কিছু লাল গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি।

in Steem For Bangladesh8 months ago

কিছু লাল গোলাপ ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি।

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগটা পড়ার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করা হলো ।

হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই সর্বশক্তিমান আল্লাহর কৃপায় ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকেও আবার একটি ফুলের ফটোগ্রাফি নিয়ে ফিরে এসেছি।। আমি প্রায়ই ফুল এবং প্রকৃতির ছবি তুলতে ভালোবাসি। একজন ফুল প্রেমী হিসেবে,আজ আমি যে ফুলটি ধারণ করেছি সেটি গোলাপ ফুল।

গোলাপ ফুলগুলো দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয়। আমি এর সৌন্দর্য দেখে অবাক হয়েছি। আমি সত্যিই গোলাপের রঙ এবং আকৃতি দেখে মুগ্ধ হয়েছি। আশাকরি ফুলগুলো দেখে আপনারাও মুগ্ধ হবেন।গোলাপ ফুলে সুন্দর সুগন্ধ আছে।তাই আমি মনে করি গোলাপ সবার জন্য ভালবাসা। আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ ফুলটি কত সুন্দর।

IMG_20231216_204901.jpg

এটা আমাকে আকর্ষিত করেছে এটার ক্যাপচার করার জন্য। সর্বশক্তিমান আল্লাহতাআলা প্রকৃতিকে এত সুন্দর এবং আকর্ষণীয়ভাবে সৃষ্টি করেছেন।যে দিকে তাকায় শুধু প্রকৃতির সৌন্দর্য দেখতে পায়।ফুল হলো সেই সৌন্দর্যের মাঝে একটি। আমরা সবাই জানি গোলাপ এক প্রকার সুগন্ধি ফুল যা বিশ্বের সকল মানুষের কাছে সৌন্দর্যের প্রতীক ও ভালোবাসার প্রতীক হিসেবে সমাদৃত।

গোলাপকে ফুলের রাণী বলা হয়। এই পৃথিবীতে আনুমানিক প্রায় ১০০ প্রজাতির বিভিন্ন বর্ণের গোলাপ ফুল রয়েছে। গোলাপ পাঁপড়ির গড়ন ও বিন্যাসে একরূপ নান্দনিকতা রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে। তাই আমি যে গোলাপের ফটোগ্রাফিগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি এই গোলাপ ফুলগুলো আপনাদের আকর্ষিত করবে।

IMG_20231216_204930.jpg

প্রকৃতিকে গভীরভাবে দেখলে আপনি আমাদের প্রতি আল্লাহর আশীর্বাদ ও করুণা দেখতে পাবেন। তিনি মহান সৃষ্টিকর্তা।তাই তার প্রতিটি সৃষ্টির অনেক সৌন্দর্য রয়েছে যা বলে শেষ করা যাবে না। যেমন গোলাপ ফুলও সেই সৌন্দর্যের মাঝে একটি। এছাড়া গোলাপ ফুলের উপকারিতা নিচে আলোচনা করা হলোঃ

IMG_20231216_204827.jpg

মানসিক চাপ কমাতে সহায়ক গোলাপ। আয়ুর্বেদ মতে এই ফুলের সুগন্ধ কাজ করে অ্যারোমা থেরাপি হিসেবে। গোলাপ ফুলের পাপড়ি খাওয়ার ফলে ভেতর থেকে সতেজ বোধ করবেন আপনি। এ ক্ষেত্রে গোলাপের গন্ধও উপকারি।রূপচর্চায় কাজে গোলাপের ব্যবহার বহুল প্রচলিত। মধু ও গোলাপজল মিশিয়ে ব্যবহার করলে ত্বকের অনেক সমস্যার সমাধান হয়। গোলাপের তৈরি ফেসপ্যাক ত্বকে পুষ্টি জোগাতে সাহায্য করে।

ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের দাগছোপও দূর করে এটি। প্রতিদিন ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।গোলাপের পাপড়িতে যেসব ফাইবার থাকে সে গুলো হজমশক্তি বাড়াতে সাহায্য করে। হজমের সমস্যা থাকলে, তিন থেকে চার দিন খালি পেটে গোলাপের পাপড়ি এবং পানি দিয়ে তৈরি পেস্ট খেলে উপকার পাওয়া যাবে।

এই পেস্ট খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও স্বস্তি মিলবে।গোলাপের কুঁড়ি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন-সি পাওয়া যায়। তাই গোলাপের কুঁড়ির তৈরি চা ঠান্ডাজনিত সমস্যা ও কাশির প্রাদুর্ভাব কমাতে কার্যকরী ভূমিকা পালন করে।।

বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আমি যে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আপনার অবশ্য ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ

TQ.png

DeviceName
AndroidRedmi Note 7S
CameraDual 48+5 Megapixel
LocationBangladesh 🇧🇩
Short by@emdadul12
Sort:  
Loading...

আসসালামু আলাইকুম।আপনার পোস্ট টি পড়ে বোঝা যাচ্ছে যে আপনি ফটোগ্রাফি করতে এবং ফুল জাতীয় সব ফুলি পছন্দ করেন।বড় কথা হচ্ছে আপনি এত সুন্দর করে ফটোগ্রাফি করেন দেখেই ভালো লাগে।তো আপনার কাছে অনুরোধ আপনি ভবিষ্যতে যেন আরো সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আমাদের সামনে হাজির হতে পারেন আপনার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60871.89
ETH 2724.35
USDT 1.00
SBD 2.43