Contest : "Favorite transport"
আগামীকাল সকালে আমার চট্টগ্রামে একটা জরুরী মিটিং আছে এদিকে আগামীকাল রাতে আমরা একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে। দুটোই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ । এখন আমি মিটিংয়ে অ্যাটেন্ড করব সকালে নাকি রাতে ফ্যামিলি প্রোগ্রামে এটেন্ড করব?
এই প্রশ্নটির উত্তর এখন আর খুব কঠিন কিছু নয়। আমি চাইলেই ঢাকা থেকে সকালে চট্টগ্রামে যে মিটিং অ্যাটেন্ড করে আবার রাতে ঢাকায় ফিরে আমার ফ্যামিলি প্রোগ্রামে এটেন্ড করতে পারি। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র ট্রান্সপোর্টেশন এর সুবিধার কারণে।
বর্তমান আধুনিক যুগের একটি অনবদ্য সুবিধা হচ্ছে ট্রান্সপোর্টেশন সুবিধা। এই ট্রান্সপোর্টেশন এর সুবিধার জন্যই সমস্ত পৃথিবীর মানুষ একজন আরেকজনের কাছাকাছি হতে পারছে।
@mostofajaman ভাই এই ট্রান্সপোর্টেশন নিয়েই সুন্দর একটি কনটেস্ট দিয়েছেন। ভাই কে ধন্যবাদ।
image made by canva
কনটেস্টের রুলস অনুযায়ী যে প্রশ্নগুলোর উত্তর আমাকে দিতে হবে আমি এখন সে প্রশ্নগুলোরই উত্তর দেবার চেষ্টা করছি ।ধন্যবাদ সবাইকে।
আমিঃ @hasina78
দেশঃ@bangladesh
আমরা দুই ধরনের ট্রান্সপোর্ট ব্যবহার করে থাকি একটি কাছাকাছি যাতায়াতের জন্য আরেকটি দূরের যাতায়াতের জন্য।
কাছাকাছি যাতায়াতের জন্য আমার পছন্দ রিক্সা। রিক্সা আমার পছন্দ কারণ এতে চড়ে আমি আশেপাশের মানুষজন, পরিবেশ ধীরে ধীরে দেখে চলতে পারি। আবার একটি পরিবেশবান্ধব যানও বটে।
image made by canva
আর দূরের জার্নির জন্য আমার সব সময় ট্রেন পছন্দ। ছোটবেলা থেকেই ট্রেন জার্নিটা আমার খুব ভালো লাগে। ট্রেনের ঝিকঝিক শব্দ আমার খুবই পছন্দ। দীর্ঘ সফরের জন্য আমার মতে ট্রেন বেস্ট । এতে আপনি ইচ্ছে করলে একটু হাঁটাচলা করতে পারেন, ওয়াশরুম ইউজ করতে পারেন, চাইলে হালকা নাস্তা অথবা ভারী খাবার খেতে পারেন । যেটা অন্য কোন জার্নিতে আপনি সবকিছু একসাথে পাবেন না। আর ট্রেনও পরিবেশবান্ধব এতে না আছে কালো ধোঁয়া না আছে যানজটের ঝামেলা।
image made by canva
হ্যাঁ আমি ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুটো ইয়ার রুটেই ট্রাভেল করেছি।
ডোমেস্টিক এয়ারলাইন্সে ট্রাভেল এ খুব একটা ঝামেলা পোহাতে হয় না খুব সহজেই ইমিগ্রেশন চেকিং এর কাজ শেষ হয়ে যায়।
কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাভেলের ক্ষেত্রে আমার কাছে যেটা সবচেয়ে বোরিং মনে হয়েছে এয়ারপোর্টে অনেক সময় নষ্ট হয় । বিভিন্ন চেকিং, ইমিগ্রেশ্ আল্টিমেটলি বিমানে ওঠার আগ পর্যন্ত অনেক সময় অযথা বসে থাকতে হয়। যেটা বিরক্তিকর।
বিমানে ভ্রমণের সবচেয়ে যে দিকটা আমার ভালো লাগে তা হচ্ছে লেন্ডিং। প্রথমে এতো উঁচু থেকে কিছুই দেখা যায় না কিন্তু ধীরে ধীরে মেঘ সরিয়ে বিমান যখন নিচের দিকে নামতে থাকে আস্তে আস্তে পৃথিবীর গাছপালা ঘরবাড়ি মানুষ স্পষ্ট হতে থাকে, এদিকটা আমার খুব ভালো লাগে।
একটা টিপস বলি যখন বিমান উড্ডয়ন করে তখন অনেকেরই কান বন্ধ হয়ে যায়। সে সময় আমাদের ঘনঘন ঢোক গিলতে হবে তাহলে আমরা এই সমস্যা থেকে দূরে থাকতে পারবো।
