The diary game||Betterlife||04-06-2023
আমার ডায়েরী গেম।
রোজ :- রবিবার ০৪ জুন ২০২৩
সকাল
আজ সকাল বেলা আমার ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে কারণ আজ আমার ডিউটি ছুটি ছিল। সেই জন্য আজ আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সকাল বেলা আমি প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে।
সকালের নাস্তা জন্য আমি রুমে চলে আসলাম । তারপর আমি ডাউল ভুনা দিয়ে সকালে ভাত খাওয়া শেষ করলাম। কিছুক্ষণ পর ফোন চাপাচাপি করে আমি আবার ঘুমিয়ে পড়ি।
দুপুর
দুপুরবেলা আমি ঘুম থেকে উঠে। দুপুরে গোসলটা সেরে নেই । তারপর আমি রুমে চলে আসলাম রুমে আসার পর আমাদের রুমমেটের সাথে কিছুক্ষণ বসে সবাই গল্প করলাম এবং মতবিনিময় করলাম সুখ-দুঃখের ।
তারপর আমি দুপুরের খাবার খেয়ে অনেকদিন পর ছুটি পেয়েছি তো তাই আবার ঘুমিয়ে পড়লাম।
বিকেল
বিকেল বেলা আমি যখন ঘুমিয়ে ছিলাম তখন আমার রুমমেট আমাকে ডাক দিল । সে ডাক দিয়ে বলল ভাই মার্কেটে যাতে হবে অনেক বাজার করতে হবে সেজন্য সবাই রুম থেকে বের হয়ে আমরা মার্কেটে উদ্দেশ্যে রওনা দিলাম।
মার্কেটের মধ্যে গিয়ে আমি সর্বপ্রথম একটি গাড়ি নিলাম । গাড়ি নেওয়ার পর আমার প্রয়োজনীয় জিনিস যেটা লাগবে । সেই জিনিস গুলোর দাম দেখে আমি একটি করে গাড়ির মধ্যে রাখতে আরম্ভ করি ।
মার্কেটের মধ্যে ঢুকলে অনেক ভালো লাগে কারণ মার্কেটের অনেক পরিবেশ সুন্দর । মার্কেটের পরিবেশ দেখে আমি মুগ্ধ হয়ে পড়ি সেজন্য কিছু ফটোগ্রাফি মার্কেটের মধ্যে আমি করলাম ।
মার্কেটের প্রতিটা জিনিস সুন্দর গোছানো এবং পরিষ্কার রয়েছে ।
রাত
এবং মার্কেট থেকে এসে আমরা রাত্রে রান্না বান্না কাজ আরম্ভ করি এবং রাত্রের খাবার জন্য প্রস্তুতি গ্রহণ করি ।
এবং রাতের খাবার শেষ করে । আমি পোস্ট করার জন্য ফটোগ্রাফি গুলো তৈরি করতে আরম্ভ করি ।
এই ছিল আমার আজকের ডায়েরী গেম ।
Photography | original |
---|---|
Photo | @ashikkhan |
Device | Vivo |
model | 20y |
location | ain, Dubai |
Hi, Greetings, Good to see you Here:)
Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.