Better life The diary game || 08-July-2024 || জীবনের সেরা একটি সফর

in Steem For Bangladesh5 months ago (edited)
My Diary
8- July - 2024
Tuesday

Hello Everyone. I am @habib35 from Bangladesh .

1000011126.jpg

আজকের কভার পিক

pic created by PicArt

আশা করছি আপনারা সবাই আল্লাহ'র রহমতে ভালো আছেন,আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ তায়ালার দয়ায় ভালো আছি।আজ আমি আপনাদের সামনে আরেকটি ডায়েরি নিয়ে উপস্থিত হয়েছি,আশা করছি আমার লেখা ডায়েরি আপনাদের ভালো লাগবে,শেষ পর্যন্ত সাথেই থাকুন।

তাহলে শুরু করা যাক

সকালে যথানিয়মে ক্লাস শেষ করে সকালের খাবার গ্রহণ করলাম,খাবার শেষ করে প্রতিদিনের ন্যায় ঘুমানোর জন্য বিছানায় আসলাম,কিছুক্ষণ স্টিমিটের সবাই কি পোস্ট করেছে তা পরিদর্শন করলাম।এরপর সুয়ে পড়লাম,একটুপর আমাদের একজন শিক্ষক এসে বললেন তারাতাড়ি রেডি হওয়ার জন্য,সবাই মিলে সফরে যাবেন।কথাটি শুনে কিছুক্ষণ এর জন্য অবাক হলাম,এবং সাথে সাথে অনেক আনন্দ লাগলো যে আজকে বাহিরে সবাই একসাথে ঘুরতে বের হবো ভাবতেই কেমন জানি ভালো লাগছিলো,সাথে সাথে রেডি হয়ে গেলাম।সবাই রেডি হয়ে আমাদের মাদ্রাসার গাড়িতে উঠে পড়লাম,আমাদের গন্তব্য আজকে বগুড়ার সাড়িয়াকান্দি নদীর পাড়।
1000009092.png

1000010269.jpg

গাড়িতে উঠার পর


আমাদের গাড়ি আপন গতিতে চলছিলো আর আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম,একটুপর আমাদের এক শিক্ষক বললো,আমরা যে যায়গাতে আছি সেখানে গতকাল হিন্দু সম্প্রদায়ের ভায়েরা রথ নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পষ্টে দুর্ঘটনার শিকার হন,এবং ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়ে যায়,শুনে অনেক খারাপ লাগলো।😔


1000009092.png

গাড়িতে চলার পথে রাস্তার পাশে গাছপালা দেখতে অসাধারণ লাগছিলো,আমরা রাস্তা গুলো খুব উপভোগ করছিলাম।

1000010279.jpg1000010280.jpg

গাড়ি থেকে বাহিরের প্রকৃতি

চলন্ত গাড়িতে উঠানো ছবি,তাই একটু ঝাপসা হতে পারে,একটুপর আমাদেএ প্রিন্সিপাল স্যার নিজ উদ্যোগে আমাদের জন্য কিছু বাদাম এনেছিলেন সেগুলো আমাদেএ খাওয়ার জন্য দিলেন।


1000009092.png

1000010286.jpg

গাড়ির ভেতর হালকা নাস্তা

এখানে কাজু বাদাম কাঠবাদাম আরেকটি কি যেন একটা বাদাম ছিলো,বাদাম গুলো খেতে অত্যন্ত সুস্বাদু,এবং এই বাদাম গুলো শরীরের জন্য অনেক বেশি উপকারী।


একটু সামনে যেতেই আমাদের গাড়ি থেমে গেলো,পরে দেখলাম একটা ট্রেন যাচ্ছে,তাই ট্রেনের ছবি মোবাইল ধারণ করার উদ্দেশ্যে ফোন বের করে ছবি উঠালাম।


1000009092.png

1000010291.jpg1000010290.jpg

চলন্ত ট্রেন

এটা হলো লোকাল ট্রেন,ট্রেন সম্ভবত বগুড়া থেকে সোনাতলা যাচ্ছে,এই ট্রেনে একবার আমি উঠেছিলাম,১ ঘন্টার রাস্তায় ৩ ঘন্টা লাগিয়েছিলো সেদিন,সেদিনের জার্নি অনেক কষ্টকর ছিলো।


গ্রামের ভিতরের রাস্তা গুলো দেখতে অনেক সুন্দর হয়,রাস্তার পাশে অনেক গাছ আবার সাথে অনেক বিশাল বিশাল মাঠ,যেন সবুজের খেলা।


1000009092.png

1000010314.jpg

1000010311.jpg1000010306.jpg

1000010318.jpg

আমরা সবাই আমাদের সফর খুব উপভোগ করছিলাম,আসলে আমাদের এভাবে একসাথে কোথাও সাধারণত যাওয়া হয়না,আজকে সুযোগ হয়েছে তাই আমরা সবাই মিলে খুব উপভোগ করছিলাম সফরটি।কেউ গজল গাচ্ছিলো তো কেই ইসলামি সঙ্গীত।


