কালোজিরা ভর্তা রেসিপি,যা সর্ব রোগের মহা ঔষধ।//13-12-2023

in Steem For Bangladesh9 months ago
বিসমিল্লাহির রহমানির রহিম

13-12-2023
রোজ :র @evaakther

আসসালামুয়ালাইকুম

🌸ইস্টিমিটের সকল বন্ধুদের স্বাগতম 🌸

সবাই কেমন আছেন?

আশা করি সবাই অনেক ভাল আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভাল আছি, আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম, যেটির অনেক গুনাগুন রয়েছে বলা যায় সর্ব রোগের ঔষধ এবং অনেক উপকার ও আছে সেটি হচ্ছে কালোজিরা ভর্তা।
কালোজিরার উপকারিতা বলে শেষ করা যাবে না। ভরপুর এই উপাদানে প্রচুর পরিমাণে মিনারেলস রয়েছে। যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। ক্ষতিকর ব্যাকটেরিয়া নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে কালোজিরা। শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই না কালোজিরা চুল ও ত্বকের জন্যও অনেক উপকারি।

আর কালোজিরা দিয়ে তৈরি ভর্তাও খুবই স্বাস্থ্যসম্মত খাবার-

Pink Decorative Woman Birthday Photo Collage_20231213_163817_0000.png desing by canva

ভর্তা তৈরিতে যা লাগবে তা হলো :-

IMG_20231213_130810.jpg

  • কালোজিরা আধা কাপ
  • তিনটি শুকনা মরিচ
  • চার টুকরা রসুন
  • লবন স্বাদ মত
প্রস্তুত প্রনালি
IMG_20231213_131606.jpgIMG_20231213_131718.jpg
চুলার আঁচ ফুল রেখে একটি প্যানে আধা কাপ পরিমাণ কালোজিরা আর রসুনের টুকরো গুলো দিয়ে নাড়তে হবে। কালো জিরার সুগন্ধ বের না হওয়া পর্যন্ত এটা ভাঁজতে হবে।

👇

IMG_20231213_131935.jpg

ভাঁজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে পানিতে ধুয়ে নিব। এবার তিনটি শুকনা মরিচ ও হালকা তেলে ভেজে একসাথে করে নামিয়ে নিতে হবে।

👇


IMG_20231213_132036.jpg

এরপর আমি একটি শিল পাটাতে স্বাদ মত লবন দিয়ে উপকরন গুলোকে বেটে নিব।এই ভর্তায় আলাদাভাবে তেল দেয়ার প্রয়োজন দরকার নেই। কারণ কালো জিরায় আলাদা একটা তেল থাকে, আর মসলাগুলো তেলে ভেঁজে নেয়া হয়েছে।

👇

IMG_20231213_143253.jpg
এবার হাতে সামান্য তেল মাখিয়ে ভর্তার ছোট ছোট বল বানিয়ে উপরে একটা ভাজা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব। এভাবে খুব সহজেই স্বাস্থ্যসম্মত কালোজিরা ভর্তা তৈরি করা হয়ে গেল।

এই ভর্তার অনেক গুলো উপকারিতা রয়েছে যেমন :-

০1:-স্মরণ শক্তি বৃদ্ধি
০2:-বাতের ব্যাথা দূরীকরণে
03 :-ডায়বেটিক,হৃদরোগ,উচ্চ রক্তচাপে।
04:-এছাড়া আতিরিক্ত ওজন কমাত সাহায্য করে।
05:-হজমে সাহায্য করে।
06:-রোগ প্রতিরোগ ক্ষমতা বাড়ায়। ইত্যাদি আরো অনেক ধরনের উপকার পাওয়া যায় শুধু মাএ প্রতিদিনের খাবার তালিকায় এই কালোজিরা টি রাখলে।।

  • আমার পোস্ট টি ভালো লাগলে মন্তব্য করে জানাবেন।

সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
Loading...
 9 months ago 

আসসালামু আলাইকুম কেমন আছেন। আশা করি ভাল আছেন। আপনার কালজিরা দিয়ে ভর্তা বানানোর রেসিপি পোস্টটি খব ভালকরে ধাপে ধাপে আমাদের মাঝে সেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। কালজিরার অনেক গুন খমতা রয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60085.46
ETH 2416.33
USDT 1.00
SBD 2.43