Betterlife- The Diary Game, 11-05-2024 || সারাদিনের গল্প
আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ তায়ালার অশেষ কৃপায় ও প্রিয় মানুষদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।আজকে আপনাদের সাথে আমার গত বৃহস্পতিবার এর কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি।কারণ লোকমুখে শুনেছি নিজের ভালো লাগার বিষয় শেয়ার করলে নাকি ভালো লাগা বৃদ্ধি পায়। আর খারাপ লাগার বিষয় শেয়ার করলে খারাপ লাগার বোঝা কিছুটা হলেও হালকা হয়।
তাহলে দেরি না করে শুরু করে দেয় আমার সেদিনের কিছু আলাপ।
আমি বৃহস্পতিবার রাত ৩ঃ৩০ উঠে আমার অজু ইস্তেঞ্জা সেড়ে আমার ছাত্রদের কে ডেকে উঠায় কুরআন পড়ার জন্য তারাও উঠে অজু ইস্তেঞ্জা সেড়ে কুরআন পড়তে বসে যায় এভাবে ফজর এর সময় হলে ফজরের নামাজ আদায় করে একত্রে নিজের জন্য নিজের পরিবার পরিজন ও সমস্ত মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করি।
বিশেষ করে গাজায় নির্যাতিত ভাই বোন ও শিশুদের জন্য।
আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিন এর সকাল কুরআন তেলাওয়াত, নামাজ ও দোয়ার মাধ্যমেই শুরু হয়।
ফজরের পর আমরা শারীরিক ব্যায়াম সেড়ে নিয়ে সকালের সামান্য নাস্তা করে আবারও কুরআন তেলাওয়াতে লিপ্ত হয়ে যাই।
এভাবে তেলাওয়াত ও ছাত্রদের পড়া শুনানো চলে সকাল ৮ঃ০০ পর্যন্ত সকাল ৮ঃ০০ এর পরে সকালের খাবার খেয়ে বিশ্রাম করি দুপুর পর্যন্ত দুপুরে ঘুম থেকে উঠে গোসল সেড়ে ছাত্র শিক্ষক সবাই মিলে যোহর এর নামাজ আদায় করি,নামাজ শেষ দুপুরের খাবার সবাই একসাথে মিলে খেয়ে নেই।
এরপর আবারও শুরু কুরআন এর ক্লাস দুপুর থেকে একদম বিকেল পর্যন্ত। বিকেলে আছরের নামাজ শেষ করে আম্মুর সাথে কথা বললাম উনার শারীরিক অবস্থা কেমন সে বিষয়ে জিজ্ঞেস করলাম আলহামদুলিল্লাহ আম্মু আগের তুলনায় এখন একটু ভালো আছেন।
এভাবে মাগরিবের সময় হয়ে যায় মাগরিব নামাজ পর আবারও কুরআনের ক্লাস। ক্লাস করতে এক সময় মনে হলো আজ যেহেতু বৃহস্পতিবার তাই আজকে ফুড পান্ডা থেকে একটু খাইদাই করি, যেই ভাবা সেই কাজ অর্ডার করলাম কাচ্চি😋 ২০ মিনিটের ভিতরে চলে আসলো কাচ্চি ডাইন এর স্পেশাল বাসমতী কাচ্চি। এশার নামাজ আদায় করে কাচ্চি খাইলাম আলহামদুলিল্লাহ ভালো ছিলো।
খাওয়া শেষে মনে পড়লো আজকে আমার জুব্বা দেওয়ার কথা আছে সেজন্য দ্রুত রওনা হয়ে গেলাম আমার এক সহপাঠীকে সাথে নিয়ে আমাদের গন্তব্যের দিকে।একটু হাটতেই পেয়ে গেলাম রিক্সাওয়ালা মামা কে।রিক্সায় উঠে রওনা হলাম আমাদের কাঙ্খিত সে দোকানে।
দোকানের পাশেই ছিলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী মাদ্রাসা বগুড়া জামিল মাদ্রাসা
এই মাদ্রাসায় আমার অনেক মধুর স্মৃতি আছে সে স্মৃতি গুলো এখনো আমার চোখের সামনে দিবালোকের ন্যায় ভাসে। ভাসবেই বা না কেন,একসময় যে এই মাদ্রাসায় অধ্যায়ন করেছি।দীর্ঘ ৩ বছর পর্যন্ত এখানে পড়েছি থেকেছি।
এরপর আমরা আমাদের কাঙ্ক্ষিত দোকানে পৌছালাম এবং আমার কাজ সেড়ে নিলাম এর ফাঁকে আমার সহপাঠী নিজের জন্য জোব্বা এর কাপড় পছন্দ করলো।
তারপর আমরা আরেকটি রিক্সা নিয়ে আমাদের মাদ্রাসায় চলে আসলাম ফিরতে ফিরতে তখন রাত প্রায় ১০ঃ৩০ বেজে গিয়েছিলো।মাদ্রাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আমি তারাতাড়ি ঘুমানোর ট্রাই করি কারণ রাতে আগেভাগে উঠতে হয়।
এই ছিলো আমার সারাদিনের মুহুর্ত যা আপনাদের সাথে শেয়ার করলাম সকলের সুস্বাস্থ্য কামনার মাধ্যমে আজকের মত এখানে সমাপ্ত করছি।
মায়াস সালাম
Hi, Greetings, Good to see you Here:)
Glad to really read about your day and I must say you really have a whole lot of fun in your day. Hope you have time to also rest because it is very important
Thank you very much dear.❤️❤️
Please pray for reading my essay so that I can write better😊
@habib35 আপনার দিনটি ভালো কাটুক,সকল কাজে আপনার সাফল্য আসুক । আপনার ঈমান ও শ্রদ্ধা দৃঢ় থাকুক, আল্লাহ আপনার সকল কাজকে সহজলভ্য করুক। সবশেষে বলতে চাই নামাজ শেষে আমাদের সবার জন্য দোয়া করবেন প্রিয় ভাই।
জাজাকাল্লাহ খাইরান প্রিয় ভাইজান❤️
ফি আমানিল্লাহ্ আপনার জন্য হৃদয় থেকে দোয়া❤️