বিমানে ট্রাভেল করাটা যদিও বেশ এক্সপেন্সিভ কিন্তু আমার কাছে মনে হয় বিমান জার্নিতে আমার সময়টা যেমন বেঁচে যায় তেমনি জার্নি র যে কষ্ট সেটা অনেক কম হয়। সেজন্য সবদিক বিবেচনা করে আমার কাছে বিমান জার্নিটাই সবচেয়ে বেস্ট মনে হয়।
আমাদের একটি গ্লোরি আই অটো ২০২০ মডেলের সাত সিটের গাড়ি আছে। আমি ড্রাইভিং এ খুব এক্সপার্ট না , তাই এত বড় গাড়ি মেইন রাস্তায় চালাতে সাহস পাই না। তবে বাসার আশেপাশে টুকটাক চালাই , আমার ভালই লাগে.
my younger son with our car
পরিশেষে বলতে চাই আমাদের জীবনকে সহজ করেছে এই ট্রান্সপোর্টেশান। আমরা এখন সহজেই বিভিন্ন প্রয়োজনীয় পন্য ও সেবা পেয়ে থাকি যা আগে কল্পনাও করা যেত না। তবে আমাদের অবশ্যই বিআরটীসির নিয়ম-কানুন মেনে চলতে হবে তবেই আমরা এর সুফল পুরোপুরি ভোগ করতে পারবো।
আমার নিমন্ত্রিত বন্ধুরা হচ্ছেঃ
@ismotara
@jannatmou
@enamul17
@mahadisalim
@memamun
Hi, Greetings, Good to see you Here:)
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.
Assalamu Alaikum sister. I always enjoy your content. Share with us some important information about transport. It is good to know that you have experience traveling on international year routes. And you are right that rickshaw is an eco-friendly transport to get around. Best of luck to you.👍❤️💚
Thank you so much, dear. I also like to read your articles.
Thank you
আসসালামু আলাইকুম। আপনার উপস্থাপনাটি সুন্দর ছিল। প্রতিটা ভ্রমনেই স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার দিকটি ট্রান্সপোর্ট ব্যবহারে খুব গুরুত্বপূর্ণ। অনেক সুন্দর হয়েছে আপনার লেখাটি। শুভ কামনা আপনার জন্য ...
আপনাকেও ধন্যবাদ আমার পোস্ট টি পড়ার জন্য। শুভকামনা রইল।
আপু, আপনার বিমান উড্ডয়নের সময়ের টিপস ভবিষ্যতে আমার কাজে লাগবে। আপনার পারিবারিক গাড়িটা অনেক সুন্দর। কনটেস্টে আপনার লেখার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ ভাই। আপনাদের উৎসাহেই আমি এগিয়ে যাচ্ছি।
কাছাকাছি যাতায়াতের জন্য রিক্সা আমাকে অনেক ভালো লাগে। তবে দূরের যাতায়াতের ক্ষেত্রে আমার পছন্দ বাস। খুব সুন্দর লিখেছেন আপু শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকেও ধন্যবাদ আপু আমার পোষ্ট টি পড়ার জন্য ও সময় করে কমেন্ট করার জন্য।
এটি আসলেই মজার ব্যাপার। যদি কখনো সুযোগ হয় ট্রাই করে দেখবো ইনশা আল্লাহ।
জি ভাই, এই ট্রিক্স টি খুব কাজের। ধন্যবাদ আমার পোষ্ট পড়ার জন্য।
Your post has been successfully curated by @inspiracion at 50%.
Thank you for your committed efforts, we urge you to do more and keep posting high quality contests for a chance to earn valuable upvotes from our team of curators and why not be selected for an additional upvote in the weekly list of Top Contests.Thank you so much for this appreciation.