আমি কয়েক দিন থেকে অসুস্থ সে জন্য আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি।

in Steem For Bangladesh2 years ago
আসসালামু আলাইকুম , আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এখন সুস্থ আছি এবং ভালো আছি। আমি কয়েকদিন থেকে খুব অসুস্থ ছিলাম সেজন্য আমি আপনাদের মাঝে আসতে পারিনি। এখন আমি আল্লাহর অশেষ রহমতে একটু ভালো আছি।

IMG_20221211_201755.jpg

আমি কয়েকদিন যাবত অসুস্থতার কারণে আমি পোস্ট লিখতে পারিনি এবং অন্যান্য জায়গায় কমেন্ট বা কোন কিছুই করতে পারিনি। এবং কয়েকদিন থেকে আমার শরীরটা অনেক খারাপ ছিল কোন কিছু ভালো লাগছিল না। আমি কয়েকদিন থেকে অফিসে যাইতে পারি না অসুস্থতার কারণে। কয়েকদিন ঠিকমতো খাইতে এবং ঘুমাতে পারছিলাম না । যাই হোক ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা হয়ে এখন একটু ভালো লাগছে নিজের কাছে।

IMG_20221211_201715.jpg

আমি যখন প্রথম ডাক্তারের কাছে গেলাম। ডক্টর আমাকে দেখে কি সমস্যার কথা বলব আমি সমস্যা কথা বলা কারণে আমাকে কয়েকটা টেস্ট করতে বলল। আমি টেস্ট করার জন্য পপুলার ডায়াগনস্ট সেন্টারে গেলাম। সেখানে গিয়ে আমি কয়েকটি টেস্ট করলাম । টেস্ট করার পর সেই রিপোর্টগুলো নিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার সে রিপোর্টগুলো দেখে আমাকে প্রেসক্রিপশন করে দিল। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে আমার রিপোর্টগুলোতে কি সমস্যা ছিল। ডাক্তার আমাকে বলল তেমন কোন সমস্যা নেই। আপনার এলার্জি এবং চুলকানি হালকা আছে। ডাক্তার আমাকে বলল যে এই ওষুধগুলো খাবেন আর মলম গুলো ব্যবহার করবেন।

IMG_20221211_205708.jpg

এটি একটি সাবান এই সাবানটি চুলকানির কাজ করে থাকে এই একটি সাবানের মূল্য ৬৯৫ টাকা। ডাক্তার আমাকে এই সাবানটি ব্যবহার করতে বলছে। এই সাবানটি দিনে একবার ব্যবহার করতে বলছে এবং এই সাবানটি শরীরে মেখে ৫ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। তাহলে এর কার্যকারিতা পাওয়া যাবে।

IMG_20221211_205739.jpg

এটি একটি মলম এই মলমের নাম লরিক্স। এই মলমটি চুলকানি কাজে ব্যবহার করা হয়। এই মলমটি চুলকানির জন্য বিখ্যাত কাজ করে থাকে। এই মলমটি দিনে দুইবার ব্যবহার করতে হবে আর এই মলমটি শরীরে ব্যবহার করার পর ৮ ঘণ্টা পর সাবান দিয়ে গোসল করতে হবে।

IMG_20221211_211100.jpg

আর এই ওষুধটি আমাকে নিয়মিত দিনে দুইবার খেতে বলছে ডাক্তার। আমি সবগুলো নিয়ম মেনে চলার চেষ্টা করছি এবং মলম সাবান এবং ঔষধ আমি নিয়মিত খাবার চেষ্টা করছি এবং ব্যবহার করা চেষ্টা করছি। আমাকে এক সপ্তাহ পর আবার যাইতে বলছে।/

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPiS2oobJrZoH43zET7sYtEsZ3HK74vM6hTLdY6gAteuy74eeW5nSHQQNN8JMb...BK4wrWc8R3MBMX4XVPBwq6vR25V2yjESVXbYYysbU1cMyeVrMF15ZeqnYSJahtGNHcRQ4R2YKaZ4kbUswPbN96Ci4dSeeoqo4M153MdARZEgf3i58pNncMpKan.png

26uUsAjKTsXCBRzTxRJWxpz7qLMdK4Nq6Ha3QAmrmWNLCRjiBH34AQA5d4TJsF4yshLU3NcKHysTmrUFymyr9uSPKybpfqkqTntBEt6AHfGKJ1csY9sd5SnADWGu8raWmKMsuVdMnsTrbt1mxvmDu6zK8snFDu3jitBMjt.png

Photographyoriginal
Photo@ashikkhan
deviceVivo
model20y
locationdhaka, bangladesh

আমার w3w লোকেশন কোড

https://w3w.co/proposes.emailed.regarding

Sort:  
 2 years ago 

Thank you for sharing posts, improve the quality of your posts and stay original.

DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25NO
Voting CSI[ ? ] ( 0.00 % self, 17 upvotes, 11 accounts, last 7d )
Transfer to Vesting 0.466 STEEM
Cash Out
0 STEEM
ResultNo Club

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 65124.62
ETH 3554.39
USDT 1.00
SBD 2.46