এরপর আমরা বেলা ১২:৩০ এর দিকে সাড়িয়াকান্দী নদীর পাড়ে পৌঁছে গেলাম,নদীতে পানি ভরপুর,তাই অনেক মানুষ নদীর সৌন্দর্য দেখার জন্য এখানে এসেছে।


1000009092.png

1000010507.jpg

নদীর সৌন্দর্য হলো নদীতে যখন পানি এসে নদী হয়ে যায় ভরপুর,আমরা নামার পর সবাই নিজে নিজে ছবি উঠিয়ে রাখছিলাম একটা সুন্দর স্মৃতি হিসেবে।


1000009092.png

1000010343.jpg

নদীর পাড়ে আমি


এরপর একটা নৌকা ভারা করে আমরা নৌকাতে করে উঠলাম,মাঝি আমাদের কে নৌকা করে নদীর চারেদিক দেখাচ্ছি।আমরা সবাই নয়ন ভরে নদী দেখছিলাম।


1000009092.png

1000010466.jpg

নদীর মাঝে নৌকায়


আমরা নৌকাতে চলার সময় দেখতে পেলাম,নদীর পানিতে অনেক ঘরবাড়ি ডুবে গিয়েছে,যাদের ঘরবাড়ি ডুবে গিয়েছে তাদের কথা চিন্তা করে অনেক খারাপ লাগলো।


1000009092.png

1000010405.jpg

নদীর পাশের ডুবন্ত ঘরবাড়ি😔

নদী দেখা শেষ করে আমরা যুহরের নামাজ আদায় করলাম,তারপর একটা হোটেলে ঢুকে দুপুরের খাবার খেলাম।


1000010508.jpg1000010511.jpg

হোটেলে খাওয়ার সময়

হোটেলে নদীর মাছের তরকারি খেতে চরম পর্যায়ের স্বাদ,নদীর মাছের তরকারি এত স্বাদ ক্যা?😇


1000009092.png

এখানের ঘোরাফেরা শেষ করে আমরা সারাইকান্দী আরেকটি যায়গাতে গেলাম যার নাম হলো "প্রেম যমুনার ঘাট"🤭আমরা প্রেম যমুনার ঘাটে গিয়ে কিছুক্ষণ ফুটবল খেললাম,তারপর ক্রিকেট খেললাম।


1000009092.png

1000010532.jpg

খেলার সময়

খেলাধুলা শেষে আমরা কিছুক্ষণ ফটোশুট করলাম।যে পিক গুলো একটা সময় আমাদের অনেক আনন্দ দেবে তাই পিক গুলো থেকে যাক স্মৃতি হিসেবে।


1000009092.png

1000010558.jpg
1000010568.jpg

খেলার পর

খেলা শেষ করে আমরা গোসল করার জন্য নদীতে নামলাম নদীতে সামান্য স্রোত ছিল।তবে গোসল করতে খুবই ভালো লাগছিলো আমাদের সবার।


1000009092.png

1000010570.jpg

গোসলের সময়

গোসল শেষ করে আমরা আবার গাড়িতে করে মাদ্রাসায় ফিরে আসলাম,এই সফরটা আমাদের জীবনের সেরা সফরের একটি ছিলো।


1000009092.png

এই ছিলো আমার ডায়েরি যা আপনাদের সাথে শেয়ার করলাম,আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।

শুভেচ্ছান্তে
@habib35

আবারও দেখা হবে নতুন কোন লেখায় ইনশাআল্লাহ

Sort:  
Loading...
TEAM 6 : Congratulations!

This post has been curated using steemcurator08. We appreciate your efforts on making quality blogs and post relevant comments. Thank You! 😊

footer.jpg

Curated by : @shohana1
 5 months ago 

ওয়াও 😮 অসাধারণ সফর!!আর আপনার সফর সাহাবীগুলোও অনেক সুন্দর।

বর্তমানে পুকুরে যেসব মাছ চাষ করা হয় সেসব মাছই বিভিন্ন ধরনের কীটনাশক এবং ফিড খাওয়ানো দ্রুত মাছগুলোকে বড় করার জন্য।সে কারণেই পুকুরের মাছ স্বাদ লাগে না।

নদীর মাছের তরকারি স্বাদ হওয়ার কারণ হলো, নদী মাছ এবং মাছের তরকারি স্বাদ হওয়ার মূল কারণ হলো নদীর মাছে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না।
মূলত সেজন্য নদীর মাছ পুকুরের মাছের তুলনায় স্বাদ বেশি।

কিপ আপ ইউর গুড ওয়ার্ক প্রিয় ভাই💐💐

 5 months ago 

হুম ভাই একদম ঠিক বলেছেন।

 5 months ago 

অনেক ভালো লাগলো ভাই আপনার পোস্ট টি। আপনারা সবাই মিলে নদিতে ঘুরতে গিয়েছিলেন। হোটেলে খাওয়া ও খেলায় মেতেছিলেন অনেক ভালো সময় ছিল অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 95076.63
ETH 3277.51
USDT 1.00
SBD 3.26