The diary game ||Betterlife||25- 06- 2023

in Steem For Bangladeshlast year

আমার ডায়েরী গেম।
রোজ:- রবিবার - ২৫ - জুন -2023 ।

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন । আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আজ আপনাদের মাঝে আমার ডায়েরী গেম নিয়ে উপস্থিত হলাম । আশা করি সবার কাছে ভালো লাগবে এবং ভালো লাগাতে পারব। আসলে কিছুদিন থেকে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি কারণ আমি একটু অন্য কাজে বিজি ছিলাম।

1687627174502.jpg

সকাল
সকালবেলা আমি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে । এবং ফ্রেশ হয়ে আমি সকালের নাস্তা করার জন্য প্রস্তুতি গ্রহণ করি ।

IMG_20230625_130131.jpg

সকালে নাস্তা শেষ করে আমি আমার ডিউটি পোশাক পরিধান করলাম । এবং রুমে তালা মেরে আমি আমার গাড়িতে গিয়ে উঠে পড়ি ।

IMG_20230625_053814.jpg

আমার কাজের জায়গা যাওয়ার পরে আমি কাজ আরম্ভ করা শুরু করে দিলাম । এই ছিল আমার সকাল বেলার কাজ ।

দুপুর
দুপুরবেলা আমি কাজ করতে ছিলাম । তারপর দুপুরের খাবার সময় হয়ে গেল । আসলে আমাদের এখন অনেক রোদ হয় সেজন্য আমাদের কোম্পানি ১২ টা থেকে ৩ টা পর্যন্ত লাঞ্চ টাইম দিয়ে থাকে । আমরা ডিউটি জায়গায় থেকে আমরা বাসায় চলে আসি বাসায় এসে দুপুরের খাবার শেষ করি ।

IMG_20230609_223556.jpg

বিকেল
বিকেলবেলা আমি ডিউটি থেকে এসে বাজার করার জন্য আমি মার্কেটে গিয়েছিলাম । মার্কেটে গিয়ে আমি বাজার করলাম এবং আমার রুমমেটের সাথে হোটেলে বসে চা খেতে আরম্ভ করি ।

IMG_20230622_204809.jpg

এবং আমি বাজার করে রুমে চলে আসলাম ।

রাত
রাতে আমি বাসায় এসে রান্না বান্না কাজ আরম্ভ করি ।
সবাই মিলে রান্না করতে বেশি সময় আমাদের লাগেনা । রান্না করে রাতের খাবার শেষ করি ।

IMG_20230616_194635.jpg

রাতে খাবার শেষ করে আমার দই খেতে ইচ্ছে করল । তারপর আমি আমাদের ক্যাম্পের মধ্যে একটা দোকানে গেলাম । তারপর দোকান থেকে আমি দই কিনে নিয়ে খাওয়া আরম্ভ করি ।

এই ছিল আমার ডায়েরী গেম

26uUsAjKTsXCBRzTxRJWxpz7qLMdK4Nq6Ha3QAmrmWNLCRjiBH34AQA5d4TJsF4yshLU3NcKHysTmrUFymyr9uSPKybpfqkqTntBEt6AHfGKJ1csY9sd5SnADWGu8raWmKMsuVdMnsTrbt1mxvmDu6zK8snFDu3jitBMjt.png

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScUjRcYTFVYzHfPaEdcHVKiu9mJBStwLNwRGMCV8wENapRabLVtUwFdh17ZX6EjxmJXWo5NecC74c2uuFHE4TgK6vtpRvsiWvsk4Ba5q6rTQ.png

Photographyoriginal
Photo@ashikkhan
DeviceVivo
model20y
locationain, Dubai

আমার w3w লোকেশন কোড।

https://w3w.co/spurn.tweets.nicknames

Sort:  
 last year 

ভাই আপনার পোস্ট অবশ্যই ৩০০ শব্দের বেশি হতে হবে পরবর্তীতে ৩০০ শব্দের কম হলে পোস্টটি তার গ্রহণযোগ্যতা হারাবে.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 61436.95
ETH 3388.33
USDT 1.00
SBD 2.49