব ভালোবসেন।

 2 years ago 

ধন্যবাদ আপু আমাকে সময় দেবার জন্য।

 2 years ago (edited)

পৃথিবীতে মায়ের ভালোবাসা সবচেয়ে অমূল্য জিনিস। কেবল সেই মা অনুভব করতে পারে যেই মা নিজের সন্তানকে রেখে দূরে থাকে। আমি আপনার পোস্টি পড়ে দেখিছি। সন্তানের প্রতি ভালোবাসা অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন !

 2 years ago 

ধন্যবাদ ভাই। সময় করে আমার পোস্ট টি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.041
BTC 98101.70
ETH 3605.20
SBD 1.62