The diary game ||Betterlife||15-08-2023

in Steem For Bangladesh10 months ago

আমার ডায়েরী গেম
রোজ :-মঙ্গলবার 15 -08 - 2023 ।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং সুস্থ আছি । আসলে আমি কয়েকদিন থেকে আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি কারণ আমি তেমন একটা সময় পাইনা । আসলে যারা বিদেশে থাকে তারা সুখে থাকেন অনেক কষ্টে থাকে এবং কাজ কাম করে এসে রান্না বান্না সেরে তেমন একটা সময় হয় না ।

যাই হোক যখন সময় পায় তখন আপনাদের মাঝে উপস্থিত থাকার চেষ্টা করি । আজ আপনাদের মাঝে আমার ডায়েরী গেম নিয়ে উপস্থিত হলাম । আশা করি ভালো লাগবে এবং ভালো লাগাতে পারবো ।

1692034232166.jpg

সকাল
সকাল বেলা আমি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে । সকালে নাস্তা করে আমি অফিসে যাওয়ার জন্য বের হতে আরম্ভ করি ।

IMG_20230810_210246.jpg

তারপর আমি দুপুরে খাবার নিয়ে রুম থেকে বের হয়ে পড়ি । কিছুক্ষণ আমাকে হেঁটে আমার বাসের কাছে যাওয়া লাগে । সেখান থেকে একসাথে অনেক কয়েকজন বাসে উঠে পড়ি । এবং তখন আমাদের বাস ছেড়ে দেয় আমার কাজের জায়গায় যাইতে ৩০ মিনিট সময় লাগে । তারপর আমরা কাজ করতে আরম্ভ করি ।

দুপুর
দুপুরবেলা আমাদের কোম্পানি থেকে দুপুরের খাবার সময় দেয় তখন আমরা নির্দিষ্ট সময় মেনে দুপুরে খাবার আরম্ভ করে।

IMG_20230807_204714.jpg

দুপুরের খাবার শেষ করে আমি কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ি । তারপর ঘুম থেকে উঠে আমি আবার ডিউটি আরম্ভ করি ।

বিকেল
বিকেল বেলা আমি বাসায় এসে আমি মার্কেটে গিয়েছিলাম ঘোরাফেরা করার জন্য । এবং সেখানে গিয়ে আমি একটি সুন্দর দৃশ্য উপভোগ করলাম ।

IMG_20230806_201507.jpg

মার্কেটে গিয়ে দেখলাম যে একটি গ্লাসের মধ্যে অনেকগুলো পুতুল সেই পুতুলের মধ্য থেকে একটি পুতুল তুলতে হবে । এবং সেই মেশিন তার মধ্যে টাকা দিলে সে কাজ করবে তাছাড়া করবে না । এবং সেটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো । তারপর সেখান থেকে আমি একটি ফটোগ্রাফি করে ফেললাম । আপনাদের মাঝে শেয়ার করব বলে ।

রাত
তারপর আমি রাত্রে ফিরে আসি বাসায় এসে রান্না কাজ আরম্ভ করি।

IMG_20230724_214419.jpg

রাতের খাবার দাবার শেষ করে আমি শুয়ে পরলাম এবং সারা দিনের কাজকর্ম আপনাদের মাঝে তুলে ধরলাম । আমি এখানে শেষ করছি আমার ডায়েরি গেম ।

26uUsAjKTsXCBRzTxRJWxpz7qLMdK4Nq6Ha3QAmrmWNLCRjiBH34AQA5d4TJsF4yshLU3NcKHysTmrUFymyr9uSPKybpfqkqTntBEt6AHfGKJ1csY9sd5SnADWGu8raWmKMsuVdMnsTrbt1mxvmDu6zK8snFDu3jitBMjt.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiS2oobJrZoH43zET7sYtEsZ3HK74vM6hTLdY6gAteuy74eeW5nSHQQNN8JMb...BK4wrWc8R3MBMX4XVPBwq6vR25V2yjESVXbYYysbU1cMyeVrMF15ZeqnYSJahtGNHcRQ4R2YKaZ4kbUswPbN96Ci4dSeeoqo4M153MdARZEgf3i58pNncMpKan.png

Photographyoriginal
Photo@ashikkhan
DeviceVivo
Model20y
Locationsatuwa , Dubai

আমার w3w লোকেশন কোড।

https://w3w.co/embedded.fizzled.trial

Sort:  
 10 months ago 

আপনার সারাদিনের কার্যক্রম খুবই ভালো লাগলো। আপনি কিছু কেনাকাটার জন্য মার্কেটে গিয়েছিলেন। আপনি খুব ভালো খাবার খেয়েছেন। আমাদের সাথে আপনার দিনটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার প্রতি শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য ।

Loading...

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 62157.37
ETH 3418.80
USDT 1.00
SBD 2.50