The Diary Game | 17 May 2024 আমের রাজ্যে কাটানো রাজাময় মূহুর্ত

in Steem For Bangladesh6 months ago (edited)

|

আসসালামু আলাইকুম
আমি আপনাদের কারোর প্রিয় কারোরবা অপ্রিয় @habib35

আজকে আপনাদের সাথে আমার 17-5-24 কিছু আনন্দময় মুহুর্তের বিষয়াবলী নিয়ে উপস্থিত হয়েছি।
ইনশাআল্লাহ হয়তো-বা আপনাদের ভালো লাগবে।
ভালো না লাগলেও মুখে পানি আসবে এটা মোটামুটি নিশ্চিত।

শুক্রবার ফজরের পর আম বাগানের দিকে গেলাম আম বাগানের আমের অবস্থা পর্যবেক্ষণ করতে।

আম রুপালী'র বাগান

IMG_20240517_080818.jpg
IMG_20240517_080807.jpg

সবুজ শ্যামলে ঘেরা পরিবেশগুলো মন ভাঙ্গা মানুষের জন্য মন ভালো করার জন্য অনেক সহায়ক হয়ে থাকে।

এই সবুজের মাঝে মনকে উৎফুল্ল করার এক অসাধারণ ক্ষমতা আছে, আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখলে আল্লাহর সৌন্দর্যের সামান্য ধারণা পাওয়া যায়।

আল্লাহর রাসুল সাঃ আঃ বলেছেন! تفكروا في خلق الله ولا تتفكروا في الله তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো,আল্লাহকে নিয়ে চিন্তা করোনা।

সৃষ্টিকে দেখলেই স্রষ্টার খোঁজ পেয়ে যাবে।

হারিয়ে যেতে ইচ্ছে করে এই সবুজের আড়ালে

IMG_20240517_080841.jpg
আম গুলো যেন আমাকে বলছে,এই আমাকে খাওয়ার সময় এখনো হয়নি😆

IMG_20240517_080316.jpg

IMG_20240517_080756.jpg

IMG_20240517_080300.jpg

আম গুলো এতই নিচে,যে আপনি সুয়ে সুয়েও আমের স্বাদ উপভোগ করতে পারবেন।
আম বাগানের পর্ব শেষে জ্বালানীর লাকড়ি সংগ্রহের জন্য আমরা তালগাছ এর কাছে।

IMG_20240517_081727.jpg

IMG_20240517_081749.jpg

লাকড়ি সংগ্রহ ও বাগান পরিদর্শন শেষে আমরা বাড়ির পথে

IMG_20240517_092629.jpg

বাড়িতে আসার পথে দেখা মিললো বারো মাসি সজিনা গাছের সাথে

IMG_20240517_092754.jpg

সজিনাডাঁটায় প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে,
উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সজিনাডাঁটা অনেক উপকারী।
শুধু সজিনাডাঁটা নয় সজিনা এর পাতা'তেও অনেক ভিটামিন রয়েছে।

এই ছিলো আমার আনন্দময় মুহুর্তের আংশিক অংশ যা আপনাদের সামনে উপস্থাপন করলাম।
আশা করছি ভালো না লাগলেও খারাপ লাগবেনা ইনশাআল্লাহ।

সকল প্রিয়দের সুস্বাস্থ্য কামনার মাধ্যমে আজকের মত এখানেই সমাপ্ত করছি,আসসালামু আলাইকুম

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg13dbw9cQZbWBAMsz6ohqaqkrCm7KQkkehxGNGyBHUtdhA93eZcSchXaVXZy...YMg7Rr64BDdtA6P7uC3Qb5f6yP29eg8yBiZLfnjBgSNyy59mLWWzPQVF229zjwMXaDKGKMMeDDLWQCU1f7FadoCeT4mrPiDbPo2WBrtCUy4iB7URcUj6Et6fti.png

Sort:  
 6 months ago 

Seeing the raw mangoes reminded me of the mango water that my mother makes. My mother makes very tasty mango pana. I used to wonder in my childhood that how can raw mangoes be eaten. But when my mother used to make its water, I used to enjoy it and understood why is it so tasty and why is mango called the king of fruits?

 6 months ago 

Mango is my favorite fruit. I like everything about mango. Ask your mom to tell us the recipe so we can taste it too.

 6 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. Join our Discord servers for help. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Voting CSI7.2 ( 0.00 % self, 48 upvotes, 38 accounts, last 7d )
Result Newcomer

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.21
JST 0.035
BTC 91569.43
ETH 3174.28
USDT 1.00
SBD 3.07